নেটদুনিয়ায় এক অদ্ভুত কফি বিতর্ক! সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গুরগাঁওয়ের এক স্ট্রিট ভেন্ডার কফি বানাচ্ছেন একেবারে অপ্রত্যাশিত কনটেইনার থেকে। অবাক করার মতো বিষয় হল, সেই কনটেইনার কোনও সাধারণ কফির ছিল না, বরং জনপ্রিয় বিউটি ব্র্যান্ড MCaffeine-এর ‘কফি বডি স্ক্রাব’ প্যাক!
ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর হিমাংশু যতনা, যেখানে দেখা যাচ্ছে ভেন্ডার সেই স্ক্রাবের প্যাক থেকে কফি পাউডার বের করে দুধে মিশিয়ে কফি তৈরি করছেন। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন, বিভ্রান্তি আর তুমুল বিতর্ক।

বডি স্ক্রাব দিয়ে কফি?! না কি শুধুই প্যাকেটের ভেল্কি?
ভিডিওটি দেখার পর অনেকেই চমকে গিয়ে মন্তব্য করেছেন, “ভাই, এটা তো বডি স্ক্রাব!” কেউ কেউ তো সরাসরি স্বাস্থ্যঝুঁকির প্রসঙ্গ টেনেই দোকান বন্ধের দাবি তুলেছেন।
তবে অনেকেই বলছেন, এটি আদতে একটি খালি স্ক্রাবের কনটেইনার, যেখানে ব্যবসায়ী কফি পাউডার সংরক্ষণ করছেন মাত্র। কারণ, মূল বডি স্ক্রাব পাউডার খুবই দামী – এবং সেটি ব্যবহার করলে ব্যবসার লাভের থেকে ক্ষতিই বেশি হবে!
একজন নেটিজেন মজার ছলে লেখেন, “এটা তাহলে শরীরের ভেতর থেকেও স্ক্রাবিং করে দেবে!” আবার একজন মন্তব্য করেন, “ডিটক্সিফিকেশন 2.0!”
ভাইরাল নাকি ভ্রান্তি?

https://www.instagram.com/reel/DF4_ONxPLVx/?igsh=NjFrMjFyNjRrZWsw
এই ভিডিও ইচ্ছাকৃতভাবে ভাইরাল হওয়ার জন্য বানানো, নাকি সত্যিকারের ভুল বোঝাবুঝি – তা এখনও পরিষ্কার নয়। তবে যা-ই হোক না কেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মত ও মিমে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন :
মজার ছলে হলেও এই ঘটনার মাধ্যমে আবারও উঠে এসেছে খাবার প্রস্তুতির স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব। শুধুমাত্র খালি কনটেইনার ব্যবহার করলেও, ব্র্যান্ডিং ও হাইজিন নিয়ে মানুষের সচেতনতা যে বেড়েছে, সেটাই প্রমাণ করছে এই ভাইরাল ভিডিও।
বডি স্ক্রাব আর কফি একসাথে এক প্যাকে দেখলে এখন থেকে একটু ভালো করে দেখে নিয়েন! কারণ ভাইরাল কন্টেন্টের যুগে চোখের দেখা সবসময় সত্যি নাও হতে পারে!