ভারতের সুখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন হিন্দি জগতের অন্দর থেকে। সংগীতের অনুশীলনে কঠোর পরিশ্রম এনে দেয় লাইমলাইটে। আজকের সময়ে দাঁড়িয়ে সারা বিশ্বে পরিচিতি শ্রেয়া ঘোষালের নাম। নিজের সঙ্গীতের ক্যারিয়ারে সিনেমায় অসংখ্য গান গেয়েছেন তিনি। সুমধুর কণ্ঠের জাদুতে সঙ্গীত জগতে রাজত্ব করছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে। সুরের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়।
বাঙালির গৌরব, শ্রেয়া ঘোষালের নাম সঙ্গীতের দুনিয়ায় এক উল্লেখযোগ্য নাম। ছোট্ট বয়স থেকেই সুরের জাদুতে মুগ্ধ করেছেন শ্রেয়া। একটি সংগীত প্রতিযোগিতার মাধ্যমে পেয়েছিলেন স্বপ্নের জগতে পা রাখার সুযোগ। আজ তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী কণ্ঠশিল্পীদের একজন।

কোটি টাকার গাড়ি, বিলাসবহুল বাড়ি:
এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, শ্রেয়া ঘোষালের কাছে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। তার গাড়ির কালেকশনে রয়েছে মার্সেডিজ বেঞ্জ এস ক্লাস, বিএমডব্লিউ ফাইভ সিরিজ, এবং দুটি রেঞ্জ রোভার। শুধু গাড়িই নয়, মুম্বাই এবং কলকাতায় তার রয়েছে বিলাসবহুল বাড়ি।
প্রতি গানে ২৫ লক্ষ টাকা:
ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া শিল্পীদের মধ্যে অন্যতম শ্রেয়া। কিন্তু একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই সংগীতশিল্পী? এক প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষাল প্রতিটি গানের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা ফি নেন। এটি সুনিধি চৌহান এবং অরিজিৎ সিংয়ের চেয়েও বেশি। তার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ২০০ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয়।

সফলতার গল্প:
শ্রেয়ার ঝুলি ভর্তি বাংলা ও হিন্দি গান। ক্যারিয়ারে গলা মিলিয়েছেন ৩০০০ এর-ও বেশি গানে। বাঙালির আইকনদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে ‘দেবদাস’ ছবিতে ‘বইরি পিয়া’ গানটি গেয়ে বলিউডে পা রাখার পর থেকে শ্রেয়া ঘোষাল আর পেছনে ফিরে তাকাননি। তার স্বর্ণালি কণ্ঠ এবং সুরের মিশেলে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।