আলবিদা ‘ইন্ডিয়ান আইডল’! বিশাল দাদলানির আবেগঘন বিদায়বার্তা ভাইরাল

বিশাল দাদলানির আবেগঘন বিদায়বার্তা ভাইরাল

একটি যুগের অবসান! ইন্ডিয়ান টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর সঙ্গে দীর্ঘ ৬ বছর কাটিয়ে এবার সবসময়ের জন্য বিদায় নিলেন সঙ্গীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আবেগঘন পোস্টে নিজেই ঘোষণা করলেন এই সিদ্ধান্ত। বিশালের এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল, নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে তাঁর মনের কথা।

৬ বছরের জার্নির ইতি…

২০১৮ সাল থেকে ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে ছিলেন বিশাল। সিজন ১০ থেকে শুরু করে সম্প্রতি শেষ হওয়া সিজন ১৫ পর্যন্ত একটানা দেখা গিয়েছে তাঁকে। এবার সেই সফরের পরিসমাপ্তি।

গত সোমবার, ৬ এপ্রিল ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও শেয়ার করেন বিশাল, যেখানে তাঁর সঙ্গে ছিলেন সহ-বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশা। সেই ভিডিওতে ছিল তিনজনের মজার এক মুহূর্ত। “এটাই আমার শেষ পর্ব…” ক্যাপশনে এমনটা লিখে ভিডিওটি পোস্ট করেন বিশাল।

বিশাল দাদলানি

নিজের দীর্ঘ নোটে বিশাল লেখেন, “আমার তরফ থেকে এই পর্যন্তই! টানা ৬টা সিজনে থাকার পর আজ রাতটাই ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে আমার শেষ পর্ব। আমি আশা করি, এই অনুষ্ঠানটি আমাকে যতটা মিস করবে, আমিও ততটাই মিস করব।”

তিনি আরও জানান, “আমি আর প্রতি বছর ৬ মাস মুম্বাইতে আটকে থাকতে পারি না। এবার গান বানানো, কনসার্ট করা, আর কখনও মেক-আপ না করার সময় এসেছে!”

সবাইকে ধন্যবাদ জানালেন বিশাল

বিশাল তাঁর পোস্টে শোয়ের টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ধন্যবাদ জানান শ্রেয়া, বাদশা, আদি, আরাধনা, চিত্রা, আনন্দ জি, সোনাল, প্রতিভা, সাহিল, সালোনি, মুসকান, আবিশা সহ প্রোডাকশন টিম ও সব কলাকুশলীকে। সাথে লেখেন , “এই শোয়ের কারণে আমি যতটা না প্রাপ্য, তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছি।”

তিনি আরও লেখেন, “মঞ্চ, আলো, সাউন্ড, টেক টিম, আলোকচিত্রী, সাজিদভাই-সতীশভাই – প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। যাঁদের নাম নিতে পারিনি, তাঁদের কাছে ক্ষমা চাইছি।”

বিশালের ক্যাপশন ভাইরাল

পোস্টের ক্যাপশনে বিশাল লেখেন, “আলবিদা, ইয়ারো। 6 সিজন মে জিতনা মাজা কিয়া, উস সে ভি জিয়াদা ইয়াদ আয়েগি।”

তিনি ট্যাগ করেন @adityanarayanofficial সহ ইন্ডিয়ান আইডলের সংশ্লিষ্ট সবাইকে এবং জানান, “হক সে জিয়াদা পেয়ার মিলা হ্যায়, ইস শো কি ওয়াজা সে।”

বিশালের ক্যাপশন ভাইরাল

আদিত্য নারায়ণের আবেগঘন প্রতিক্রিয়া :

সঞ্চালক আদিত্য নারায়ণ লিখেছেন, “একটি যুগের সমাপ্তি। বড় ভাই, তোমাকে ছাড়া ইন্ডিয়ান আইডল আর কখনও আগের মতো থাকবে না।”

বিশাল জানালেন, “এবার ‘বিশাল অ্যান্ড শেখর সিজন’! গান তৈরি করব, কনসার্ট করব, আর মেক-আপ নয়!”

ওম শান্তি ওম, দোস্তানা, সুলতান, ওয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, বেফিক্রে সহ একাধিক হিট ছবির গানে তাঁর সুরে মাতোয়ারা হয়েছে বলিউড। এবার সময় তাঁর নিজের জগতের দিকে ফিরে যাওয়ার।

নেটদুনিয়ায় এখন একটাই আওয়াজ – “আলবিদা বিশাল, ইন্ডিয়ান আইডল তোমায় খুব মিস করবে!”

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts