সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চোখে পড়ছে করণ জোহরের একের পর এক ছবি। ছবিগুলো দেখে অনেকেই ভাবছেন, ‘শরীর এত রোগা হয়ে গেল কীভাবে?’ কেউ বলছেন করণ নাকি গুরুতর অসুস্থ, কেউ আবার দাবি করছেন ওষুধের সাহায্যে ওজন কমিয়েছেন এই বলিউড পরিচালক! ওজেম্পিক নামের একটি ওষুধকে ঘিরেও উঠেছে তীব্র বিতর্ক। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন করণ।
লাইভে ফাটালেন ‘সত্যি’ বোমা!
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অক্ষয় কুমার, আর মাধবন ও অনন্যা পান্ডের আসন্ন ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-এর প্রচারে একটি ইনস্টাগ্রাম লাইভ করেন করণ জোহর। সেখানেই এক অনুরাগীর প্রশ্নে উঠে আসে তাঁর আচমকা ওজন কমে যাওয়ার প্রসঙ্গ। আর সেখানেই সত্যি কথা বললেন তিনি, যা শুনে অনেকেই হতবাক!

করণ স্পষ্ট জানিয়ে দেন, “আমি কোনও ওষুধ খাইনি, কোনও শর্টকাট নেই। আমি নিয়মিত ডায়েট, ব্যায়াম আর সাঁতার কেটেই এই ওজন কমিয়েছি। আমি একেবারে সুস্থ আছি।”
‘ওএমএড’ ডায়েটের রহস্য ফাঁস!
করণ আরও জানান, তিনি এখন ‘OMAD’ ডায়েট মেনে চলেন — অর্থাৎ দিনে মাত্র একবার খাবার খান। সঙ্গে বাদ দিয়েছেন চিনি ও দুধজাতীয় খাবার। প্রতিদিন সাঁতার কাটেন এবং ব্যায়াম করেন নিয়ম মেনে। নিজের এই নতুন লাইফস্টাইল নিয়ে দারুণ খুশি করণ। বললেন, “এখন আমি অনেক হালকা বোধ করি, নতুন করে প্রাণশক্তি নিয়ে প্রতিদিনের কাজ শুরু করতে পারি।”
বিতর্কে ফুলস্টপ করলেন করণ!

গত কয়েক মাস ধরেই করণ জোহরের বদলে যাওয়া চেহারা নিয়ে নানা জল্পনা চলছিল। কেউ বলেছিলেন অসুস্থ, কেউ আবার নাম জড়িয়েছিলেন বিতর্কিত ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’-এর সঙ্গে। কিন্তু করণের এই স্বীকারোক্তির পর সেই সমস্ত গুজব যে থেমে যাবে, তা বলাই বাহুল্য।
পরিচালক এক কথায় বুঝিয়ে দিলেন— স্বাস্থ্যকর জীবনযাপনই তাঁর ফিটনেস রহস্য।