আবারও বলিউডে ‘কপি-পেস্ট’ বিতর্ক। এবার সেই বিতর্কের মাঝখানে কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত প্রশংসিত ছবি ‘লাপাতা লেডিজ’। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া একটি আরবি ছবি ‘বোরখা সিটি’র কয়েকটি দৃশ্য। আর সেখান থেকেই শুরু বিতর্কের ঝড়!
একই কাহিনি, শুধু ভাষা আলাদা
ভাইরাল ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, মুখ ঢাকা বোরখার আড়ালে এক মহিলার বদলে আরেক মহিলাকে স্ত্রী মনে করে ফেলেন এক ব্যক্তি। শুরু হয় তাঁর বউয়ের খোঁজ।

অবাক করার মতো মিল রয়েছে ‘লাপাতা লেডিজ’-এর গল্পের সঙ্গেও। সেখানেও মুখ ঢাকা ঘোমটার কারণে বদলে যায় নববধূ। দীপক খুঁজতে থাকে তার ‘হারিয়ে যাওয়া’ ফুল কুমারীকে। আর এখানেই প্রশ্ন—নকল নাকি কাকতালীয় মিল?
নেটিজেনদের কটাক্ষ: ‘বলিউড মানেই তো কপি-পেস্ট’!
এই মিল নজর এড়ায়নি নেটিজেনদের। একজন লিখেছেন, “বলিউডে কিছুই আর অরিজিনাল নেই।” অন্যজনের মতে, “চুরি এখন শিল্পে পরিণত হয়েছে।” কেউ কেউ আবার খোঁচা দিয়ে বলেছেন, “কম করে একটা গান তো অরিজিনাল, অরিজিৎ তো নকল নন!”
অভিযোগ উঠতেই মুখ খুলেছে ‘লাপাতা লেডিজ’ টিম
এখনও পর্যন্ত কিরণ রাও বা আমির খানের পক্ষ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে, ছবির স্ক্রিপ্ট যে ভারতীয় গ্রামীণ সমাজ এবং নারীর আত্ম-অন্বেষণের গল্প, তা বারবারই বলেছেন নির্মাতারা।

তবে সমালোচনার মাঝেও সফলতা অটুট!
মাত্র ৫ কোটির বাজেটে তৈরি এই ছবিটি ২৫ কোটির বেশি ব্যবসা করেছে। স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রান্তা, নীতাংশী গোয়েলের অভিনয়, রবি কিষেণের পার্শ্বচরিত্র—সব মিলিয়ে দর্শক-সমালোচক সকলের মন জয় করে নিয়েছে ‘লাপাতা লেডিজ’।
নকল হোক বা মৌলিক—‘লাপাতা লেডিজ’ মানুষের মনে দাগ কেটেছে। তবে ভাইরাল সেই আরবি ছবি ‘বোরখা সিটি’ যদি সত্যিই অনুপ্রেরণা হয়ে থাকে, তাহলে নির্মাতাদের উচিত স্পষ্ট করে নিজেদের অবস্থান জানানো। নইলে বলিউডের ‘চুরি’র খতিয়ান আরেকটু দীর্ঘই হবে!
আপনার কী মনে হয়? ‘লাপাতা লেডিজ’ কি সত্যিই চুরি করা গল্প? নাকি সবটাই নিছক কাকতালীয়? কমেন্টে জানান মতামত!