শাহরুখ-সলমন-আমিরও নয়! বলিউডে ধনীর তালিকায় একক রাজা এখন তিনিই

রনি স্ক্রিউওয়ালা

বলিউডের সবথেকে ধনী তারকা বলতে গেলে এক নিঃশ্বাসে অনেকেই বলবেন— শাহরুখ খান, সলমন খান কিংবা আমির খান। কিন্তু যদি বলি, এঁরা কেউই নন? বরং এঁদের তিনজনের মিলিত সম্পত্তির চেয়েও অনেক বেশি সম্পত্তির মালিক একজন মানুষ, যাঁর নাম আপনি হয়তো এখনও সেভাবে জানেন না!

শুরুতেই চমক— শাহরুখ-সলমন-আমির নয়, বলিউডের একক ধনী রাজা হলেন রনি স্ক্রিউওয়ালা!

বলিউডের একক ধনী রাজা হলেন রনি স্ক্রিউওয়ালা!

হ্যাঁ, ঠিকই পড়েছেন! প্রযোজক রনি স্ক্রিউওয়ালা এখন বলিউডের সর্বোচ্চ সম্পত্তির মালিক! ফোর্বস পত্রিকার মতে, এই মানুষটির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১২৫০ কোটি টাকা! অর্থাৎ, ১১২.৫ বিলিয়ন টাকা! যা তিন খান— শাহরুখ, সলমন ও আমিরের সম্মিলিত সম্পদের থেকেও অনেক বেশি!

কে এই রনি স্ক্রিউওয়ালা?

রনি স্ক্রিউওয়ালা হলেন একজন প্রযোজক, উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। নাম জড়িয়ে আছে ‘যোধা আকবর’, ‘বরফি’, ‘রং দে বসন্তী’, ‘খোসলা কা ঘোসলা’-র মতো আইকনিক সিনেমার সঙ্গে। আর শুধু সিনেমা নয়, টেলিভিশনেও তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। ‘হিপ হিপ হুররে’, ‘খিচড়ি’, ‘শান্তি’— এসব জনপ্রিয় শোও তাঁর প্রযোজনায় তৈরি।

টুথব্রাশ থেকে ১১ হাজার কোটির সাম্রাজ্য!

কে এই রনি স্ক্রিউওয়ালা?

বিশ্বাস করুন বা না করুন, রনি স্ক্রিউওয়ালার ব্যবসা জীবনের শুরু হয়েছিল টুথব্রাশ তৈরি দিয়ে! ১৯৭০ সালে যাত্রা শুরু, এরপর ১৯৯০ সালে তৈরি করেন UTV Motion Pictures— যেখান থেকেই শুরু তাঁর রূপোলি জগতে রাজার মত দাপিয়ে বেড়ানো।

বলিউডে কোনও নায়কের স্টারডম নয়, রনির ‘চুপিসারে’ তৈরি ইতিহাসই এখন সকলের ওপরে!

৬৮ বছর বয়সে দাঁড়িয়ে রনি স্ক্রিউওয়ালা দেখিয়ে দিলেন, বলিউডে শুধু মুখ নয়, পেছনের ‘ব্রেন’ আর ‘বিজনেস সেন্স’-ই সবচেয়ে বড় শক্তি! আজকের দিনে দাঁড়িয়ে তাঁর দাপট এমন জায়গায় যে তিন খানকেও সম্পদের নিরিখে পিছিয়ে দিতে পারেন।

বলিউডে কার রোজগার বেশি, সেই চিরন্তন বিতর্কে এবার চূড়ান্ত টুইস্ট! আর সেই টুইস্টের নাম— রনি স্ক্রিউওয়ালা! মুখে নয়, সম্পত্তির ভারে তিন খানকে পেছনে ফেলে এবার তিনিই বলিউডের আসল রাজা!

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts