বিবাহবার্ষিকীতে আদুরে ছবি পোস্ট করে মনের কথা জানালেন অভিনেতা শাহিদ কাপুর!

বিবাহবার্ষিকীতে আদুরে ছবি পোস্ট করে মনের কথা জানালেন অভিনেতা শাহিদ কাপুর

নবম বিবাহবার্ষিকীর দিন ইনস্টাগ্রামে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে বলিউডের কবীর সিং ক্যাপশনে লেখেন “My HAPPY PLACE”

নবম বিবাহবার্ষিকীর দিন ইনস্টাগ্রামে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে বলিউডের কবীর সিং ক্যাপশনে লেখেন "My HAPPY PLACE"

অন্যদিকে মীরা রাজপুত ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন, যেখানে মীরা তাদের ক্যামেরাবন্দী বেশ কিছু মিষ্টি মুহূর্তের স্মৃতি ভাগ করে নিয়েছেন ফলোয়ারদের সঙ্গে৷ ক্যাপশনে মীরা তার স্বামীর প্রতি ভালোবাসা ব্যক্ত করে লিখেছেন – “You ‘re the one I… love.. Happy 9, love of my life”

রিপোর্ট অনুযায়ী এক বন্ধুর পার্টিতে পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতে 2015 সালের 7 জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। দিল্লির এক গুরুদুয়ারায় তাদের বিয়ের প্রধান অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। বিয়ের সময় মীরা রাজপুতের বয়স ছিল মাত্র 20 বছর, অন্যদিকে শাহিদের বয়স তখন 34 বছর।

শাহিদ কাপুর এবং মীরা রাজপুত

2016 সালে তাদের প্রথম কন্যা সন্তান মিশার জন্ম হয় এবং 2018 সালে তাদের জীবনে আসে তাদের পুত্র সন্তান জেইন।  বয়সের ব্যবধানটা বেশি হলেও বর্তমানে কিন্তু শাহিদ এবং মীরার ‘কাপল গোল’ দেখে মুগ্ধ নেটিজেনরাও। প্রায়শই পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেতা। একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি শাহিদ কাপুর যে একজন ভালো স্বামী এবং ভালো বাবাও সে কথা অস্বীকার করার উপায় নেই।

ফিল্মি পরিবারের ছেলে শাহিদ ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন। 2003 সালে অমৃতা রাও এর বিপরীতে ‘ইশক ভিশক’ ছবির মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হয় শাহিদের। প্রথম সিনেমার পর থেকেই দর্শকদের মনে নিজের স্থান পাকা করে নেন অভিনেতা। ভক্তদের একগুচ্ছ হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

2016 সালে  শাহিদ কাপুর এবং মীরা রাজপুত এর প্রথম কন্যা সন্তান মিশার জন্ম হয় এবং 2018 সালে তাদের জীবনে আসে তাদের পুত্র সন্তান জেইন।

চলতি বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল শাহিদ কৃতির সিনেমা ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ‘। এই বছর অক্টোবরে শাহিদের পরবর্তী সিনেমা ‘দেবা’ মুক্তি পেতে চলেছে, যেখানে শাহিদের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়েকে।

Recent Posts