শক্তিমান থেকে হাতিম – নস্টালজিক টিভি শো’ ও আমাদের শৈশব

শক্তিমান থেকে হাতিম - নস্টালজিক টিভি শো' ও আমাদের শৈশব

একটা সময় ছিল যখন টিভি শো মানেই ছিল আবেগ। 1990-2000 এর সময়পর্বে এমন অনেক টিভি শো’ সম্প্রচারিত হত যেগুলো ছোটদের পাশাপাশি বড়দেরও মন জয় করেছিল। বর্তমানে ইন্টারনেট এবং ওটিটি প্ল্যাটফর্মের যুগেও সেইসব টিভি শো চিরস্মরণীয় হয়ে রয়েছে। এরকমই কিছু উল্লেখযোগ্য টিভি শো হল – শক্তিমান, সোন পরী, শাকা লাকা বুম বুম, হাতিম ইত্যাদি। চলুন আরও একবার ফিরে যাওয়া যাক সেই সময়ে।

শক্তিমান –

1997 সালের 27 সেপ্টেম্বর থেকে 2005 সালের 27 মার্চ পর্যন্ত ডিডি ন্যাশানালে সম্প্রচারিত হয়েছিল ‘শক্তিমান’।সেইসময় রবিবার মানেই ছিল শক্তিমান।শক্তিমান পন্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওঙ্কারনাথ শাস্ত্রী নামে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করত এবং শেষে নীতিবাক্য বলত। এই শো তে শক্তিমানের চরিত্রে অভিনয় করেছেন মুকেশ খান্না। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বৈষ্ণবী মহন্ত।

সোন পরী –

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় শো ছিল ‘সোন পরী ‘। 2000 সালের 23 নভেম্বর থেকে 2004 সালের 1 অক্টোবর পর্যন্ত স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল সোন পরী৷ এই শো য়ের কাহিনি ফ্রুটি নামের একটি মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যার মা আগেই মারা গেছিল এবং বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকত। তাকে সাহায্য করার জন্য আকাশ থেকে Son Pari নামের একটি পরী নেমে এসেছিল। এই শোতে ‘সোনপরী’ চরিত্রে অভিনয় করেছেন মৃণাল কুলকার্নি।

শাকা লাকা বুম বুম –

2000 সালের 15 অক্টোবর থেকে শুরু করে 2004 সালের 10 অক্টোবর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল শাকা লাকা বুম বুম। এই শোয়ের প্রধান আকর্ষণ ছিল ম্যাজিক পেনসিল। সেই পেনসিল দিয়ে কিছু এঁকে শাকা লাকা বুম বুম বললেই সামনে হাজির হত সেই জিনিস। এই শোতে সঞ্জুর ভূমিকায় অভিনয় করেছেন কিংশুক বৈদ্য এবং সোনার ভূমিকায় ছিলেন হাংসিকা মোতওয়ানি, প্রিয়ার চরিত্রে ছিলেন জেনিফার উইঙ্গেট৷

হাতিম –

2003 সালের 26 ডিসেম্বর থেকে 2004 সালের 12 নভেম্বর পর্যন্ত স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল ভারতীয় টেলিভিশন সিরিজ হাতিম। হাতিম এবং জেসমিন এর কাহিনি সেইসময়কার প্রত্যেকটি বাচ্চার প্রিয় ছিল। এই শোতে Rahil Azam হাতিমের ভূমিকায় অভিনয় করেছেন। হাতিমকে এই শোতে সাতটি প্রশ্নের উত্তর খুঁজতে দেখা গেছিল।

Recent Posts

link to আমাল মল্লিকের উচ্চতা, বয়স, বান্ধবী, পরিবার, জীবনী | Amal Mallick's height, age, girlfriend, family, biography in Bengali

আমাল মল্লিকের উচ্চতা, বয়স, বান্ধবী, পরিবার, জীবনী | Amal Mallick's height, age, girlfriend, family, biography in Bengali

আমাল মল্লিক হলেন নতুন প্রজন্মের অন্যতম বিশিষ্ট ভারতীয় সঙ্গীত পরিচালক,...