RIP কার্টুন নেটওয়ার্ক!- সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং News

RIP কার্টুন নেটওয়ার্ক!

সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ এ ট্রেন্ডিং হয় ‘RIP Cartoon Network যা দেখে কার্টুন প্রেমীদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে।আচমকা নেট দুনিয়ায় ভাইরাল এই খবরে ছোটবেলাকে হারিয়ে যেতে দেখে উত্তাল সোশ্যাল মিডিয়া।

তবে এটা কি সত্যি নাকি গুজব, প্রশ্ন অনেকেরই। না, ছোটবেলার বড় অধ্যায় হারিয়ে যাচ্ছে না। বন্ধ হচ্ছে না কার্টুন নেটওয়ার্ক। তবে কেন সোশ্যাল মিডিয়ায় শুরু হল ‘RIP Cartoon Network ‘?

কার্টুন নেটওয়ার্ক

আসলে Animation Workers Ignited নামের একটি হ্যান্ডেল থেকে ‘এক্স’ এ একটি ভিডিও পোস্ট করে লেখা হয় #RIPCartoonNetwork

অ্যানিমেশনের সঙ্গে যুক্ত কর্মীদের যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলো তুলে ধরার জন্যই এই ভিডিওটি বানানো হয়েছে যা শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কার্টুন চরিত্রদের নিয়ে তৈরি এই ভিডিওর শুরুতে বলা হয় – “কার্টুন নেটওয়ার্ক ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং অন্যান্য বড় অ্যানিমেশন স্টুডিওগুলিও এই পথে খুব বেশি পিছিয়ে নেই যার প্রধান কারণ হল কর্মী ছাঁটাই।

RIP কার্টুন নেটওয়ার্ক!

তারপর সেই ভিডিওতে বলা হয় – “করোনার সময় কর্মীরা remotely কাজ করে গেছে, বাধাহীন ভাবে প্রোডাকশন চালিয়ে নিয়ে গেছে, কিন্তু প্রতিদানে প্রোডাকশন হাউস কর্মীদের প্রজেক্ট বাতিল করেছে, কাজ আউটসোর্স করেছে এবং প্রচুর কর্মীদের ছাঁটাই করেছে৷ ”

শুধু তাই নয়, ওই ভিডিওতে দাবি করা হয় “খরচ কমিয়ে, কর্মী ছাঁটাই করে বড় বড় স্টুডিও গুলি নিজেদের আর্থিক উন্নতি করছে।” তারপরই ভিডিওতে #RIPCartoonNetwork শেয়ার করার কথা জানানো হয়।

1992 সালের 1 অক্টোবর যাত্রা শুরু করেছিল কার্টুন নেটওয়ার্ক।

টম অ্যান্ড জেরি

নব্বই দশকের বাচ্চাদের কাছে কার্টুন নেটওয়ার্ক হল নস্টালজিয়া। এই চ্যানেলে প্রচারিত ‘টম অ্যান্ড জেরি’, ‘টকিং টম’, ‘সুপারম্যান’, ‘বেন-10’, ‘ব্যাটম্যান’ সিরিজের কার্টুনগুলো আজও আমাদের ছোটবেলার স্বর্ণালী দিনগুলিতে নিয়ে যায়। প্রসঙ্গত এর আগেও সোশ্যাল মিডিয়ায় Cartoon Network বন্ধ হয়ে যাওয়ার গুজব রটেছিল তবে তা সত্যি হয়নি।

Recent Posts