12 জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘Sarfira’ এবং ‘Indian 2’। ‘Sarfira’ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ। অন্যদিকে ‘Indian 2’ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, রকুলপ্রীত সিং,গুলশন গ্রোভার প্রমুখ।
100 কোটি টাকার বাজেটে নির্মিত ‘Sarfira’ সিনেমাটি বক্স অফিসে প্রথম দিনে 2.5 কোটি এবং দ্বিতীয় দিনে 4.25 কোটি টাকা আয় করেছে। এই সিনেমাটি ভারতে দুই দিনে মাত্র 6.75 এবং বিদেশে 4 কোটি আয় করেছে।
অন্যদিকে 150 কোটির বাজেটে নির্মিত ‘Indian 2’ ভারতে প্রথমদিন ভালো আয় করলেও দ্বিতীয় দিন আয় কমে যায়। এই সিনেমাটি প্রথমদিন বক্স অফিসে 25.6 কোটি আয় করেছে এবং দ্বিতীয় দিনে 16.7 কোটি আয় করেছে।
এস.শংকর পরিচালিত ‘Indian 2’ সিনেমাটি 1996 সালে মুক্তিপ্রাপ্ত কমল হাসানের ‘Indian’ সিনেমার সিক্যুয়েল। এই সিনেমাটি তামিল, হিন্দি এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে।
এই সিনেমার কাহিনি মন কাড়তে পারেনি দর্শকদের। গল্পের বাঁধন আলগা, দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের লড়াইয়ের কাহিনিতে অকারণে রাজনীতির রঙ চড়িয়ে দেওয়া হয়েছে এই সিনেমায়।
‘Indian’ সিনেমার গানগুলো আজও শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে তবে এই ‘Indian 2’ সিনেমার গানগুলো কিন্তু সেভাবে দর্শকদের মনজয় করতে পারে নি।
সুধা কোঙ্গারা পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত ‘Sarfira’ সিনেমাটি তামিলের জনপ্রিয় ‘Soorarai Pottru’ সিনেমাটির হিন্দি রিমেক।
মহারাষ্ট্রের একজন স্কুল টিচারের ছেলে Vir Mhatre এর কাহিনি যিনি একটি বিমান সংস্থা তৈরির স্বপ্ন দেখেন। তার স্বপ্নপূরণের কাহিনি নিয়েই তৈরি এই সিনেমা।