বর্তমানে অলিম্পিকের জন্য চর্চায় প্যারিস, তার মধ্যেই প্যারিসে এক বিশেষ কারণে লাইম লাইটে বলিউডের কিং খান। শুধু ভারতেই নয়, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের অগণিত ভক্ত। সম্প্রতি প্যারিসের Grevin Museum এ শোভা পেল শাহরুখ খানের স্বর্ণমুদ্রা।
বিদেশের মাটিতে বাদশার মুকুটে নতুন পালকের সংযোজনে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। এই প্রথম কোন ভারতীয় অভিনেতার ছবি স্বর্ণমুদ্রায় স্থান পেয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হয়েছেন শাহরুখ খান। যার মধ্যে রয়েছে ইউনেস্কোর সম্মান,
সুইজারল্যান্ডের পার্ডো অ্যাওয়ার্ড ইত্যাদি।
কিছুদিন আগেই জানা গেছিল ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল’ এ 10 অগাস্ট বিশেষ সম্মান জানিয়ে শাহরুখ খানের খানের হাতে তুলে দেওয়া হবে ‘কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে শাহরুখ খানের অত্যন্ত জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’। এর আগে সাই মিং-লিয়াং, ক্লডিয়া কার্ডিনাল, জনি টো, ফ্রান্সেসকো রোজি, হ্যারি বেলাফন্টে এবং জেন বার্কিন প্রমুখ এই পুরষ্কারে সম্মানিত হয়েছেন।
দীর্ঘ চারবছর বিরতির পর 2023 সালে বলিউডে ধামাকাদার কাম ব্যাক করেন শাহরুখ খান। ওই বছর অনুরাগীদের ব্যাক টু ব্যাক তিনটি হিট ছবি উপহার দেন তিনি। যার মধ্যে রয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’।
তবে বর্তমানে ছেলে এবং মেয়ের কেরিয়ার শক্ত করতে ব্যস্ত শাহরুখ। বড় ছেলে আরিয়ানকে একটি পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন তিনি, অন্যদিকে সুহানার জন্য 200 কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করছেন বলে জানা গেছে, যেখানে শাহরুখের সঙ্গে যৌথ ভাবে প্রযোজকের ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ।
সুজয় ঘোষের পরিচালনায় এই সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও সুহানা। রিপোর্ট অনুযায়ী এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে এই সিনেমার সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়াল কোন তথ্য সামনে আসেনি।