টলিপাড়ায় বন্ধ শ্যুটিং, একজোট পরিচালকরা

টলিপাড়ায় বন্ধ শ্যুটিং

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় টেকনিশিয়ান ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ড এর মধ্যে সংঘাত চলছে। বাংলাদেশে স্বাধীনভাবে শ্যুটিং করতে যাওয়ায় আগামী তিনমাসের জন্য রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করার পথ বেছে নিয়েছিলেন টেকনিশিয়ানরা। শুক্রবার রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ড। কিন্তু ফেডারেশনের তরফে ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়নি।

টলিপাড়ায় বন্ধ শ্যুটিং, একজোট পরিচালকরা

শনিবার অভিনেতারা শ্যুটিং এ পৌঁছলেও অনুপস্থিত ছিলেন টেকনিশিয়ানরা৷ টলিউডের পরিচালক মহল আগেই জানিয়েছিলেন পরিস্থিতির মীমাংসা না হলে শ্যুটিং ফ্লোরে অনুপস্থিত থাকবেন পরিচালকরা। তারপর ফেডারেশন তাদের সিদ্ধান্তে অনড় থাকায় টলিউডের শ্যুটিং বন্ধ হওয়ার জল্পনা সত্যি প্রমাণিত হয়।

রবিবার থেকেই বন্ধ হয়ে যায় সমস্ত সিরিয়ালের শ্যুটিং। সোমবার থেকে অনির্দিষ্ট কর্মবিরতির পথ বেছে নেন পরিচালকরা। যার ফলে টালিগঞ্জের ব্যস্ত শ্যুটিং পাড়া আজ নিঃস্তব্ধ।

 ডিরেক্টর্স গিল্ডের তরফে বিজ্ঞপ্তি

রবিবার রাতে ডিরেক্টর্স গিল্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় – “অধিকাংশ পরিচালকের আবেগ এবং মতামত কে গুরুত্ব ও মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি একটি সিদ্ধান্ত নিয়েছে।আগামীকাল অর্থাৎ ২৯ জুলাই থেকে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।”

যদিও টলিপাড়ার কলাকুশলীরা আশাবাদী যে শীঘ্রই বিষয়টির সমাধান হবে এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।

Recent Posts