প্রতারণা! প্রিয় অভিনেতাকে বাঁচাতে 50 লাখ টাকা জলে গেল অনুরাগীর!


অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নাকি কালা জাদু করেছেন কিয়ারা আদভানি। হ্যাঁ, সম্প্রতি এমনই একটা ঘটনা আলোড়ন তৈরি করেছে নেটপাড়ায়।বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বাঁচাতে প্রতারণার শিকার হয়েছে তার এক অনুরাগী। তিনি জানিয়েছেন একটি ফ্যানপেজের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি।

এই ব্যাপারে অভিনেতার দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় জানানোর পাশাপাশি দিল্লি পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। বলিউড অভিনেতা নিজেও ওই ফ্যানপেজটি ফলো করেন। তাই খুব সহজেই প্রতারকদের কথার জালে জড়িয়ে যান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে বাসিন্দা মিনু বাসুদেব নামের ওই ব্যক্তি দাবি করেছেন যে একটি ফ্যান পেজের তরফে তাকে জানানো হয় অভিনেতা তার স্ত্রী কিয়ারা আদভানির কারণে বড় বিপদের মধ্যে রয়েছেন।

তিনি জানিয়েছেন যে সিদ্ধার্থের ফ্যান পেজের অ্যাডমিন আলিজা এবং হুসনা পারভিন তাঁকে বলে যে, কিয়ারা সিদ্ধার্থকে হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করেছে, সে নাকি কালা জাদু করেছিল সিদ্ধার্থ মালহোত্রার উপর।

ওই ভক্তের দাবি অভিনেতাকে সাহায্য করার জন্য এবং তার সঙ্গে কথা বলার জন্য প্রতারকরা তার থেকে টাকা নেয়। যদিও পরে তিনি বুঝতে পারেন যে পুরো বিষয়টা ভুয়ো ছিল। তিনি ওই ফ্যান পেজের কারণে মোট 50 লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন।

বিষয়টি জানার পরে সিদ্ধার্থ মালহোত্রা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সবাইকে সচেতন করে জানিয়েছেন যে এই ব্যাপারে তিনি কিছু জানতেন না, কিছু ব্যক্তি তার নাম করে টাকা নিচ্ছে। তিনি জানান যে কেউ কোন সন্দেহজনক মেসেজ পেলে যেন সঠিক জায়গায় অভিযোগ জানায়।

স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সিদ্ধার্থ মালহোত্রা, তারপর থেকে তিনি একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অনুরাগীদের। 2024 সালে ‘যোদ্ধা’ সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছিল।

Recent Posts