‘দাদা’ এবার বিগ বসের ঘরে! স্টার জলসায় সৌরভ গাঙ্গুলির রাজকীয় প্রত্যাবর্তন, তবে কি শেষ ‘দাদাগিরি’র জি বাংলা অধ্যায়?

দাদা’ এবার বিগ বসের ঘরে

বাঙালির ঘরের ছেলে, ক্রিকেট মাঠের মহারাজ থেকে টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক—সৌরভ গাঙ্গুলির সফর বরাবরই রাজকীয়। এবার সেই যাত্রা এক নতুন মোড় নিল। দীর্ঘদিন জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র সঞ্চালক হিসেবে দর্শকদের হৃদয় জিতে নেওয়ার পর এবার ‘দাদা’ পা রাখছেন স্টার জলসার ঘরে। আর সেখানে তিনি একসঙ্গে দু’টি জনপ্রিয় রিয়্যালিটি শো—‘দাদাগিরি’ এবং ‘বিগ বস’-এর সঞ্চালনা করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছেন, “জি বাংলায় আর দেখা যাবে না আমাকে। এবার আমি স্টার জলসায়। ওখানেই দাদাগিরি এবং বিগ বস্‌ দুটো রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করব।”

স্টার জলসায় সৌরভ গাঙ্গুলির রাজকীয় প্রত্যাবর্তন,

তাঁর এই ঘোষণায় কার্যত হতবাক দর্শক মহল। ‘দাদাগিরি’ মানেই সৌরভ—এই সমীকরণে অভ্যস্ত দর্শকদের কাছে চ্যানেল বদল হলেও শো’য়ে তাঁর উপস্থিতি স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। সৌরভ জানান, নতুন প্ল্যাটফর্মে ‘দাদাগিরি’ একেবারে ভিন্ন স্বাদের হতে চলেছে। স্টার জলসা কর্তৃপক্ষ চান, অনুষ্ঠানটি আরও নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। সেইসঙ্গে তাঁরা বিগ বস বাংলার জন্যও সৌরভকেই সঞ্চালক হিসেবে চাইছেন।

এই দুই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার জন্য সৌরভ গাঙ্গুলির পারিশ্রমিক নিয়েও জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, দুই শোয়ের জন্য সৌরভ মোট ৩৪ দিন সময় দেবেন এবং তিনি যা পারিশ্রমিক পাচ্ছেন, তা বাংলা টেলিভিশনের ইতিহাসে এক নতুন মাইলফলক। এত বিপুল অঙ্কে এর আগে কোনও সঞ্চালককে দেখা যায়নি বলেই দাবি টেলিপাড়ার।

সৌরভের এই উত্তরণ নিছকই ক্যারিশমা নয়, বরং এক দীর্ঘ অধ্যবসায়ের ফল। অতীতে ফিরে গিয়ে তিনি জানিয়েছেন, ‘দাদাগিরি’র প্রথম সিজনে কাজ করার পর ভেবেছিলাম, আমাকে আর ডাকা হবে না। কিন্তু মা আমাকে ভরসা দিয়েছিলেন।’ সেই আত্মবিশ্বাস আর পরিশ্রম মিলিয়ে নিজেকে সফল সঞ্চালকে পরিণত করেছেন তিনি।

তবে সৌরভের কৃতিত্ব শুধু রিয়্যালিটি শো-তেই সীমাবদ্ধ নয়। বর্তমানে তিনি ৪৮টি ব্র্যান্ড-এর বিজ্ঞাপনী মুখ। খুব শীঘ্রই সেই সংখ্যাও হাফ সেঞ্চুরি ছুঁতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

শেষ ‘দাদাগিরি’র জি বাংলা অধ্যায়?

জি বাংলার ‘দাদাগিরি’ বন্ধ হচ্ছে কিনা, সেটা নিয়ে এখনই স্পষ্ট কিছু জানা না গেলেও সৌরভের স্টার জলসায় যোগদান নিঃসন্দেহে চ্যানেল লাইনআপে বড়সড় পরিবর্তন আনছে। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় শো-তে ‘দাদা’র উপস্থিতি দর্শকদের আরও বেশি আকর্ষণ করবে বলেই আশা করা হচ্ছে।

স্টার জলসার সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে সৌরভ গাঙ্গুলির। আগামী ২০২৬ সালের জুলাই থেকে তিনি স্টার জলসার দুটি শো-তে অংশ নেবেন—‘বিগবস’ এবং একটি নতুন কুইজ শো। এই দুটি শোতে তিনি মোট ৩৪ দিন সময় দেবেন। তার পাশাপাশি, সৌরভ গাঙ্গুলি বর্তমানে একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ। বর্তমানে তিনি ৪৮টি ব্র্যান্ডের সাথে যুক্ত, এবং শীঘ্রই এই সংখ্যাটা ৫০-এ পৌঁছাতে পারেন বলে আশা করা হচ্ছে।

সৌরভ মানেই চমক। আর এবার সেই চমক দুই রিয়্যালিটি শো-এর হাত ধরে নিয়ে আসছে স্টার জলসা। বাঙালি দর্শক অপেক্ষায়—‘দাদা’র নতুন ইনিংস দেখার।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts