আম্বানির বিয়েতে বচ্চন পরিবারে ভাঙনের ছাপ সুস্পষ্ট, মেয়েকে নিয়ে ক্যামেরাবন্দী ঐশ্বর্য

বচ্চন-পরিবার

12 জুলাই সাতপাকে বাঁধা পড়লেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্ট এর ছোট মেয়ে রাধিকা মার্চেন্ট। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব, হলিউড থেকে বলিউডের একঝাঁক তারকার উপস্থিতির মাঝেও বচ্চন পরিবারের মান অভিমান সকলের নজর কেড়েছে।

মেয়েকে নিয়ে ক্যামেরাবন্দী ঐশ্বর্য

বচ্চন পরিবারে সম্পর্কের টানাপোড়েন যে এখনও অব্যাহত রয়েছে সেটাই আরও একবার স্পষ্ট হয়ে গেল অনন্ত আম্বানির বিয়েতে।

এদিন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে তাদের ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা নন্দা, জামাই নিখিল নন্দা ও তাদের সন্তান নব্যা নভেলি নন্দা ও অগস্ত্যা নন্দার সঙ্গে পোজ দিতে দেখা যায়। তবে পারিবারিক এই ফ্রেমে অনুপস্থিত ছিলেন পুত্রবধূ ঐশ্বর্য ও নাতনি আরাধ্যা বচ্চন।

যদিও কিছুক্ষণ পরে আলাদা ভাবে অনুষ্ঠানে উপস্থিত হন ঐশ্বর্য ও তার মেয়ে আরাধ্যা। লাল আনারকলি স্যুট এ অপূর্ব সুন্দরী লাগছিল ঐশ্বর্যকে। প্যাস্টেল সবুজ রঙের পোশাকে মিষ্টি সাজে মায়ের সাথে পোজ দিতে দেখা যায় আরাধ্যাকে। অন্যদিকে ঐশ্বর্যের সঙ্গে দেখা হওয়া মাত্রই তাকে জড়িয়ে ধরেন রেখা,স্নেহ চুম্বন দেন আরাধ্যাকে।

 ঐশ্বর্য ও তার মেয়ে আরাধ্যা

বেশ কিছুদিন ধরেই অভিষেক ঐশ্বর্যের সম্পর্কে ফাটল নিয়ে চর্চা চলছে বলিপাড়ায়৷ সম্পত্তির জেরেই নাকি শাশুড়ি ও ননদের সঙ্গে বিবাদ বিগ বি’র বউমার। একাধিকবার অভিষেক ঐশ্বর্যের ডিভোর্সের কথা শোনা গেছে। তবে সত্যি কি সেটা তো সময়ই বলবে।

মেগাবাজেট এই বিয়েতে রণবীর আলিয়ার লুক মুগ্ধ করেছে সকলকে। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন কিং খান।
ডিজের ভূমিকায় অতিথিদের সঙ্গে নাচতে দেখা যায় রণবীর সিং কে। এদিন লাল সালোয়ার এবং ভারি গয়নায় নিজেকে সাজিয়েছিলেন হবু মা দীপিকা পাড়ুকোন।

আম্বানির বিয়ে

দক্ষিণী সুপারস্টার মহেশবাবু তার স্ত্রী ও কন্যার সঙ্গে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। এছাড়াও সিদ্ধার্থ -কিয়ারা, শাহিদ-মীরা সহ একাধিক বলিউড তারকার দেখা পাওয়া গেলেও করোনার কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলিউডের খিলাড়ি কুমার।

Recent Posts

link to শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) ছিলেন একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও...