2025 এই শুরু হবে Kick 2 এর শ্যুটিং! বড় পর্দায় ধামাকাদার এন্ট্রি নেবে ‘Devil’ সলমন

Kick 2 এর শুটিং

আগামী বছরে সলমন খানের সুপারহিট সিনেমা ‘Kick ‘ এর সিক্যুয়েল ‘Kick 2’ এর শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে। শীঘ্রই সলমন খানের ‘devil’ চরিত্রটির অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

সিনেমার পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা এই সিনেমার সিক্যুয়েলের কথাটি নিশ্চিত করেছেন। তিনি Kick 2 এর চিত্রনাট্য নিয়ে মনোযোগ সহকারে কাজ করছেন বলে জানিয়েছেন। তিনি চান যাতে Kick এর থেকেও এই সিনেমার সিক্যুয়েল বেশি সাফল্য পায়।

Kick 2

2014 সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘ Kick ‘। সলমন খান অভিনীত এই সিনেমায় জ্যাকলিন ফার্নান্ডেজ, রণদীপ হুডা ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছিল। এই সিনেমাটি মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্স অফিসে 100 কোটির বাজেট টপকে ফেলেছিল।

বর্তমানে ‘Sikandar’ সিনেমার শ্যুটিং এ ব্যস্ত প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বলিউডের দাবাং সলমন খানকে এই সিনেমায় মূখ্য ভূমিকায় দেখা যাবে৷

সাজিদ নাদিয়াদওয়ালা

2025 সালের ঈদে এই সিনেমাটি রিলিজ হবে বলে জানা গেছে। 18 জুন থেকে এই সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। এই সিনেমায় সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা।

এর আগেও বেশ কয়েকবার Kick 2 এর শ্যুটিং শুরু হওয়ার কথা শোনা গেছিল। তবে বলি পাড়ায় কান রাখলে শোনা যায় গতবছর নাকি সাজিদ এবং সলমনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। সেই কারণেই কভি ইদ কভি দিওয়ালির প্রযোজনা থেকে সরে যান সাজিদ।

সলমন খান

পরে যদিও সলমন খান এই সিনেমার প্রযোজনার দায়িত্ব নেন এবং ‘কিসি কি ভাই কিসি কি জান ‘ নামে সিনেমাটি মুক্তি পায়।

তবে নানা জল্পনার পরে অবশেষে Kick 2 এর শ্যুটিং শুরু করার কথা জানালেন স্বয়ং সাজিদ নাদিয়াদওয়ালা, এই খবরটি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভাইজানের অনুরাগীরা।

Recent Posts

link to শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) ছিলেন একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও...