এবার ডনের ভূমিকায় দেখা যাবে শ্বেতা তিওয়ারিকে

Sweta Tewari

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন, আজ পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের চরিত্রকে নিখুঁত ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। চলতি বছরের শুরুর দিকে শ্বেতা তিওয়ারিকে রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এ দেখা গেছিল৷

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি
Pin it

করণ জোহরের আসন্ন রোমাঞ্চকর ওয়েবসিরিজে প্রথমবার শ্বেতা তিওয়ারি ডনের ভূমিকায় অভিনয় করবেন। সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন – ‘ আমি ধর্মা প্রোডাকশনের আগামী ওয়েবসিরিজে কাজ করছি। যেখানে আমি ডনের মতো একটি চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং হওয়ায় আমি এই চরিত্রটা করতে আগ্রহ প্রকাশ করেছি৷ ‘

করণ জোহরের আসন্ন রোমাঞ্চকর ওয়েবসিরিজ
Pin it

বিভিন্ন ধরনের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান – ‘আমি সবসময় বলি যেটা পছন্দ সেটা করো। আমি টেলিভিশনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি,তবে আমি যখন অন্যরকম কিছু করতে চাই তখন ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। আমি জানি আমি যদি কোন মহান নির্দেশক এবং অভিনেতার সঙ্গে কাজ করতে চাই তাহলে আমাকে ছোট চরিত্রেও অভিনয় করতে হবে৷ ‘

‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালের জন্য আজও ঘরে ঘরে পরিচিত শ্বেতা তিওয়ারি। 43 বছর বয়সেও সৌন্দর্য এবং ফিটনেস এর দিক থেকে বলিউডের বহু অভিনেত্রীকে টেক্কা দেন তিনি৷ অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ এক্টিভ দুই সন্তানের মা শ্বেতা তিওয়ারি।

শ্বেতা তিওয়ারি
Pin it

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে কেরিয়ার জীবন শুরু হলেও পরবর্তী সময়ে তিনি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। চলতি বছর মুক্তি পাবে অজয় দেবগণের ‘সিংহম এগেইন’, এই সিনেমায় গোয়েন্দা অফিসারের ভূমিকায় দেখা যাবে শ্বেতা তিওয়ারিকে।

Recent Posts