৯০ দশকের শিশুদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল টম অ্যান্ড জেরি কার্টুনের পর্বগুলো। সকাল বিকাল যখনই এই কার্টুন টিভিতে আসবে শিশুরা একেবারে ছুটে এসে পড়তো অন্য সব কাজ ছেড়ে। স্মৃতিগুলো আজও যেন তাজা। টম অ্যান্ড জেরি (Tom and Jerry) হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওর (বর্তমানে হান্না বার্বেরা স্টুডিও) তৈরি একটি জনপ্রিয় কার্টুন। কার্টুনের প্রতিটি এপিসোড টম নামক একটি বিড়াল এবং জেরী নামক একটি ছোট ইঁদুরী নানা রকম দুষ্টুমি নিয়ে তৈরি, এটাই এই কার্টুনের প্রতিপাদ্য। এই ধারাবাহিকের প্রধান প্রতিষ্ঠাতার নাম উইলিয়াম হান্না ও জোসেফ বারবারা।
টম এন্ড জেরি-এর পরিচালক ও পরিচালনা, Direction of Tom and Jerry:
- William Hanna (১৯৪০–৫৮)
- Joseph Barbera (১৯৪০–৫৮)
- জিন ডাইচ (১৯৬১–৬২)
- Chuck Jones (১৯৬৩–৬৭)
- Maurice Noble (১৯৬৪–৬৭)
- Abe Levitow (১৯৬৫–৬৭)
- Tom Ray (১৯৬৬–৬৭)
- Ben Washam (১৯৬৬–৬৭)
টম অ্যান্ড জেরি- এর প্রযোজক, Producer of Tom and Jerry :
- Rudolf Ising (১৯৪০)
- Fred Quimby (১৯৪০–৫৫)
- William Hanna (১৯৫৫৫–৫৮)
- Joseph Barbera (১৯৫–৫৮)
- William L. Snyder (১৯৬১–৬২)
- Chuck Jones (১৯৬৩–৬৭)
- Walter Bien (১৯৬৩–৬৪)
- Les Goldman (১৯৬৩–৬৭)
- Earl Jonas (১৯৬৫–৬৭)
- William Hanna (১৯৪০–৫৪)
- Joseph Barbera (১৯৪০–৫৮)
- জিন ডাইচ (১৯৬১–৬২)
- Eli Bauer (১৯৬১–৬২)
- Larz Bourne (১৯৬১–৬২)
- Michael Maltese (১৯৬৩–৬৭)
- Jim Pabian (১৯৬৫)
- Bob Ogle (১৯৬৬–৬৭)
- John W. Dunn (১৯৬৫–৭৬)
টম অ্যান্ড জেরি ধারাবাহিকের সুরকার, Composer of Tom and Jerry series :
- স্কট ব্রেডলি (১১৩ শর্ট)
- এডওয়ার্ড পুরাদস্তর (স্বল্প ৭৩)
টম অ্যান্ড জেরি ধারাবাহিকের পরিবেশক, Distributor of Tom and Jerry series :
- এমজিএম কার্টুন স্টুডিও (১৯৪০ – ১৯৫৮)
টম অ্যান্ড জেরি কার্টুনের নির্মাণব্যয়, Production cost of Tom and Jerry cartoons :
- আনুমানিক US$ ৩০,০০০.০০ থেকে US$ ৭৫,০০০.০০ (প্রতিটা দৃশ্য)।
টম কেন জেরীকে এত তাড়া করে! Why Tom chases Jerry so much!
প্রায় প্রতিটি পর্বেই দেখা যায় জেরীকে ধরতে টমের প্রাণান্তকর চেষ্টা। টম কেন জেরীকে এত তাড়া করে! এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। এর কারণগুলো হল :
- বিড়ালদের সাধারণ বংশগত ক্ষুধা।
- টম যাদের পোষা বেড়াল তাদের অর্থাৎ পোষকের মতানুসারে বাড়ীর পোষা বিড়াল হিসেবে টমের কর্তব্য হল ইঁদুর ধরা।
- টম জেরিকে বিরক্ত করে মজা পায়।
- জেরী তার সাথে দুষ্টুমি করে বলে টম প্রতিশোধ নিতে জেরির পেছনে ছুটে।
- জেরির কারণে টমের অসৎ পরিকল্পনাগুলো (যেমন হাঁস কিংবা মাছ রান্না করে খাওয়া) পণ্ড হয়ে গেলে।
- টম জেরির পেছনে সংঘর্ষ করার জন্য ছুটে যখন দুজনে একই জিনিস চায় (সাধারণত খাবার)।
- একজন অপরজনকে সাথে দুষ্টুমি করা দু’জনের কাছেই উপভোগ্য একটি খেলা।
চরিত্রসমূহ, Characters :
টম : টম হল নীলাভ-ছাই রঙের পোষা বিড়াল (টমের পশমের রঙ বিড়ালের রাশিয়ান ব্লু প্রজাতির মত)। টম খুব অল্পতেই রেগে যাওয়া স্বভাবের একটি বিড়াল।
জেরী : জেরি হল বাদামী রঙের ছোট এক ইঁদুর, যার ছোটো কোটর টমের থাকার জায়গার খুব কাছেই হয়। জেরি খুব স্বাধীন আর সুযোগসন্ধানী।
টমের সাথে জেরির মানসিকতার কোনই মিল নেই। টম এবং জেরি কার্টুনের প্রায় প্রতিটি ধারাবাহিকে সাধারণত জেরিকে বিজয়ীর বেশে দেখা গেছে আর টমকে বেশিরভাগ ক্ষেত্রেই বিফল হয়েছে। অনেকে সময় দুজনের দৈনন্দিন ছোটাছুটিকে ওদের রুটিনমাফিক খেলা হিসেবে দেখানো হয়। কিছু পর্বে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে বলেও দেখানো হয়েছে। আবার কিছু পর্বে টম কোন মেয়ে বিড়ালের প্রেমে পড়লে জেরি ঈর্ষান্বিত হয়ে ভাঙ্গন ধরানোর চেষ্টা করে, এমন অবস্থায় টমকে শেষ পর্যন্ত জেরির সাথে হাত মিলাতেও দেখা যায়। তারপর ওরা নিজের পুরোনো খেলাতেই ফিরে যায়।
অন্যান্য চরিত্র :
জেরিকে ধরতে গিয়ে টমকে কখনো কখনো অনাকাঙ্খিত কিছু চরিত্রের সাহায্য নিতে হয়। এমন এক চরিত্র হল বাচ, যে গলিতে থাকা কালো রঙের নোংরা এক বিড়াল,সে নিজেও জেরিকে ধরে খেতে চায়, কিন্তু সুযোগ পায় না, তাই টম তার সাহায্য চাইলে সেও সুযোগ পায়।
অন্য একটি চরিত্র হল স্পাইক, যে এক রাগী ভয়ংকর বুলডগ, বিড়ালদের পিটাতে সে পছন্দ করে। ১৯৫০ জুড়ে দেখানো হয় যে স্পাইকের একটি সন্তান আছে যার নাম টাইক। এই সংযুক্তি স্পাইকের চরিত্র কোমলতা যোগ করে।
টম অ্যান্ড জেরি ধারাবাহিকের একটি বিশেষ চরিত্র হল ম্যামী-টু-শুস্, তিনি একজন আফ্রিকান আমেরিকান চরিত্র, যিনি বেশ কিছু পর্বে টমের বাড়ির মালিক এবং টম তার পোষা বিড়াল, যার চেহারা কখনো দেখানো হয়নি। তবে টম কোনো দুষ্টুমি করলে তার কপালে ম্যামী-টু-শুস্ এর ঝাটাপেটা ঠিকই জোটে।
এই চরিত্রগুলো ছাড়াও নিবলস নামক এক ধূসর রঙের ছোট্ট ইঁদুর জেরির সাথে দেখা যায় বেশ কিছু পর্বে, যার নাম পরে বদলে টাফি রাখা হয়।
আরেকটি নিয়মিত চরিত্র হল হাসের ছানা কোয়াকার।
সেরা অ্যানিমেটেড ছোট চলচ্চিত্র হিসেবে পুরস্কার প্রাপ্তি, Awarded for Best Animated Short Film :
টম অ্যান্ড জেরি ধারাবাহিকের কার্টুনগুলো সেরা অ্যানিমেটেড ছোট চলচ্চিত্র বিভাগে (কার্টুন) একাডেমি পুরস্কার পেয়েছে:
- ১৯৪৩: দ্যা ইয়্যাঙ্কী ডুড মাউস
- ১৯৪৪: মাউস ট্রাবল
- ১৯৪৫: কোইয়েট প্লিজ!
- ১৯৪৬: দ্যা ক্যাট কনসার্টো
- ১৯৪৮: দ্যা লিটল অরফ্যান
- ১৯৫২: দ্যা টু মাউসকিটার্স
- ১৯৫৩: ইয়োহান মাউস
নিম্নোক্ত সিরিজগুলো সেরা অ্যানিমেটেড ছোট চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল :
- ১৯৪০: পুস গেটস দ্যা বুট
- ১৯৪১: দ্যা নাইট বিফর ক্রিসমাস
- ১৯৪৭: ড. জেকিল অ্যান্ড মি. মাউস
- ১৯৪৯: হেচ আপ ইওর ট্রাবলস
- ১৯৫০: জেরি’স কাজিন
- ১৯৫৪: তুসে(Touché), পুসি ক্যাট!
টম অ্যান্ড জেরি কার্টুনের টেলিভিশন অনুষ্ঠানসমূহ, Tom and Jerry cartoon television programs :
- দ্যা টম অ্যান্ড জেরি শো (এবিসি, ১৯৭৫)
- দ্যা টম অ্যান্ড জেরি কমেডি শো (সিবিএস, ১৯৮০–১৯৮২)
- টম অ্যান্ড জেরি কিডস (ফক্স, ১৯৯০–১৯৯৪)
- টম অ্যান্ড জেরি টেলস (দ্যা সিডব্লিও, কার্টুন নেটওয়ার্ক, ২০০৬–২০০৮)
- দ্যা টম অ্যান্ড জেরি শো (টেলিটুন, কার্টুন নেটওয়ার্ক, ২০১৪–বর্তমান)
- প্যাকেজড্ শো এবং প্রোগ্রামিং ব্লকস
- সম্পাদনা
- টম অ্যান্ড জেরি (১৯৬০ সালের প্যাকেজড শো) (সিবিএস, ১৯৬৫–১৯৭২)
- টম অ্যান্ড জেরি অন বিবিসি ওয়ান (বিবিসি, ১৯৬৭–২০০০)
- টম অ্যান্ড জেরি’স ফানহাউজ অন টিবিএস (টিবিএস, ১৯৮৬–১৯৮৯)
- কার্টুন নেটওয়ার্ক’স টম অ্যান্ড জেরি শো (কার্টুন নেটওয়ার্ক, ১৯৯২–বর্তমান)
- টেলিভিশন স্পেশাল
- সম্পাদনা
- হানা-বারবেরা’স ৫০ তম: এ ইয়াবা ডাবা ডু সেলিব্রেশন (টিএনটি, ১৯৮৯)
- টম অ্যান্ড জেরি: দ্যা ম্যানশন ক্যাট (বুমেরাং, ২০০১)
- টম অ্যান্ড জেরি: সান্তা’স লিটল হেলপারস (ওয়ার্নার হোম ভিডিও, ২০১৪)
টম অ্যান্ড জেরি কার্টুনের চলচ্চিত্র তালিকা, List of Tom and Jerry animated movies :
- টম অ্যান্ড জেরি: দ্য মুভি, ৩০ জুলাই ১৯৯৩
- টম অ্যান্ড জেরি: দ্য ম্যাজিক রিং, ১২ মার্চ ২০০২
- টম অ্যান্ড জেরি: ব্লাস্ট অব টু মার্চ, ১৮ জানুয়ারি ২০০৫
- টম অ্যান্ড জেরি: দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফারি, ১১ অক্টোবর ২০০৫
- টম অ্যান্ড জেরি: শিভার মি হুইস্কারস, ২২ আগস্ট ২০০৬
- টম অ্যান্ড জেরি: আ নাট ক্র্যাকার টেল, ২ অক্টোবর ২০০৭
- টম অ্যান্ড জেরি মীট শার্লোক হোমস্, ২৪ আগস্ট ২০১০
- টম অ্যান্ড জেরি অ্যান্ড দ্য উইজার্ড অব অয, ২৩ আগস্ট ২০১১
- টম অ্যান্ড জেরি: রবিন হুড অ্যান্ড দ্য মেরী মাউজ, ২৮ সেপ্টেম্বর ২০১২
- টম অ্যান্ড জেরি’স জায়েন্ট অ্যাডভেঞ্চার, ৬ আগস্ট ২০১২
- টম অ্যান্ড জেরি: দ্য লস্ট ড্রাগন, ২ সেপ্টেম্বর ২০১৪
- টম অ্যান্ড জেরি: স্পাই কূয়েস্ট, ২৩ জুন ২০১৫
- টম অ্যান্ড জেরি: ব্যাক টু অয, ২১ জুলাই ২০১৬
- টম অ্যান্ড জেরি: উইল্লি ওঙ্কা অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, ১১ জুলাই ২০১৭
- ১৫
- টম অ্যান্ড জেরি, ১১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক)
- ২৬ ফেব্রুয়ারি ২০২১ (যুক্তরাষ্ট্র)
- টম এন্ড জেরি: কাউবয় আপ!, ২৫ জানুয়ারি ২০২২
শেষ কথা, Conclusion :
টম অ্যান্ড জেরি ধারাবাহিক যারা দেখেছে সকলেই এই চরিত্রদ্বয় ভালোবেসেছে। তবে আজকাল বিভিন্ন কার্টুন চ্যানেলে টম অ্যান্ড জেরির আর আগের মত জনপ্রিয়তা নেই। তাও খুঁজলে দেখা যায় যে, এই বিড়াল ও ইঁদুরের জুটি পছন্দ করতেন এমন কিছু মানুষ ইউটিউবে গিয়েও বিভিন্ন পর্বের ভিডিও খুঁজে নিয়ে দেখেন। বলাই বাহুল্য অনেকেরই ছোটবেলার স্মৃতি আকড়ে রেখেছে এই কার্টুন।
Frequently Asked Questions
William Hanna, Joseph Barbera
টম নামক বিড়াল ও জেরি নামক ইঁদুর
টম অ্যান্ড জেরি: দ্য মুভি, ৩০ জুলাই ১৯৯৩