সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে ভারতীয় সেনার ক্যাপ্টেন শহীদ অংশুমান সিং কে কীর্তি চক্র পুরষ্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর তরফে এই সম্মানটি গ্রহণ করেন ক্যাপ্টেন অংশুমান সিং এর স্ত্রী এবং তার মা ।
এইদিন শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং এর স্ত্রী স্মৃতি সিং কীর্তি চক্র সম্মান হাতে নিয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি।
2023 সালের 19 জুলাই সেনার তরফ থেকে আসা একটা ফোন কল বদলে ফেলেছিল স্মৃতি সিং এর জীবন। 18 জুলাই রাতে ক্যাপ্টেন অংশুমান সিং তার স্ত্রীয়ের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা বলেছিলেন। আগামী 50 বছরে তাদের জীবন কেমন হবে, ফ্যামিলি প্ল্যানিং, নতুন বাড়ি এইসব নিয়ে ফোনে আলোচনা হয়েছিল তাদের। ঠিক তার পরের দিনই ক্যাপ্টেন অংশুমান সিং এর পরিবারের কাছে খবর পৌঁছে যায় – ভারতীয় সেনার ক্যাপ্টেন অংশুমান সিং আর বেঁচে নেই। সহকর্মীদের বাঁচাতে গিয়ে শহীদ হন তিনি।
শনিবার 6 জুলাই বুকে পাথর নিয়ে সাদা শাড়ি পরে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন স্মৃতি। গর্বিত স্ত্রী জানান – “স্বামীর মৃত্যুর খবরটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, বারবার ভেবেছি এটা মিথ্যা।”
শহীদ ক্যাপ্টেনের কথা প্রসঙ্গে তিনি বলেন – “ ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলাম। একমাস পর তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে সুযোগ পান।”
দীর্ঘ আট বছর লং ডিসট্যান্স রিলেশনশিপ এর পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে বিয়ের মাত্র দুমাস পরেই ক্যাপ্টেন অংশুমান সিং কে সিয়াচেনে পাঠানো হয়।
ভালোবাসা যতটা শক্তিশালী ঠিক ততটাই অসহায়। শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং এভাবেই বেঁচে থাকবেন গোটা দেশবাসীর হৃদয়ে , স্মৃতি সিং এবং তার পরিবারের মনের মনিকোঠায় ৷