মহানগরী মুম্বাইয়ের বেহাল দশা ! জলমগ্ন রেললাইন যেন এক পুকুর।

মহানগরী মুম্বাইয়ের বেহাল দশা

মন খারাপে ডুবে আছে ব্যস্ত শহর মুম্বই! প্রবল বৃষ্টিতে জলমগ্ন মায়ানগরী। রবিবার অর্থাৎ গতকাল রাত 1 টা থেকে সোমবার অর্থাৎ আজ সকাল 7 টা পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে রাস্তাঘাট জলে জলাকার।

জানা গেছে মুম্বইয়ের একাধিক এলাকায় মাত্র 6 ঘন্টার মধ্যেই 300 মিলিমিটারের অধিক বৃষ্টি হয়েছে। বেশিরভাগ এলাকাতেই ট্রাফিক জ্যামের কারণে ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে রেললাইনে জল জমে যাওয়ায় সপ্তাহের প্রথম দিনেই বিধ্বস্ত রেল পরিষেবা। লোকাল ট্রেন 15-20 মিনিট দেরি করে চলছে। বেশ কিছু প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

মহানগরী মুম্বাইয়ের বেহাল দশা

রিপোর্ট অনুযায়ী অতি বৃষ্টির ফলে বেশ কিছু বিমান মুম্বই বিমানবন্দরে ল্যান্ড না করিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে 8 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত পুনে, নাসিক, লাতুর, কোলহাপুর,
ধারাশিব সহ নান্দেড জেলার একাধিক স্থানে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থানে, পালাঘর, কোঙ্কন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

জলমগ্ন মুম্বাই

স্বাভাবিকভাবেই এই বিপদসংকুল পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিক এবং পুরসভার কর্মীরা তাদের কাজ অব্যাহত রেখেছেন।

মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের একাধিক ছবি সামনে এসেছে

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের একাধিক ছবি এবং ভিডিও সামনে এসেছে, যেখানে বানিজ্য নগরীকে ভাসতে দেখা গেছে। কোথাও কোমর পর্যন্ত জল আবার কোথাও এক হাঁটু জলে নাস্তানাবুদ মুম্বইবাসী।

প্রশাসনের তরফে জানানো হয়েছে একটানা বৃষ্টি বন্ধ হলে তবেই জল নামানো সম্ভব হবে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি দ্রুত ঠিক হবে বলে আশা করা যাচ্ছে না।

Recent Posts