ফুড পয়েজনিং শ্রীদেবী কন্যার, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

ফুড পয়েজনিং শ্রীদেবী কন্যার

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

হঠাৎ অসুস্থতার কারণে  মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহ্নবী কাপুরকে। ফুড পয়েজনিং এর জেরে অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুর এই খবরটি শেয়ার করেছেন। তবে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে জাহ্নবীর অবস্থা স্থিতিশীল। আগামী কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।


সম্প্রতি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে অভিনব পোশাকে অভিনেত্রীর প্রত্যেকটি লুক নজর কেড়েছে নেটিজেনদের। অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও ক্যামেরাবন্দী হন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ সিনেমার সাফল্যের পর শীঘ্রই সুধাংশু সারিয়া পরিচালিত ‘উলঝ’ সিনেমায় দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।

ইতিমধ্যেই ‘উলঝ’ এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। প্রায় আড়াই মিনিটের ট্রেলারে টানটান রহস্যের আভাস পাওয়া গেছে। এই সিনেমায় ভারতীয় বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মী সুহানা ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।

আগামী 2 আগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ‘উলঝ’। ওই একইদিনে অজয় দেবগণ এবং তাব্বু অভিনীত ‘ অউরো মে কাহা দম থা’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে৷
এর পরবর্তীতে জাহ্নবী কাপুরকে “Devara: Part 1” সিনেমায় Jr NTR এর সঙ্গে দেখা যাবে। এই সিনেমার হাত ধরে তেলুগু সিনেমায় ডেবিউ করবেন জাহ্নবী কাপুর। জাহ্নবীর সঙ্গে এই সিনেমায় সইফ আলি খান কেও দেখা যাবে।

Recent Posts