🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।
Play Now
বন্ধু সম্পর্কটি ভীষণ দামী, তাই তো বন্ধু বিনে আমাদের প্রাণ বাঁচে না। সত্যিকারের বন্ধুরা কোনও দিনও আমাদের জীবন থেকে হারিয়ে যায় না। জীবনের এমন মূল্যবান সম্পর্কের উদযাপনের একটি বিশেষ দিন রয়েছে, আর সেটা হল ‘ফ্রেন্ডশিপ ডে’। 30 জুলাই আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে পালিত হলেও ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রে অগাস্ট মাসের প্রথম রবিবার এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। চলতি বছর ফ্রেন্ডশিপ ডে 4 অগাস্ট।
ফ্রেন্ডশিপ ডে’র ইতিহাস
জানা যায় 1930 সাল নাগাদ হলমার্ক কার্ডস এর প্রতিষ্ঠাতা জয়েস হল মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে 2 অগাস্ট দিনটি ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করার কথা ঘোষণা করেন। 2011 সালের 27 এপ্রিল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে 30 জুলাই তারিখটিকে বেছে নেওয়া হয়। তবে ভারতে প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার ‘বন্ধুত্ব দিবস’ উদযাপন করা হয়।
ফ্রেন্ডশিপ ডে স্পেশাল গিফট আইডিয়া
ফটো কোলাজ
আপনার সঙ্গে আপনার বন্ধুর যত ছবি রয়েছে সেগুলোকে কোলাজ করে ফ্রেন্ডশিপ ডে তে আপনার বন্ধুকে উপহার দিতেই পারেন একটি সুন্দর ফটো কোলাজ।
হাতে বানানো কার্ড
কার্ডের চল এখন প্রায় উঠেই গেছে। তবে আপনি চাইলে আপনার বন্ধুর জন্য একটা সুন্দর কার্ড বানিয়ে তার মধ্যে বিশেষ কিছু লিখে আপনার বন্ধুকে দিতে পারেন।
পছন্দের খাবার
আপনার বন্ধু যদি ফুডি হয় তাহলে আপনার বন্ধুর পছন্দের খাবারটি নিজের হাতে বানিয়ে তাকে খাওয়াতে পারেন। এতে আপনার বন্ধু কিন্তু খুব খুশি হবে।
বই
আপনার বন্ধু যদি বই প্রেমী হয় তাহলে তাকে কোন ক্লাসিক উপন্যাস কিংবা গল্প অথবা কবিতার বই দিতেই পারেন৷
গাছ
বন্ধুত্ব দিবসে আপনার বন্ধুকে দিতে পারেন একটি সুন্দর চারাগাছ। এই উপহারটি আপনার বন্ধুর পছন্দ হবেই হবে।


