কন্যাসন্তানের আগমনে খুশির আমেজ -উচ্ছ্বসিত তারকা দম্পতি

কন্যাসন্তানের অভিভাবক হলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রিচা চাড্ডা এবং আলি ফজল

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

কন্যাসন্তানের অভিভাবক হলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রিচা চাড্ডা এবং আলি ফজল। গত সপ্তাহে মেটারনিটি শ্যুটের ছবি শেয়ার করে আলি ফজলকে তার পার্টনার হওয়ার জন্য এবং তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন রিচা।


বৃহস্পতিবার অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করে যৌথ বিবৃতিতে তারা জানান যে 16 জুলাই তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি তারকা দম্পতি।

অনুযায়ী 2012 সালে Fukrey সিনেমার সেটে প্রথম আলাপ হয় তাদের। Fukrey এবং Fukrey Returns সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। 2015 সাল থেকে রিচা চাড্ডা এবং আলি ফজলের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

2017 সালে প্রথম সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা, যেখানে রিচা চাড্ডার সঙ্গে একটি সেলফি শেয়ার করে আলি ক্যাপশনে লিখেছিলেন – “আছে তো আছে”। সূত্র অনুযায়ী 2019 সালে আলি ফজল মলদ্বীপে গিয়ে রিচাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন এবং রিচা সম্মতি জানিয়েছিলেন। তারপর 2020 সালে আইনি ভাবে এবং 2022 সালে সামাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা ও আলি।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সিনেমা – সিরিজের প্রিমিয়ারে যোগ দিয়েছেন অভিনেত্রী।সম্প্রতি ‘হীরামন্ডি’তে দেখা গেছে তাকে, অন্যদিকে ‘মির্জাপুর 3’ তে  আলির অভিনয় প্রশংসিত হয়েছে।

Recent Posts