বাংলাদেশের আয়তন কত বর্গমাইল, What is the area of ​​Bangladesh in Bengali?

বাংলাদেশের আয়তন কত

দক্ষিণ এশিয়ার সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেশের আয়তন সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে, তবে যাদের ধারনা নেই তারা আমাদের আজকের এই পোস্ট পড়ে জেনে যেতে পারবেন।

 মাত্র ৫৬ হাজার বর্গমাইলেরও (প্রায় ১৪৮ হাজার বর্গকিলোমিটার) কম এই ক্ষুদ্রায়তনের দেশটির প্রাক্কলিত (২০১৮) জনসংখ্যা ১৮ কোটির বেশি অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি ২৮৮৯ জন (প্রতি বর্গ কিলোমিটারে ১১৪০ জন)। ১ কোটির অধিক জনসংখ্যাবিশিষ্ট দেশগুলির মধ্যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ন দেশ।

বাংলাদেশের নাম কি? What is the name of Bangladesh?

বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

বাংলাদেশের পুরাতন নাম কি? What is the name of Bangladesh in early times?

আদি ঐতিহাসিক সময় থেকে, বাংলাদেশ ( বঙ্গ, বঙ্গ, পূর্ববঙ্গ ) ছিল ভারতের অংশ। 1947 সালে, এটি পূর্ব বাংলা হিসাবে পাকিস্তানের অংশ হয়ে ওঠে (পরবর্তীতে 1955 সালের অক্টোবরে, এটি পূর্ব পাকিস্তান হিসাবে নামকরণ করা হয়)। পাকিস্তানের এই 2টি অংশের দূরত্ব ছিল 1,500 কিলোমিটারের বেশি এবং ভারতীয় ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন।

বাংলাদেশের নাম কে রেখেছিল? How was Bangladesh named?

রাজনৈতিকভাবে স্বাধীন-সার্বভৌম এই ভূখণ্ডের নামকরণ ‘বাংলাদেশ’ করার দাবি উঠতে শুরু করে ১৯৬৫ সাল থেকে। এরপর ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের স্লোগানে ‘বাংলাদেশ’ নামটি আসে। একই বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে এ দেশের নাম ‘বাংলাদেশ’ করার প্রস্তাব রাখেন।

বাংলাদেশ নামের অর্থ কি? What is the meaning of Bangladesh?

বাংলাদেশ মানে এমন একটি দেশ যেখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশ মানে বাংলা নামে দেশ।

বাংলাদেশ নামের অর্থ

বাংলাদেশের অবস্থান এবং জনসংখ্যা, Geographical location and population of Bangladesh

ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমার, চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। ভৌগোলিকভাবে দেখতে গেলে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। বাংলাদেশ নদীমাতৃক, এই দেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী।

বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় ছেয়ে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। গঙ্গা-ব্রহ্মপুত্রের উর্বর অববাহিকায় অবস্থিত এই দেশটিতে প্রায় প্রতি বছর মৌসুমী বন্যা হয়; আর ঘূর্ণিঝড়ও খুব সাধারণ ঘটনা।

জনসংখ্যার বিবেচনায় দেখতে গেলে প্রায় ১৭ কোটিরও অধিক মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি হলেও, অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর লোকজনেরও বসবাস আছে এখানে; যেমন চাকমা, বিহারি, মারমা, সাঁওতাল, মুরং, রাখাইন, তঞ্চঙ্গ্যা, বম, ত্রিপুরা, খুমি, কুকি, গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, ভারতীয়, চীনা ইত্যাদি।

বাংলাদেশের অবস্থান

বাংলাদেশের আয়তন কত বর্গমাইল? Total area of Bangladesh

  • বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার, ৫৬,৯৭৭ বর্গমাইল। 
  • মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার
  • মোট স্থলসীমা ৪.৪২৭ কিলোমিটার
  • মোট জলসীমা / সমুদ্রসীমা ৭১১/৭১৬ কিলোমিটার
  • ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য ৪,১৫৬ বা ৩,৭১৫ কিলোমিটার
  • বাংলাদেশের মোট সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কি.মি.
  • মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য ২৭১ বা ২৮০ কিলোমিটার
  • রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল
  • অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল

বাংলাদেশের আয়তন কততম? Bangladesher ayoton kototomo?

জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশ গণ্য হয়, যদিও আয়তনে এটি বিশ্বে ৯২ তম। ৬টি ক্ষুদ্র দ্বীপ ও নগররাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের স্থান। মাত্র ৫৬ হাজার বর্গমাইলেরও কম এই ক্ষুদ্রায়তনের দেশটির প্রাক্কলিত (২০১৮) জনসংখ্যা ১৮ কোটির বেশি অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি ২৮৮৯ জন (প্রতি বর্গ কিলোমিটারে ১১৪০ জন)। দেশের জনসংখ্যার প্রায় ৯৯% মানুষের মাতৃভাষা বাংলা; সাক্ষরতার হার প্রায় ৭৫.২%। 

বাংলাদেশের আয়তন

ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে বাংলাদেশের আয়তন,  According to World Factbook 2021, what is the area of ​​Bangladesh?

দক্ষিণ এশিয়ার দীর্ঘতম দুটি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই কালের পরিক্রমায় গড়ে ওঠে পৃথিবীর বৃহত্তম এই ব-দ্বীপ। এই গঙ্গা-ব্রহ্মপুত্র মোহনা অঞ্চলে প্রায় ৩০০০ বছর বা তারও পূর্ব থেকে যে জনগোষ্ঠীর বসবাস, তা-ই ইতিহাসের নানান চড়াই উৎরাই পেরিয়ে এসে দাঁড়িয়েছে বর্তমানের স্বাধীন রাষ্ট্র “বাংলাদেশ” রূপে।

ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও মিয়ানমারের মাঝখানে। এর ভূখণ্ড ১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে) অথবা ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০ অনুসারে) বাংলাদেশের ভূখণ্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত। 

ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে বাংলাদেশের আয়তন

১৯৭১ সালে বাংলাদেশের আয়তন কত ছিল ? What was the size of Bangladesh in 1971?

১৯৭১ সালে বাংলাদেশের আয়তন ছিল ১৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ২০১৫ সালের ২৬ জুলাই ভারতের সাথে ছিটমহল বিনিময়ের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের কাছ থেকে ৫১টি ছিটমহল এবং ভারত বাংলাদেশের কাছ থেকে ১১১টি ছিটমহল লাভ করে। এই চুক্তির ফলে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পায়।

১৯৭১ সালে বাংলাদেশের আয়তন

১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার সময় বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে অবিভক্ত ভারত থেকে আলাদা হয়ে গিয়েছিল। আর তখনই বিহার ও ত্রিপুরা(১৯৫০) ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান করে।

বঙ্গোপসাগরে বাংলাদেশের আয়তন কত, What is the area of ​​Bangladesh in the Bay of Bengal

বাংলাদেশ সরকার ২০০৯ সালে ITLOS (International Court of The Sea) তে মিয়ানমারের বিরুদ্ধে ও PCA ( Permanent Court of Arbitration) এ মামলা করে ভারতের বিরুদ্ধে। মিয়ানমারের বিরদ্ধে মামলার রায় হয় ১৪ মার্চ ২০১২। এর ফলে বাংলাদেশ পায় ১,১১,৬৩১ বর্গ কি.মি। ভারতের বিরুদ্ধে মামলার রায় হয় ৭ জুলাই ২০১৪।ফলে বাংলাদেশ পায় ১৯,৪৬৭ বর্গ কি.মি। মিয়ানমার ও ভারত তাদের দাবিকৃত কোন ব্লক পায়নি।

বঙ্গোপসাগরে বাংলাদেশের আয়তন

এর ফলে সমুদ্রে বাংলাদেশের মোট আয়তন ১,১৮,৮১৩ বর্গ কি. মি। এই রায়ের ফলে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল ও ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান অঞ্চলে ( অগভীর সমুদ্র অঞ্চল ) বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার সুনিশ্চিত হয়েছে।

২০২২ সাল অনুসারে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? According to the year 2022, what is the area of ​​Bangladesh in square kilometers?

বাংলাদেশের মূল আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গ কিলোমিটার। কিন্তু পদ্মা ব্রহ্মপুত্র বদ্বীপ এর যে নতুন নতুন দ্বীপ জেগে উঠেছে তাদের আয়তন আরো প্রায় ১৬ শত বর্গ কিলোমিটার। এতএব ২০২২ সালে সব কিছু মিলিয়ে দেশের আয়তন ১ লক্ষ ৪৯ হাজার ২১০ বর্গ কিলোমিটার হয়েছে।

২০২২ সাল অনুসারে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?

২০২৩ সালে বাংলাদেশের আয়তন কত, What is the area of ​​Bangladesh in 2023?

বাংলাদেশের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ (ভূমি: ১৩৩,৯১০ বর্গকিমি, জলজ: ১০,০৯০ বর্গকিমি) বর্গ কিলোমিটার। পূর্বেই উল্লেখ করা হয় হয়ে যে ছিটমহল বিনিময়ের ফলে ৪০ বর্গকিলোমিটার বৃদ্ধি পেয়েছে, তাই বাংলাদেশের বর্তমান আয়তন হয়েছে ১.৪৭.৬১০ বর্গ কিলোমিটার (৫৬,৯৭৭ বর্গমাইল)।

২০২৩ সালে বাংলাদেশের আয়তন কত

বাংলাদেশের আয়তন কত ২০২৪? What is the area of ​​Bangladesh in 2024?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ• ২০২৪ আনুমানিক১৭৩,৮০০,০০০ (৮ম)

বাংলাদেশের আয়তন কত ২০২৪

বাংলাদেশের আয়তন বৃদ্ধির কারণগুলো কি ? What are the reasons for the increase in size of Bangladesh?

উপরিউক্ত আলোচনা থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আয়তন কখনো বেড়েছে, কখনো কমেছে। ১৯৫০ সালে আসাম ভূমিকম্পের ৭০ বছরের মধ্যে বাংলাদেশের আয়তন বেড়েছে ১৭২০ বর্গকিলোমিটার। ১৮৫০ থেকে ১৯৫০ সালের মধ্যে বাংলাদেশের ভূমি কমেছে ৩৩৩ বর্গকিলোমিটার, আর গত ৮০ বছরে এদেশে যুক্ত হয়েছে প্রায় দুই হাজার বর্গকিলোমটার নতুন ভূমি। ২০০০ সাল থেকে ২০২০ সাল, অর্থাৎ ২০ বছরে গড়ে ১০ বর্গকিলোমিটার করে ভূমি বেড়েছে।

এক সংস্থার গবেষণা অনুযায়ী প্রতিবছর বাংলাদেশের ৭০ থেকে ৭৫ বর্গকিলোমিটার নদী ভাঙনের কারণে হারিয়ে যাচ্ছে। পলি পড়ে জেগে উঠছে ৮৫ বর্গকিলোমিটার ভূমি। সিইজিআইএসের গবেষণা অনুযায়ী, প্রতিবছর ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে ১২০ কোটি টন পলি বাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। এই পলি নদীগুলোর দুপাশে ও মোহনায় জমে জন্ম দেয় নতুন ভূখণ্ডের।

শেষ কথা, Conclusion 

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছরই দেশের ভূখণ্ডে যুক্ত হচ্ছে নতুন জমি। বছরে ১০ বর্গকিলোমিটার করে বাড়ছে বাংলাদেশ। আয়তনের দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের আয়তন নেহাত কম নয়, বিশেষ করে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে দেশের আয়তন বেশি থাকাও জরুরী। বাংলাদেশের সংবিধান ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও সকল ধর্মের মানুষের সমান স্বীকৃতি নিশ্চিত করে। ১৯৭২ সাল থেকে, বাংলাদেশ হল দক্ষিণ এশিয়ার প্রথম সাংবিধানিক-ধর্মনিরপেক্ষ দেশ।

Frequently Asked Questions

বাংলাদেশের আয়তন কত ?

বাংলাদেশের মোট আয়তন : ১,৪৮,৪৬০ কিমি২ (৫৭,৩২০ মা২) 

বাংলাদেশের জনসংখ্যার হিসেবে বিশ্বে কত নম্বর স্থানে আছে ?

আয়তনে এটি বিশ্বে ৯২ তম।

বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি কোনটি ?

ঢাকা।

Contents show

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts