বাংলাদেশের তথা দক্ষিণ-মধ্য বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন হল চরমোনাই। এটি বরিশাল বিভাগের বরিশাল জেলার একটি প্রশাসনিক ইউনিয়ন। এছাড়াও এটি চরমোনাই দরবার শরীফের সদর দপ্তর হিসেবেও পরিচিত। আজকের আমাদের এই প্রতিবেদনে আমরা চরমোনাই ইউনিয়নের বিভিন্ন তথ্য আলোচনা করবো।
চর মোনাই এর ইতিহাস, History of Char Monai:
১৯৬৪ সালের ২০শে মার্চ চর মোনাই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। চর মোনাই নামের ইতিহাস নিয়ে কথিত রয়েছে যে, নদী বেষ্টিত চর মোনাই ইউনিয়ন নামক ভূখণ্ড একসময় নাকি বরিশালের উপর দিয়ে বয়ে চলা কীর্তনখোলা নদীর অংশ ছিল। নদীর মাঝখানে কোন একসময় ছোট চরের সৃষ্টি হয়েছিল। সেই চরে ছনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে মোনাই নামে একজন পাগল বসবাস করত, সেখানে সে নামাজ রোজা ইত্যাদিও করত। এই অঞ্চলের কেউ কেউ তাকে দরবেশ বলেও অভিহিত করেন। পরবর্তী সময়ে তাঁর নাম অনুসারেই চর মোনাই ইউনিয়নের নামকরণ করা হয়।
চর মোনাই ইউনিয়নের আয়তন, Size of Charmonai :
বাংলাদেশের বরিশাল জেলার চর মোনাই ইউনিয়নের আয়তন হল ১১,৭৫৫ একর।
চর মোনাই ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, Location of Char Monai :
চর মোনাই ইউনিয়নের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে নিন :
- চর মোনাই ইউনিয়নের পশ্চিমে কীর্তনখোলা নদী ও চর বাড়িয়া ইউনিয়ন,
- পূর্বে ইলিশা নদী,
- উত্তরে আড়িয়ালখাঁ নদী এবং দক্ষিণে কড়ইতলা নদী, চর কাউয়া ইউনিয়ন,
- চাঁদপুরা ইউনিয়ন ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট অবস্থিত।
এছাড়াও এই ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে গেছে বেশ কিছু খাল; সেগুলোর নাম হল :
- বিশ্বাসের হাটের খাল,
- ডিংগামানিক-বুখাইনগর খাল,
- গিলাতলী-পশুরীকাঠী খাল,
- চর মোনাই-রাজারচর খাল,
- চরবুখাইনগর ও নলচর খাল।
চর মোনাই ইউনিয়নের প্রশাসনিক কাঠামো, Administrative structure of Char Monai Union :
বাংলাদেশের বরিশাল সদর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ হল চরমোনাই ইউনিয়ন। কাউনিয়া থানার আওতায় উক্ত ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে। জেনে রাখা ভালো যে, চর মোনাই জাতীয় সংসদের ১২৩নং নির্বাচনী এলাকা বরিশাল-৫ এর অংশ।
চর মোনাই এর জনসংখ্যা, Population of Char Monai :
চরমোনাই ইউনিয়নের মোট জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ২৮,৭৯০ জন। উক্ত সংখ্যার মধ্যে বিভাজন করলে পুরুষদের সংখ্যা হয় ১৪,১৬৩ জন এবং মহিলা ১৪,৬২৭ জন। উক্ত ইউনিয়নে বসবাসকারী মোট পরিবার ৬,২২০টি।
চর মোনাই এর শিক্ষাব্যবস্থা, Education system of Char Monai:
চর মোনাই ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৯% (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। উক্ত ইউনিয়নে ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেগুলি হল :
মাদ্রাসা :
চর মোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া বরিশাল জেলার চর মোনাই গ্রামে অবস্থিত একটি ইসলামি বিদ্যাপীঠ। ১৯২৪ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সৈয়দ মুহাম্মদ ইসহাক। প্রথমে এটি একটি আলিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
মাধ্যমিক বিদ্যালয় :
- চর মোনাই বিশ্বাসের হাট ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
- চর হোগলা মাধ্যমিক বিদ্যালয়
- নলচর মাধ্যমিক বিদ্যালয়
- বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়
- রাজার চর মাধ্যমিক বিদ্যালয়
- রাজার চর জবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়
- শালুকা মাধ্যমিক বিদ্যালয়
চর মোনাই ইউনিয়নের স্বাস্থ্যসেবা, Health Facilities in Char Monai :
চর মোনাই ইউনিয়নে বসবাসকারী জনগণের স্বাস্থ্যসেবার জন্য একটি সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও দুইটি (গিলাতলি ও চর বুখাইনগর) কমিউনিটি ক্লিনিক রয়েছে। এছাড়া এখানে আছে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী এনজিও, যা জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির কাজ করে।
চর মোনাই ইউনিয়নের অর্থনীতি, Economic condition of Char Monai:
চরমোনাই ইউনিয়নের অর্থনীতির কথা বলতে গেলে, এই অঞ্চলের অধিবাসীগণ মূলত কৃষি নির্ভর। এছাড়াও এখানে ইটের ভাটা রয়েছে। তাছাড়া অন্য কোন শিল্পকারখানা এখানে গড়ে ওঠেনি।
চর মোনাই ইউনিয়নের দর্শনীয় স্থান ও স্থাপনা, Sights & Landmarks of Char Monai Union :
চর মোনাই ইউনিয়নে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। সেগুলি হল :
- ঐত্যিহ্যবাহী রাজারচর মহাবট আশ্রম
- চর মোনাই কওমী মাদরাসা।
- চর মোনাই কামিল মাদরাসা
- চর মোনাই সেতু।
চর মোনাই ইউনিয়নের দরবার, Darbar of Char Monai Union :
চর মোনাই ইউনিয়নের দরবার প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে দুই বার বাংলা মাস অগ্রহায়ণ ও ফাল্গুনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় থেকে। এই মাহফিলে প্রতিবছর কোটি কোটি মুসল্লির সমাগম ঘটে।বহু মানুষের মতে, চরমোনাই এখন শুধু একটা দরবার নয় বরং এটি একটা আধ্যাত্মিক, রাজনৈতিক ও বৈপ্লবিক পরিবর্তন ও চিন্তাধারার নাম হিসেবেও পরিচিত।
বর্তমানে বাংলাদেশের ইসলাম ধর্মীয়দের পূর্ণাঙ্গ একটা মিশন হচ্ছে চরমোনাই মারকায। সৈয়দ ইসহাক রহ. উক্ত মারকাযের বেশকিছু মিশন চালু করে গিয়েছিলেন। সৈয়দ ফজলুল করীম রহ. সেইসব মিশনগুলোকে অগ্রগতি ও সমৃদ্ধকরণের জন্য ব্যপক কাজ করেছেন। এসবের ফলস্বরূপ ফজলুল করীমের দায়িত্ব পালনকালে দেশে ও বিদেশে উক্ত মিশনের জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।
উক্ত মিশনগুলোর কথা বলতে গেলে, সৈয়দ ফজলুল করীম রহ. চরমোনাই মারকাজের ৪ টি মৌলিক মিশন চালু করে গেছেন। সেগুলি হল :
- বাংলাদেশ মুজাহিদ কমিটি।
- চরমোনাই জামেয়া।
- বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড।
- ইসলামী আন্দোলন বাংলাদেশ।
চর মোনাই মারকায যে সমস্ত মিশনগুলো পরিচালনা করে এসেছেন সেগুলির মূল লক্ষ্য হচ্ছে জনগণের আত্মশুদ্ধি, ইসলামী সঠিক শিক্ষা প্রদান ও মানব চরিত্রের উন্নয়ন করার মাধ্যমে আদর্শিক বিপ্লব ও জীবনে একটি সুস্থ সুন্দর পরিবর্তন আনার মাধ্যমে আল্লাহর আইন আল্লাহর এই পৃথিবীতে বাস্তবায়ন করা।
চর মোনাই ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, Prominent Personalities of Char Monai Union :
- সৈয়দ মুহাম্মদ ইসহাক –– চরমোনাইর সাবেক পীর
- সৈয়দ ফজলুল করিম –– চরমোনাইর সাবেক পীর
- সৈয়দ রেজাউল করিম –– চরমোনাইর বর্তমান পীর
চর মোনাই এর প্রথম পীর কে? Who is the first pir of Char Monai?
মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক (১৯১৫ – ১৯৭৭) ছিলেন বাংলাদেশের একজন পীর এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পীরসাহেব চর মোনাই নামে পরিচিত এবং তিনি চর মোনাইয়ের প্রথম পীর। চর মোনাই তরিকার প্রতিষ্ঠাতা কে?সৈয়দ মুহম্মদ ফজলুল করিম ১৯৩৫ সালে বরিশাল জেলার কোতোয়ালী থানাধীন চর মোনাই নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ মুহাম্মদ ইসহাকও একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি ছিলেন চরমোনাই তরিকার প্রবর্তক।
চর মোনাই এর বর্তমান পীর কে? Who is the current Pir of Char Monai?
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৭১) যিনি পীর সাহেব চর মোনাই নামে অধিক পরিচিত। তিনি একজন ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ২য় আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
চর মোনাই এর বর্তমান পীর সম্পর্কে কিছু তথ্য :
চর মোনাই এর বর্তমান পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ১৯৯৪ সালে তাঁর পিতা সৈয়দ ফজলুল করিম থেকে খেলাফত প্রাপ্ত হন। পরবর্তীতে ২০১৩ সালে মাহমুদুল হাসান তাঁকে খেলাফত প্রদান করেছিলেন। এছাড়াও ২০১৬ সালে তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদীর থেকেও খেলাফত লাভ করেন। চর মোনাই এর বর্তমান পীর সম্পর্কে কিছু তথ্য জেনে নিন :
ধর্ম :
- ইসলাম
জাতীয়তা :
- বাংলাদেশী
জাতিসত্তা :
- বাঙালি
আখ্যা :
- সুন্নি
ব্যবহারশাস্ত্র :
- হানাফি
প্রধান আগ্রহ :
- হাদীস, ফিকহ, ইসলামি আন্দোলন, রাজনীতি, তাসাউফ
উল্লেখযোগ্য কাজ :
- ইসলামী শ্রমিক আন্দোলন
- ইসলামী যুব আন্দোলন
- জাতীয় শিক্ষক ফোরাম
- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
- জাতীয় আইনজীবী পরিষদ
- জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ
শিক্ষালাভ :
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া
- চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া
- সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বরিশাল
আত্মীয় :
- সৈয়দ মুহাম্মদ ইসহাক (দাদা)
- সৈয়দ ফজলুল করিম (বাবা)
- সৈয়দ ফয়জুল করিম (ভাই)
শেষ কথা, Conclusion :
চর মোনাই ইউনিয়নের ইতিহাস বহু পুরানো। প্রতিবছর বহু মানুষ এই অঞ্চল পরিভ্রমণে যান। এখানকার জনগণ এবং স্থাপত্য দর্শন করতে দেশের মানুষ সহ বিদেশিদের আগমনও ঘটে। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা চর মোনাই ইউনিয়নের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছেন।
Frequently Asked Questions
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
বাংলাদেশের বরিশালে
মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক