ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইতিহাস, History of Dhaka University in Bengali

ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইতিহাস

ঢাকা বিশ্ববিদ্যালয় হল অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, যা ঢাকার শাহবাগে অবস্থিত। এটি বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। উক্ত বিশ্ববিদ্যালয়টি ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে স্থাপিত হয়। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। সূচনালগ্নে এই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে শিক্ষার মান নিয়ন্ত্রিত করা হয়, যার ফলস্বরূপ পরবর্তী সময়ে এটি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে স্বীকৃতি পায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো, Educational infrastructure of Dhaka University

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো
Pin it

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদ রয়েছে, যার অধীনে আছে ৮৩ টি বিভাগ, ১৩ টি ইনস্টিটিউট, ৫৬ টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, এছাড়াও আছে ২০টি আবাসিক হল ও ৩টি ছাত্রাবাস। অন্যদিকে এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছে ৭টি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজসহ মোট ১০৫টি অধিভুক্ত কলেজ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কৃতি শিক্ষার্থী, Outstanding students in Dhaka University

অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তন্মধ্যে উল্লেখযোগ্য ব্যাক্তিত্বও রয়েছে, যারা ইতিহাসের পাতায় নিজের স্থান করে নিয়েছেন স্মরণীয় ব্যক্তি হিসেবে। কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন রাষ্ট্রপতি, ৭ জন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ীও রয়েছেন। সকলের সুপরিচিত বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কৃতি শিক্ষার্থী
Pin it

অন্যদিকে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল, এখানকার ছাত্রছাত্রীরা, তাদের বলিদান সর্বদাই বিশ্ববিদ্যালয়ের কাছে সম্মানিত হয়ে থাকবে। এছাড়া এটি এশিয়া উইকের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, History of establishment of Dhaka University

ব্রিটিশ শাসনকালে বিশ শতকের দ্বিতীয় দশকে স্বাধীন জাতিসত্ত্বার বিকাশের লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ ভারতে তৎকালীন শাসকদের সিদ্ধান্ত তথা পূর্ববঙ্গের জনগণের প্রতিবাদের ফসল হল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সৃষ্টির শুরুতেই উক্ত বিশ্ববিদ্যালয় নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল।

১৯১৪ সালের সময়কালে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, যার ফলস্বরূপ হতাশা প্রকাশ করে পূর্ব বাংলার মানুষজন। তবে সব বাধা পেরিয়ে ১৯১৭ সালের মার্চ মাসে সাম্রাজ্যিক বিধান পরিষদে সরকারের নিকট ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান সৈয়দ নওয়াব আলী চৌধুরীOpens in a new tab.। এর প্রায় দু’বছর পর, ১৯২০ সালের ২৩ মার্চ এ বিলে সম্মতি দেন তৎকালীন গভর্নর জেনারেল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস
Pin it

এরপর ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে, আর এই ৮৪৭ জন শিক্ষার্থীদের মধ্যে নারী ছিলেন মাত্র একজন। ঢাকার সে সময়ের সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির উপর ঢাকা কলেজের (বর্তমান কার্জন হল) ভবনসমূহের সমন্বয়ে গড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছরই “ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস” হিসেবে পালন করা হয় এবং শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতায় বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন।

প্রথম শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, Progress of Dhaka University in the first academic year

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরুর দিকে শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিষয় উপলব্ধ ছিল। সেগুলো হল : কলা, বিজ্ঞান ও আইন। উক্ত অনুষদের অন্তর্ভুক্ত ছিল সংস্কৃত বাংলা ও ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ইসলামি অধ্যয়ন, আরবি, ফার্সি ও উর্দু, অর্থনীতি ও রাজনীতি, দর্শন, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং আইন। প্রথম শিক্ষাবর্ষে শিক্ষক সংখ্যা ছিল মাত্র ৬০ জন, অন্যদিকে বিভিন্ন বিভাগের সমন্বয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন ।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ, যিনি ইংরেজি বিভাগে পড়াশুনা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে যে সব প্রথীতযশা শিক্ষাবিদ এখানে বিভিন্ন বিষয়ের শিক্ষকতার সাথে জড়িত ছিলেন তারা হলেনঃ হরপ্রসাদ শাস্ত্রী, সত্যেন্দ্রনাথ বসু, এফ.সি. টার্নার, ডব্লিউ.এ.জেনকিন্স, মুহম্মদ শহীদুল্লাহ, রমেশচন্দ্র মজুমদার, জি.এইচ. ল্যাংলি, স্যার এ. এফ. রাহমান, হরিদাস ভট্টাচার্য, নরেশচন্দ্র সেনগুপ্ত, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। 

প্রথম শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা
Pin it

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যবস্থাপনা, Central Management of Dhaka University

নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রতিষ্ঠা করার পর থেকে বর্তমান অবধি মোট ২৮ জন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান তথা ২৮ তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি এই শিক্ষাক্ষেত্রে পূর্বে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন, তবে বর্তমানে পূর্ণকালীন উপাচার্য হিসেবেই বিশ্ববিদ্যালয়ের দেখাশুনা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যবস্থাপনা
Pin it

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট ও সরকারি কলেজসমূহ, Dhaka University Affiliated Institutes and Government Colleges

বাংলাদেশের বেশ কিছু ইনস্টিটিউট ও সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। সেগুলো হল: 

  • ইন্সটিটিউট
  • শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট
  • পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট
  • ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট
  • পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট
  • সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট
  • আধুনিক ভাষা ইনস্টিটিউট
  • তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট
  • লেদার প্রকৌশল ও প্রযুক্তি ইন্সটিটিউ
  • স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট ও সরকারি কলেজসমূহ
Pin it

স্নাতক পর্যায়ের ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। সেগুলি হল :

  • ঢাকা কলেজ
  • ইডেন কলেজ
  • কবি নজরুল সরকারি কলেজ
  • সরকারি তিতুমীর কলেজ
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  • সরকারি বাঙলা কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, Residential Halls of Dhaka University

বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জন্য মোট ১৯ টি আবাসিক হল রয়েছে, সেগুলোর মধ্যে ১৪ টি ছাত্রদের এবং ছাত্রীদের জন্য ৫ টি। এছাড়াও চারুকলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রদের জন্য আছে আন্তর্জাতিক ছাত্রাবাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ
Pin it

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত বিশেষ দিবসসমূহ, Special days celebrated in Dhaka University

সরকারি অন্যান্য ছুটিগুলো ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারা নির্ধারিত নিজস্ব বিশেষ কিছু দিবস রয়েছে। এই বিশেষভাবে পালিত দিবসসমূহ হল :

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস – প্রতি বছর ১ জুলাই
  2. ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস – প্রতি বছর ২৩ আগস্ট
  3. ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস – প্রতি বছর ১৫ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত বিশেষ দিবসসমূহ
Pin it

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংগঠনসমূহ,  Internal organizations of Dhaka University

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে। সেগুলো হল:

  • বাংলাদেশ ছাত্রলীগ
  • বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
  • বাংলাদেশ ছাত্র ফেডারেশন
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
  • বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
  • বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ
  • সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
  • জাতীয়তাবাদী ছাত্রদল
  • বিপ্লবী ছাত্র মৈত্রী ইত্যাদি।

এছাড়াও আছে কিছু উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠন।  যথা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংগঠনসমূহ
Pin it
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
  • ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ
  • বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
  • ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ
  • ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ
  • ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ওআইসি ক্লাব(DUMOIC)
  • বাঁধন (স্বেচ্ছায় রক্তদান সংগঠন)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ(DURS)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ(DUDT)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ(DUES)
  • ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি(DUQS)
  • ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (DUITS)
  • ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি(DUTS)
  • ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি(DUBS)
  • ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি(DUCS)
  • ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (DUMA)
  • ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (DUCC)
  • ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি(DUPS)
  • ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং সোসাইটি
  • ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি(DUSS)
  • ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস(DUMUNA)
  • ঢাকা ইউনিভার্সিটি ন্যাচার কনজারভেশন ক্লাব(DUNCC)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় অপটিমিসটিক সোসাইটি (DUOS)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
  • স্লোগান ৭১
  • ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
  • প্রভাতফেরী
  • জয়োধ্বনি সাংস্কৃতিক সংসদ
  • প্রগতির পরিব্রাজক দল (প্রপদ)

এসব ছাড়াও মধুর ক্যান্টিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যসব ক্যাফেটেরিয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত। উক্ত ক্যান্টিন বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর হিসেবেও সুপরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, Dhaka University Library

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তথা শিক্ষকদের জন্য গ্রন্থাগার রয়েছে। উক্ত গ্রন্থাগার আঠারো হাজার বই নিয়ে যাত্রা শুরু করেছিল, তবে বর্তমানে এই গ্রন্থাগারে বর্তমানে নয় লক্ষাধিক বই রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার
Pin it

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আরও কিছু তথ্য, Some more information about Dhaka University

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য : সত্যের জয় সুনিশ্চিত।

স্লোগান : শিক্ষাই আলো।

আচার্য : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

ডিন : ১৩ জন

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ : ১৯৯২

প্রশাসনিক ব্যক্তিবর্গ : ৪,৪১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আরও কিছু তথ্য
Pin it

উপসংহার, Conclusion

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক নামী শিক্ষাক্ষেত্রে। এখানে দেশ বিদেশের বহু ছাত্র শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা তথা ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধা অনুযায়ী বিভিন্ন বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয় দেশের তথা সারা বিশ্বের উন্নতমানের বিশ্ববিদ্যালয়ের একটি বলে গণ্য হয়।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts