ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। বুধবার থেকে ক্রমাগত বৃষ্টিতে বানভাসি দিল্লিতে মৃত্যু হয়েছে 9 জনের। রিপোর্ট অনুযায়ী গতকাল থেকে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফে রেড অ্যালার্ট জারি করে জানানো হয়েছে যে আগামী 5 অগাস্ট পর্যন্ত ক্রমাগত বৃষ্টি হবে। খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যহত হয়েছে। একাধিক বিমানের রুট পালটে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে।
বুধবার বৃষ্টির জল জমে যাওয়ায় দিল্লির রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল। স্বাভাবিকভাবেই যানজটের কারণে সমস্যার মুখে পড়েছিলেন নিত্যযাত্রীরা। কনৌট প্লেস, মিন্টো রোড,আইটিও জংশন সহ একাধিক জায়গায় ঘন্টার পর ঘন্টা ধরে স্তব্ধ হয়ে ছিল যান চলাচল।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় 22 বছর বয়সী এক তরুণী এবং তার 3 বছরের শিশুপুত্র একটি গাজিপুর এলাকায় একটি 15 ফুট গভীর নির্মীয়মান নর্দমায় পড়ে ভেসে যায়। পরবর্তীতে তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে গুরুগ্রামে 3 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে 2 জনের।
অন্যদিকে কলকাতাতেও ক্রমাগত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও আগামী রবিবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হচ্ছে।