ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), Best details on IPL in Bengali

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হল ভারতের একটি প্রতিযোগিতামূলক টুয়েন্টি২০ ক্রিকেট লিগ, যা টাটার পক্ষ থেকে স্পন্সর হওয়ার কারণে আনুষ্ঠানিক ভাবে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে পরিচিত। প্রতি বছরে সাধারণত এপ্রিল ও মে মাসের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর এবং রাজ্যের প্রতিনিধিত্বকারী দলকে নিয়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতা।

উক্ত লিগটি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) কর্তৃক ২০০৮ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। লিগটির প্রতিষ্ঠাতা তথা সাবেক কমিশনার ছিলেন ললিত মোদী, যাকে এই লিগের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়। 

IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কি? What is IPL or Indian Premier League?

আইপিএল (IPL) এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা বিশ্বের সর্বাধিক দেখা ক্রিকেট লিগ এবং ২০১৪ সালে সকল ক্রীড়া লিগের মধ্যে গড় উপস্থিতি অনুযায়ী এটি ৬ষ্ঠ স্থান অর্জন করেছিল।

IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কি?

২০১০ সালে থেকে IPL ইউটিউব নামক সামাজিক মাধ্যমের দ্বারা সরাসরি সম্প্রচারকারী বিশ্বের প্রথম ক্রীড়া অনুষ্ঠান। BCCI অনুসারে IPL ২০১৫ সালের ভারতের অর্থনীতির জিডিপিতে ১১.৫ বিলিয়ন অর্থাৎ ১৮২ মিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছিল। এখনো পর্যন্ত IPL প্রতিযোগিতার ১৬ টি মরশুম আয়োজিত হয়েছে। আইপিএলের বর্তমান শিরোপাধারী দল হল চেন্নাই সুপার কিংস যারা সর্বশেষ ২০২৩ মরশুমে শিরোপাটি জয়লাভ করেছিল। অন্যদিকে উক্ত প্রতিযোগিতার সবচেয়ে সফলতম দল হল মুম্বই ইন্ডিয়ান্স, যারা এখন অবধি আয়োজিত ১৬ টি মরশুমের মধ্যে শিরোপা জয়লাভ করেছে সর্বমোট ৫ বার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর ইতিহাস, History of Indian Premier League

জি এন্টারটেইনমেন্ট এর উদ্যোগে তথা অর্থায়নে ২০০৭ সালে ইণ্ডিয়ান ক্রিকেট লিগ (ICL) নামক এক টুর্নামেন্ট শুরু করা হয়, যা BCCI বা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) দ্বারা স্বীকৃত ছিল না।

এরপর খেলোয়াড়দের এই ICL এ যোগদান করা থেকে প্রতিহত করতে গিয়ে বিসিসিআই তাদের ঘরোয়া প্রতিযোগিতায় নির্দিষ্ট করে রাখা পুরস্কারের মূল্য বৃদ্ধি করে দেয় এবং ICL কে একটি “নিষিদ্ধ লিগ” হিসেবে ঘোষণা করে, এছাড়াও ICL এ যোগদান করা সকল খেলোয়াড়দেরকেও আজীবন নিষিদ্ধ বলে ঘোষণা করে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর ইতিহাস

পরবর্তীতে ব্যবসায়ী তথা ক্রিকেট নির্বাহী পরিচালক ললিত মোদীর মাথায় ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) প্রতিদ্বন্দ্বিতা করার মতো এক নতুন টি-২০ প্রতিযোগিতা শুরু করার ধারণা আসে। সেই ধারণা অনুযায়ী ২০০৮ সালের শুরুর দিকে বিসিসিআই একটি নতুন টি-২০ লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ঘোষণা করে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সংগঠন সদস্য, Association member of Indian Premier League

বর্তমান সময়ে আইপিএল পরিচালনা পরিষদের সদস্যদের নাম :

  • চেয়ারম্যান : অরুন সিং ধূমল।
  • সচিব (BCCI) : জয় শাহ ।
  • কোষাধক্ষ্য (BCCI) : আশীষ শেলার।
  • অভিষেক ডালমিয়া, সদস্য।
  • প্রজ্ঞান ওঝা , আইসিএ নিযুক্ত সদস্য
  • অলকা রেহানী ভরদ্বাজ , সিএজি নিযুক্ত সদস্য।

আইপিএল প্রতিযোগিতার ধরণ, IPL competition format

বর্তমানে দশটি দল আইপিএল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আইপিএলের সর্বশেষ অর্থাৎ ১৬ তম মরসুমে (আইপিএল 2023) হোম এবং অ্যাওয়ে ধরনে খেলা হয়, যেখানে সকল দল লিগ পর্যায়ে যথাক্রমে ৭ টি হোম গেম এবং ৭ টি অ্যাওয়ে গেম খেলেছিল। ৫২ দিনের মধ্যে ১২ টি ভেন্যুতে মোট ৭০টি লিগ-পর্যায়ের ম্যাচ খেলা হয়।

লিগ পর্যায়ের খেলা শেষে শীর্ষ চারটি দল প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে। এক্ষেত্রে পয়েন্ট তালিকা অনুযায়ী শীর্ষ দুইটি দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচ খেলার সুযোগ পায় এবং বিজয়ী দলটি ফাইনালে সরাসরি চলে যায়। অন্যদিকে পয়েন্ট তালিকার ৩য় ও ৪র্থ স্থানাধিকারী দলগুলোকে আবার এলিমিনেটর ম্যাচ খেলতে হয়। পরাজিত দলগুলো ক্রমে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যায়।

এরপর বিজয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে পরাজিত হয়ে যাওয়া দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচে প্রতিযোগিতা করে, আবার প্রথম কোয়ালিফায়িং ম্যাচে জয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচে জয়ী হওয়া দলটি ফাইনাল ম্যাচ খেলে। সেই দুই ম্যাচে জয়ী দলগুলোর মধ্যে ফাইনাল খেলা হয়, এক্ষেত্রে যে জয়ী হয় সেই আইপিএল ট্রফির অধিকারী হয়।

আইপিএল প্রতিযোগিতার ধরণ

আইপিএল এর দল সমূহ, Teams of IPL

চেন্নাই সুপার কিংস

এই দলের খেলোয়াড়দের নাম : মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাডেজা, অম্বাতি রায়ডু, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, মহেশ থিকসানা, মিচেল স্য়ান্টনার, মইন আলি, মুকেশ চৌধুরি, মাতিসা পাথিরানা, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারকেকার, ঋতুরাজ গায়কোয়াড়, সিমরনজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, শিবম দুবে, তুষার দেশপান্ডে প্রমুখ।

কলকাতা নাইট রাইডার্স

এই দলের খেলোয়াড়দের নাম : আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়ার, অনকূল রায়, লকি ফার্গুসন, রহমানুল্লা গুরবাজ, নীতীশ রানা, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার প্রমুখ।

কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটালস

এই দলের খেলোয়াড়দের নাম : আমান খান, অক্ষর প্য়াটেল, চেতন সাকারিয়া, রিপল প্য়াটেল, ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগরকোটি, প্রবীণ দুবে,  কুলদীপ যাদব, অনরিখ নর্টজে, ললিত যাদব, লুনগি এনগিডি, মিচেল মার্শ, সরফরাজ খান, মুস্তাফিজুর রহমান, পৃথ্বী শ, ঋষভ পন্থ, রোভম্যান পাওয়েল, খলিল আহমেদ, বিকি ওসওয়াল, যশ ধুল প্রমুখ।

গুজরাট টাইটান্স

এই দলের খেলোয়াড়দের নাম : অভিনব সদারঙ্গানি, শুভমন গিল, আলজারি জোসেফ, রাশিদ খান, সাই সুদর্শন, ম্যাথিউ ওয়েড,  ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, মহম্মদ সামি, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, প্রদীপ সাঙ্গওয়ান, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, যশ দয়াল প্রমুখ।

মুম্বই ইন্ডিয়ান্স

এই দলের খেলোয়াড়দের নাম : আকাশ মাধওয়াল, রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, অর্জুন তেন্ডুলকর, হৃতিক শোকিন, ঈশান কিষাণ, জেসন বেহরেনডর্ফ, রমনদীপ সিং, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়, জসপ্রীত বুমরা, আর্শাদ খান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ত্রিস্তান স্টাবস প্রমুখ।

মুম্বই ইন্ডিয়ান্স

রাজস্থান রয়্যালস

এই দলের খেলোয়াড়দের নাম : দেবদত্ত পাডিকাল, ধ্রুব জুড়েল, জস বাটলার, কেসি কারিয়াপ্পা, কুলদীপ সেন, কুলদীপ যাদব, নবদীপ সাইনি, ওবেড ম্যাকয়, প্রসিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, ট্রেন্ট বোল্ট, যশস্বী জয়সোয়াল, যুজবেন্দ্র চাহাল

লখনউ সুপার জায়ান্টস

এই দলের খেলোয়াড়দের নাম : আবেশ খান, আয়ুষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, করণ শর্মা, লোকেশ রাহুল, ক্রুনাল পান্ডিয়া, কাইল মেয়ার্স, মনন ভোরা, মার্কাস স্টইনিস, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কুইন্টন ডি’কক, রবি বিষ্ণোই।

পঞ্জাব সুপার কিংস

এই দলের খেলোয়াড়দের নাম : শিখর ধাওয়ান, রাহুল চাহার, শাহরুখ খান, অথর্ব তাইডে, অর্শদীপ সিং, রাজ অঙ্গদ বাওয়া, প্রভসিমরন সিং, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, জীতেশ শর্মা, বলতেজ সিং, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, নাথান এলিস, ভানুকা রাজাপক্ষে প্রমুখ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এই দলের খেলোয়াড়দের নাম : বিরাট কোহলি, আকাশ দীপ, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, ফাফ ডুপ্লেসি, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, দীনেশ কার্তিক, জশ হ্যাজলউড, কর্ন শর্মা, মহিপাল লোমরোর, মহম্মদ সিরাজ, রজত পাতিদার, সিদ্ধার্থ কউল, সূয়াশ প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারঙ্গা প্রমুখ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

সানরাইজার্স হায়দরাবাদ

এই দলের খেলোয়াড়দের নাম : আব্দুল সামাদ, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, মার্কো জানসেন, গ্লেন ফিলিপস, এইডেন মার্করাম, কার্তিক ত্যাগি, নটরাজন, উমরান মালিক, প্রমুখ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বেতন, Indian Premier League Players Salary

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। এমনকি সবধরনের খেলা মিলিয়ে তুলনা করে দেখতে গেলেও এটি হল সবগুলোর মধ্যে অন্যতম ধনকুবের লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাত্র ২ মাসের মেয়াদের লিগ হলেও, এর সাথে যুক্ত থাকা খেলোয়াড়েরা বার্ষিক গড়ে ৫.২ – ৫.৪ মিলিয়ন ডলার বেতন পান, এই পরিমাণ ইউরোপীয় প্রথম সারির ফুটবল লিগের সাথে যুক্ত দলগুলির বেতনের সমতুল্য।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের পুরস্কার, Indian Premier League Players Awards

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের পুরস্কারের তালিকা হল :

  • অরেঞ্জ ক্যাপ : একক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই পুরস্কার পান। 
  • পার্পেল ক্যাপ : একক মরশুমে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী এই পুরস্কার পান। 
  • ফেয়ার প্লে পুরস্কার
  • ইমার্জিং প্লেয়ার (উঠতি খেলোয়াড়)
  • সর্বাধিক ছক্কা : একক মরশুমে সর্বাধিক ছক্কা হাকানোর পুরস্কার পান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের পুরস্কার

উপসংহার, Conclusion 

আইপিএল এর জনপ্রিয়তার কথা কাউকে বলে দিতে হবে না। এই লীগের খেলা যতদিন চলে ততদিন ধরে মানুষ উৎসুক হয়ে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব নিজের সকল কাজগুলো শেষ করে খেলা দেখার প্রস্তুতি নেয়। বছরের দুটি মাস এই প্রতিযোগিতামূলক খেলা নিয়েই ব্যস্ত হয়ে থাকে ক্রিকেট প্রেমী জনগন।

Contents show

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts