এবছর বর্ষা একটু দেরিতে এন্ট্রি নিলেও বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার জেরে আগামী 24 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে।
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই এইসব এলাকা জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচল ব্যহত হচ্ছে।
পূর্ব বর্ধমানের একাধিক এলাকার রাস্তা প্লাবিত হয়েছে। ভাতার বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। জল জমে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাটে। বীরভূমের মহেশাপুর গ্রামে ধসে পড়েছে রাস্তা। এহেন পরিস্থিতিতে চূড়ান্ত দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা।
কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে, পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আকাশ মেঘলা থাকবে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 6 অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।