জুলাই মাস প্রায় শেষের দিকে, আর কয়েকদিন পরেই আসছে অগাস্ট। আগামী মাসে নানা উৎসবের কারণে মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে শনিবার ও রবিবার গুলো মিলিয়ে অগাস্টে মোট 13 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।
সাধারণ এবং জাতীয় ছুটির নিরিখে ব্যাঙ্ক বন্ধের তালিকা
4 অগাস্ট রবিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি। তারপর 10 অগাস্ট দ্বিতীয় শনিবার, 11 অগাস্ট রবিবার, 15 অগাস্ট স্বাধীনতা দিবস, 18 অগাস্ট রবিবার,19 অগাস্ট সোমবার রাখি বন্ধন, 24 অগাস্ট চতুর্থ শনিবার, 25 অগাস্ট রবিবার, 26 অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আঞ্চলিক ছুটির নিরিখে ব্যাঙ্ক বন্ধের তালিকা
আঞ্চলিক ছুটিগুলির মধ্যে আগরতলা ও ত্রিপুরাতে কের পুজো উপলক্ষে 3 অগাস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে। টেন্ডং লো রাম মোটা উৎসব উপলক্ষে 8 অগাস্ট গ্যাংটক ও সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।13 অগাস্ট দেশপ্রেমিক দিবসের কারণে ইম্ফল, মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 20 অগাস্ট শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কোচি, তিরুঅনন্তপুরম এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
চালু থাকবে ATM ও নেট ব্যাঙ্কিং পরিষেবা
এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই গ্রাহকদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। তাই ব্যাঙ্কের কোন কাজ থাকলে সেটা আগে থেকেই করে রাখার চেষ্টা করুন। যদিও ছুটির দিনেও নগদ টাকা তোলার জন্য গ্রাহকরা ATM পরিষেবা ব্যবহার করতে পারবেন। এছাড়াও UPI, নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও চালু থাকবে।