বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে যাবতীয় তথ্য, All information about the origin of Bengali language in Bengali

বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে যাবতীয় তথ্য

 মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা। বর্তমানে পৃথিবীর ৩০ কোটি মানুষ এই ভাষা ব্যবহার করেন। পূর্বে এই ভাষা এতটা বিস্তৃত না থাকলেও, সময়ের সাথে সাথে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিকশিত হয়।

বিশেষ করে, বিশ্ববিখ্যাত সাহিত্যিকদের সৃষ্টি সম্ভারে বাংলা ভাষা আর বাংলা সাহিত্য আজ ঐশ্বর্যমণ্ডিত। বহু ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম, আন্দোলন এবং আত্মাহুতির পর বাংলা ভাষা আজ স্বমহিমায় দীপ্তিমান এবং বিশ্বব্যাপী শ্রদ্ধার আসনে আসীন।

ভাষার জন্য আত্মদানের এমন বিরল দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলা ভাষার ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

বাংলা ভাষা’র বিবর্তনের কাহিনী, Evolution of Bengali Language :

বাংলা ভাষা’র বিবর্তনের কাহিনী

বাংলা ভাষা বিবর্তনের পর্যায়কে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। সেগুলো হল : পুরাতন, মধ্য এবং আধুনিক বাংলা।

 পুরাতন বাংলার ব্যাখ্যা করতে গেলে, ৬৫০ খ্রিস্টাব্দে বাংলার পুরোহিত এবং পণ্ডিতদের সাহিত্যকর্মের ভাষা সম্পর্কে উল্লেখ করতে হয়। উক্ত সময়কালের সাহিত্য চর্চার খুব কম চিহ্নই এখন অবশিষ্ট আছে।

তবে সবচেয়ে প্রাচীনতম নিদর্শনের মধ্যে এখনও অবধি একমাত্র চর্যাপদ এর উল্লেখই পাওয়া যায়, যা অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে লিপিবদ্ধ হয়েছে বলে বিবেচিত।

চতুর্দশ শতকে বাংলায় মুসলমানদের শাসন শুরু হয়। মুসলমান শাসকগণ বাংলা ভাষাকে বাংলা অঞ্চলের সরকারি দরবারি ভাষা হিসেবে ঘোষণা করে। এই ধারাবাহিকতায় ক্রমেই বাংলা অঞ্চলের স্থানীয় ভাষা হিসেবে পরিণত হয় বাংলা ভাষা।

পরবর্তী সময়ে, ষোড়শ শতকে মুঘলরা বাংলা দখল করে। তখন বাংলা ভাষার সাথে ফার্সি ভাষার যোগসাজশ ঘটে। বর্তমান বাংলা ভাষার আধুনিক রূপটি পাওয়া যায় ১৭৫৭ সালে, অর্থাৎ পলাশীর যুদ্ধের সময়।

বাংলার নদীয়া অঞ্চলে কথিত উপভাষা ছিল এটি। এই ভাষাটির ছিল দুটি ভাগ; শুদ্ধ এবং চলিত, যার ভিত্তি গড়েছে প্রধানত মাগধী প্রাকৃত এবং পালিসহ তুর্কি, পর্তুগিজ, ফার্সি ও ইংরেজি প্রমুখ ভাষাগুলো।

বাংলা ভাষা আন্দোলন, Bengali language movement :

বাংলা ভাষাকে সরকারি ভাষা করার দাবিতে ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত বাংলা ভাষা আন্দোলন পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদকে লালন করে। এর ফলে ১৯৭১ সালে নয় মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ইউনেস্কো ভাষা আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়।

বাংলা ভাষা

বাংলাভাষার জনক কে? Who is the father of Bengali language?

সর্বপ্রথম পদ রচনা করেছিলেন কাহ্নপা, অর্থাৎ বাংলা ভাষার প্রথম কবি এবং আদি কবি বলা হয় কাহ্নপা কে। সেই বিচারে কাহ্নপার কে বাংলা ভাষার জনক বলা যেতে পারে।

বাংলা ভাষার প্রবর্তক কে? Who is the founder of Bengali language?

” বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে” – এ মতের প্রবক্তা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। সুনীতিকুমার চট্টোপাধ্যায় একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি ” Origin and Development of Bengali language ” নিয়ে গবেষণা করেন এবং পরবর্তীতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এই মতবাদ প্রকাশ করেন।

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বাংলা ভাষা কিভাবে আবিষ্কৃত হয়? How was Bengali language discovered?

বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস থেকে জানা যায় যে, বাংলা ভাষা 3500 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারে খুঁজে পাওয়া যায়। অনেকে ধারণা করেন যে এর জন্ম সংস্কৃত থেকে।

কিন্তু পণ্ডিত এবং ভাষাবিদরা বিশ্বাস করেন যে এটি মাগধী প্রাকৃত এবং পালির মতো ইন্দো-আর্য ভাষা থেকে এসেছে।

বাংলা ভাষার বয়স কত? How old is the Bengali language?

বাংলা ভাষা বিকাশের ইতিহাস ১৩০০ বছর পুরনো।

কত বছর আগে বাংলা ভাষার জন্ম? How many years ago Bengali language originated?

সাড়ে চৌদ্দশত বছর আগে বাংলা ভাষা ছিল না। বাংলা ভাষার জন্ম নিয়ে দুইটা মতবাদ প্রচলিত। কোন কোন ভাষাবিদ এর মতে ৮ম শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ ৭৫০-১২০০ খ্রীস্টাব্দের দিকে বাংলা ভাষার জন্ম। অপর ভাষাবিদদের মত ৯৫০— ১২০০ খ্রীস্টাব্দের মধ্যে বাংলা ভাষা সৃষ্টি হয়।

বাংলা ভাষার জননী কে ? Who is the mother of Bengali language?

সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয়, কারণ সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি।

বাংলা ভাষার আদি নিদর্শন এর নাম কি? What is the name of the old Bengali language?

বাংলা ভাষার আদি নিদর্শনের নাম ‘চর্যাগীতিকোষ’ বা ‘চর্যাপদ’। ভাষা গবেষক সুকুমার সেনের মতে, ভারতীয় আর্য  ভাষার প্রাচীন নমুনা ঋগ্বেদে সংরক্ষিত। ঋগ্বেদের রচনাকাল ১২০০ খ্রিস্টাব্দ।

আর্যগণ আনুমানিক ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে ভারতে আসতে শুরু করে। এই তিনশ’ বছরে তারা ভারতে অবস্থান করে যে ভাষা ব্যবহার করত, তাই প্রত্ন-ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা থেকেই আধুনিক ভারতের বাংলাসহ বহু আঞ্চলিক ভাষার উদ্ভব হয়েছে।

তাই বাংলাকে ভারতীয় আর্য ভাষার এক সুদূর বংশধর বলা যায়।

বাংলা ভাষা’র উপভাষা, Dialects of Bengali language :

কথ্য বাংলায় আঞ্চলিক ভিন্নতার রেশ ধরে গঠিত হয় উপভাষা। প্রায় ১৩০০ বছরের দীর্ঘ বিবর্তনে বাংলা ভাষার সাথে যুক্ত হয়েছে প্রচুর পরিমাণে দেশীয় এবং বিদেশি শব্দ। বলাই বাহুল্য যে, আজ বাংলা মানব সভ্যতার ইতিহাসে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা অঞ্চলভেদে ভিন্ন উচ্চারণ হয়ে থাকে, যেমন: পূর্ববঙ্গের একটি উপভাষায় বলা হয়, ‘আমি অহন ভাত খামু না’ যা আদর্শ বাংলায় বলা হয়, ‘আমি এখন ভাত খাব না।’

বাংলার উপভাষাগুলো হল :

  •   রাঢ়ী উপভাষা
  •   বঙ্গালী উপভাষা
  •   ঝাড়খণ্ডী উপভাষা
  •   বরেন্দ্রী উপভাষা
  •   সুন্দরবনী উপভাষা
  •   রাজবংশী উপভাষা
  •   সিলেটী উপভাষা
  •   চাঁটগাঁইয়া উপভাষা

বাংলা ভাষায় কয়টি উপভাষা আছে? How many dialects are there in Bengali?

বাংলা উত্তর-পশ্চিমে পূর্ব ইউপি-বিহারের সীমানা থেকে উত্তর-পূর্বে আসাম থেকে পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পশ্চিমে ওড়িশা পর্যন্ত এবং কিছুটা দক্ষিণ ভারত বার্মা এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকায় প্রায় 100 টি উপভাষা বলা হয়।

বাংলা সম্পর্কিত ভাষাসমূহ, Bengali related languages :

বাংলা হলো বাঙালির মাতৃভাষা

বাংলা ভাষার সাথে নেপালি ভাষার ৪০ শতাংশ সাদৃশ্য আছে। এছাড়াও বাংলা ভাষার সাথে অসমীয়া ভাষা, সাদরি ভাষার মিল আছে। অন্যদিকে সাঁওতালি ভাষা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার সাথেও বাংলা ভাষার বেশ সাদৃশ্য লক্ষ্য করা যায়। অসমীয়ার ভাষার পর বাংলার সবথেকে কাছের ভাষা ওড়িয়া।

বিশ্বব্যাপী বাংলা মাতৃভাষীদের জনসংখ্যা, Population of Bengali Native Speakers Worldwide :

বিশ্বব্যাপী বাংলা মাতৃভাষী জনসংখ্যা প্রায় ২৬৫ মিলিয়ন।

  •   বাংলাদেশ (৬১.৩%)
  •   পশ্চিমবঙ্গ (ভারত) (২৮%)
  •   ভারতের অন্যান্য রাজ্য (৯.২%)
  •   অন্যান্য (১.৫%)

ভারত(প্রধানত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, মেঘালয়, ঝাড়খণ্ড এবং দক্ষিণ আসাম বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা) ও বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং ইতালিতে উল্লেখযোগ্য সংখ্যায় বাঙালি বসবাস করেন।

শেষ কথা, Conclusion :

বাংলা হলো বাঙালির মাতৃভাষা। এ ভাষার রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস। পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে বাংলা অন্যতম। নানা সময়ে বাংলা ভাষার ওপর বহুবিধ আক্রমণ ও আঘাত এসেছে, বাংলা ভাষার বিকাশকে রুদ্ধ করার অপ্রচেষ্টা ও ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তাও সব বাধা পেরিয়ে বাংলা ভাষা আজ বিশ্বব্যাপী বিকশিত।

জাতীয় জীবনের সর্বস্তরে এ ভাষার অবাধ ব্যবহার হচ্ছে। পৃথিবীতে বাঙালিরাই সেই গৌরবময় জাতি, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য প্রাণ দিয়েছে। তাই বাংলা ভাষার মর্যাদা আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। আশা করি উক্ত আলোচনার মধ্য দিয়ে আপনারা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

Frequently Asked Questions :

বাংলা ভাষার বয়স কত?

১৩০০ বছর

বিশ্বব্যাপী বাংলা মাতৃভাষীদের জনসংখ্যা কত?

প্রায় ২৬৫ মিলিয়ন

বাংলা ভাষায় কয়টি উপভাষা আছে?

প্রায় 100 টি উপভাষা আছে।

বাংলা ভাষার জনক কে?

কাঁহাপ্পা।

বাংলা ভাষার জননী কে?

সংস্কৃত ভাষা।

Contents show

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts