মাত্র ৩৪ হাজার টাকায় বিশাল জাহাজের মালিক! অবাক করা কাণ্ড

মাত্র ৩৪ হাজার টাকায় বিশাল জাহাজের মালিক

বিশাল আকৃতির মালবাহী জাহাজের দাম শুনলেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কোটি কোটি টাকার হিসেব যেন স্বাভাবিক। অথচ, এক ব্রিটিশ ব্যক্তি মাত্র ৩৪ হাজার টাকায় কিনে নিলেন একটি বিশাল মালবাহী জাহাজ!

কীভাবে সম্ভব?

এই অবাক করা কাণ্ড ঘটিয়েছেন ডম রবিনসন নামে এক ব্রিটিশ নাগরিক। তাঁর নেশাই হলো সমুদ্রের তলদেশে ডুব দিয়ে জাহাজের ধ্বংসাবশেষ খোঁজা। গত দুই বছরে তিনি সমুদ্রের নিচে পড়ে থাকা প্রায় ২৫টি জাহাজের সন্ধান পেয়েছেন।

সম্প্রতি ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখতে পান ডম। তাতেই বিক্রির জন্য রাখা ছিল এক বিশাল ৩৩০ ফুট দীর্ঘ মালবাহী জাহাজ, যার ওজন প্রায় ৩,৩০০ টন! বিজ্ঞাপনে দেখে দেরি না করে তিনি মাত্র ৩০০ পাউন্ড — ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪ হাজার টাকা দিয়ে জাহাজটি কিনে নেন।

বিশাল জাহাজ

জাহাজটির ইতিহাস

জাহাজটি নিছক একটি ধ্বংসপ্রাপ্ত নৌযান নয়, এর রয়েছে রোমাঞ্চকর ইতিহাস।
১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়, জার্মানির একটি ডুবোজাহাজ ব্রিটেনের কর্নওয়াল উপকূলে এই মালবাহী জাহাজটিকে ডুবিয়ে দেয়। তারপর থেকেই সমুদ্রের তলদেশে পড়ে ছিল বিশাল এই জাহাজ।

এখন কী করবেন ডম?

ডম ইতিমধ্যেই ডুব দিয়ে নিজে গিয়ে জাহাজটি দেখে এসেছেন। এখন তাঁর একমাত্র ইচ্ছা — জাহাজটির ঘণ্টা উদ্ধার করা। তিনি চান, অন্তত ঘণ্টাটি তুলে এনে নিজের সংগ্রহে রাখতে। তাঁর এই অনন্য সংগ্রহের নেশা ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts