রেল দিয়ে যাত্রা করার মজাই আলাদা। অনেকেই অন্য যানবাহনের তুলনায় রিল যাত্রা করতে বেশি পছন্দ করেন, কারণ রেল যাত্রায় সময় বেশি লাগলেও আরামে যাওয়া যায়, বেশি পরিশ্রম বোধ হয় না। সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় টিকেটের উপলব্ধি না থাকা। সেক্ষেত্রে ঘরে বসেই যদি টিকেট কাটার সহ ট্রেনের বিভিন্ন সবিধা সংক্রান্ত বিষয় মোবাইলেই দেখে নেওয়া যায় তবে তো বেশ সুবিধা। বাংলাদেশে এমনই সুবিধা প্রদান করছে রেল সেবা অ্যাপ। আজকের এই প্রতিবেদনে আমরা রেলের টিকেট বুকিংয়ের জন্য তৈরি রেল সেবা অ্যাপ নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করবো।
রেল সেবা অ্যাপ কি বাংলাদেশের অ্যাপ? Is Rail Sheba app a Bangladeshi app?
Rail Sheba হল বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল অ্যাপ , যা অনলাইনে টিকিট কেনার জন্য ঝামেলামুক্ত এবং সহজবোধ্য অভিজ্ঞতা প্রদান করে। বাংলাদেশের জনগণ এই অ্যাপ ব্যবহার করে সহজেই তাদের যাত্রা এবং যাত্রাপথ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সুবিধা, Benefits of online train ticket booking :
অনলাইনে ট্রেনের টিকেট কাটা অনেকের জন্যই সুবিধাজনক বলে মনে হয়। তবে সেক্ষেত্রে মোবাইলে ট্রেনের টিকেট কেনার জন্য একটি অ্যাপের সুবিধা থাকা জরুরি। রেলসেবা অ্যাপ হল বাংলাদেশে ট্রেনের টিকেট কাটার একটি সহজ উপায়।
মূলত বাংলাদেশের রেলওয়ের যাত্রীসেবা সহজ করার লক্ষ্যেই চালু হয়েছিল মোবাইল অ্যাপ রেল সেবা (Rail Sheba)।
উক্ত অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই ট্রেনের টিকেট ক্রয় করা সহ ট্রেনের গতিপথ, টিকেটের প্রাপ্যতা, বিভিন্ন স্টেশনের ভাড়া, সময়সূচী সহ মোট ১১ ধরণের সুযোগ সুবিধা পাবেন। আজ এই বিশেষ অ্যাপ সম্পর্কে আমাদের এই প্রতিবেদনে আলোচনা করবো।
মোবাইল ফোনে রেলসেবা অ্যাপ ব্যবহার, Use of Rail Sheba app on mobile phones :
রেলসেবা অ্যাপটি সকল ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ও আইওএস ভিত্তিক মোবাইল ফোনে ব্যবহার করা সম্ভব। অ্যাপটির সাহায্যে প্রতি ঘন্টায় ১৫০০০, অর্থাৎ মিনিটে ২৫০ টিকেট কাটা যাবে। ভবিষ্যতে এই অ্যাপটির সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।
রেলসেবা অ্যাপটির সেবাসমূহ, Services of Rail Sheba app :
রেলসেবা অ্যাপ থেকে যে সকল সেবাসমূহ পাওয়া যায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল :
- বাংলাদেশের সব আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে,
- ট্রেনে যাত্রার জন্য টিকিট খালি আছে কিনা সেই সম্পর্কে জানা যাবে,
- কোন গন্তব্যে কত ভাড়া জানা যাবে,
- একটি ট্রেনের কি রুট তা জানা যাবে,
- ট্রেনের সময়সূচি জানা যাবে,
- কোন ট্রেন কোথায় বিরতি দিবে সেই স্টেশনের নাম ও সময়সূচি,
- অ্যাপের মাধ্যমে আপনার ভ্রমণ ইতিহাস জানা যাবে,
- পছন্দমত সিট বাছাই করা যাবে,
- খাবারের মূল্য ও মেনু জানা যাবে, খাবার অর্ডার করা যাবে।
এসব ছাড়া অন্যান্য আরও বেশ কিছু তথ্যমূলক সেবার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের নম্বর সহ আরো বহু সুবিধা দেওয়া রয়েছে এই মোবাইল অ্যাাপে।
রেলসেবা অ্যাপ দিয়ে টিকেট করবেন কিভাবে ? How to book tickets with Rail Sheba app?
আপনি চাইলে আপনার যাত্রার নির্ধারিত তারিখের টিকেট যাওয়ার ১০ দিন আগে থেকেই কাটতে পারবেন। টিকেট কিনতে হলে রেলসেবা অ্যাপ- এর Purchase অপশনে যান।
সেখানে কোন স্টেশন থেকে যাত্রা শুরু করবেন তা নির্বাচন করুন, তারপর কোন গন্তব্যে যাবেন সেটা নির্বাচন করুন, এরপর কত তারিখ যাত্রা শুরু করবেন তা নির্বাচন করুন, এরপর সার্চ ট্রেইন বিকল্পে ক্লিক করলে আপনার খোঁজ করা গন্তব্যের সব ট্রেনের তথ্য দেখাবে।
সেখান থেকে পছন্দ ও সুবিধা অনুযায়ী যে ট্রেনে যেতে চান সেই ট্রেনের আসনের ধরণ, কতজন যাবেন ইত্যাদি নির্বাচন করুন। এভাবে খুব সহজেই আপনি ট্রেনের টিকেট কাটতে পারবেন ঘরে বসে থেকে।
‘রেল সেবা’ অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন? How to download ‘Rail Sheba’ app?
ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটার জন্য ‘রেল সেবা’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। আপনার ফোনের প্লে অ্যাপ থেকে সার্চ অপশনে গিয়ে ‘Rail Sheba’ লিখে সার্চ করুন। এই অ্যাপ এর সাইজ ১৭ মেগাবাইট।
ডাউনলোড করার পর এতে নিজের নাম, মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
তবে কোনো যাত্রী যদি বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটে পূর্বে রেজিস্টার করে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না। শুধু মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হবে।
রেল সেবা কিভাবে রেজিস্ট্রেশন করব? How to register in the Rail Sheba app?
https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা |rail sheba app এ গিয়ে সাইন আপ(Sign Up) করতে হবে এবং সঠিক NID নম্বর ও জন্ম তারিখ verify পূর্বক অন্যান্য তথ্য প্রদান সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে। এসএমএস পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে।
‘রেল সেবা’ ব্যবহার করবেন কিভাবে? How to use Rail Sheba App ?
যাত্রার টিকিট, ভাড়া, গন্তব্য ইত্যাদি বিভিন্ন তথ্য দেখানোসহ বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে চালু হয়েছিল রেলের অ্যাপ ‘রেল সেবা’। অ্যাপটি তৈরি করেছিলেন ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।অ্যাপের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
উদ্বোধন এর দিন অ্যাপ সম্পর্কে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি জানায়, “এখন থেকে রেল যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইট eticket.railway.gov.bd এর পাশাপাশি ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পারবেন। নতুন অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
টিকিট কাটার জন্য যাত্রীদের অ্যাপটি ডাউনলোড করে নিজের নাম, মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
তবে কোনো যাত্রী যদি এরইমধ্যে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটে রেজিস্টার করে থাকেন তাহলে তাকে আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না। শুধুমাত্র মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হবে।”
‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করা বেশ সহজ, এক্ষেত্রে টিকিট কাটার জন্য যাত্রীকে নিজের পছন্দনুযায়ী যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন, এছাড়া পছন্দানুযায়ী ট্রেনের ক্লাস ও যাত্রার নির্ধারিত তারিখ সিলেক্ট করতে হবে। একইসঙ্গে এই অ্যাপ ব্যবহার করে ‘ট্রেন ডিটেইলস’ এর বিকল্প থেকে সহজেই ট্রেনের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
তারপর আপনার যাত্রার জন্য কোন কোন ট্রেন আছে, সেই থেকে পছন্দমতো বগি এবং সিট সিলেক্ট করে অনলাইন পেমেন্টের (ডেবিট/ ক্রেডিট কার্ড অথবা এমএফএস) মাধ্যমে টিকিট কেটে ফেলতে পারবেন। ই-টিকিট যাত্রীর রেজিস্টার করা ই-মেইলে পৌঁছে যাবে।
অন্যদিকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ‘রেল সেবা’ অ্যাপের নেভিগেশন বারে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য। ‘ভ্যারিফাই টিকিট’ নামক ট্যাব থেকে খুব সহজেই টিকিট ভ্যারিফাই করার সুবিধা রয়েছে।
এছাড়াও অ্যাপ ব্যবহার করে ‘মাই টিকিটস’ বিকল্পের মাধ্যমে ৭ দিন পর্যন্ত পুরোনো ও আসন্ন যাত্রা সম্পর্কে বিস্তারিত দেখা যাবে। যাত্রীরা প্রয়োজনে ‘মাই অ্যাকাউন্টস’ ট্যাবের মধ্য দিয়ে রেজিস্ট্রেশনের সময় নিজের দেওয়া তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি আপডেট করে নিতে পারবেন।
শেষ কথা, Conclusion :
আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা রেল সেবা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। অ্যাপটি যাত্রীদের কাছে তাদের যাত্রা অনেকটা সহজ করে তুলেছে এবং এর ব্যবহার করে যাত্রীদের বহু ঝামেলা এড়ানো সম্ভব হয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল অ্যাপ। “রেল সেবা” অ্যাপটি অনলাইনে ট্রেনের টিকিট কেনার সময় সবচেয়ে সুবিধাজনক এবং সহজ অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।
Frequently Asked Questions
হ্যাঁ
প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
Rail Sheba হল বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল অ্যাপ