বিশ্বে করোনা মহামারী চলাকালীন সময়ে, ভাইরাসের প্রভাব কম করতে যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়, সেগুলো বিভিন্ন দেশ সংগ্রহ করে এবং দেশের জনগণের মধ্যে এই টিকা প্রদানের ব্যবস্থা করেছিল। সুরক্ষা অ্যাপ হল করোনা ভাইরাস এর টিকা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের পরিচালিত সুরক্ষা ওয়েবসাইট। মোবাইলে অ্যাপ ব্যবহার করার মাধ্যমে টিকার জন্য , টিকা কার্ড সংগ্রহ এবং টিকা প্রদানের পর টিকা সনদ সংগ্রহ করা যায়। আজকের এই প্রতিবেদনে আমরা সুরক্ষা অ্যাপ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
সুরক্ষা অ্যাপ কি? What is Suraksha app?
করোনা মহামারীর সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড-১৯ বা করোনাভাইরাসের করাল গ্রাস থেকে দেশের মানুষদের রক্ষা করার উদ্দেশ্যে সকলের নিকট টিকা পৌঁছে দেওয়ার কার্যক্রমকে সহজ এবং গতিশীল করে তোলার জন্য সুরক্ষা নামক একটি অনলাইন টিকা পোর্টাল চালু করেছে। সরকারের এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে।
দেশের কোন নাগরিক যাদের কাছে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট রয়েছে তারা নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণের জন্য আবেদন করতে পারে। এই অ্যাপ দ্বারা টিকার নিবন্ধনের স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা গ্রহণ করার পর টিকা সনদ সংগ্রহ করার পাশাপাশি কোভিড ১৯ এর টিকা সংক্রান্ত সকল প্রশ্ন এবং হেল্পলাইন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যায়।
বাংলাদেশ সরকার ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে সুরক্ষা অ্যাপটির ওয়েব ভার্সন এবং মোবাইল এপ্লিকেশন ভার্সন দুটোই প্রস্তুত করেছে। এর ফলে সকল রকম অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই খুব সহজে এর ব্যবহার এবং নিবন্ধন করতে পারবে।
সুরক্ষা অ্যাপস ডাউনলোড করার পদ্ধতি, How to download Suraksha app?
সরকার সুরক্ষা অ্যাপটির ওয়েব ভার্সন এবং মোবাইল এপ্লিকেশন ভার্সন দুটোই প্রস্তুত করায় এটি যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই খুব সহজে ডাউনলোড করে ব্যবহার এবং নিবন্ধন করতে পারবে।
বাংলাদেশ সরকারের টিকা ব্যবস্থাপনা পোর্টাল সুরক্ষা মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আই ও এস হলে অ্যাপস স্টোরে গিয়ে surokkha app লিখে সার্চ করলেই সর্বপ্রথম আসবে আইসিটি ডিভিশন করতে প্রস্তুতকৃত এই অ্যাপটি, সেটা আপনার ফোনে ইন্সটল করে নেবেন। লক্ষ্য রাখবেন যে অ্যাপটির জনপ্রিয়তার কারণে সমনামে অথবা কাছাকাছি নামে অন্য অ্যাপও থাকতে পারে, সেগুলোর সাথে আসল অ্যাপকে গুলিয়ে ফেললে হবে না।
ভালোভাবে অ্যাপ এর নামটি এবং প্রস্তুতকারকের নাম খেয়াল করে ফোনে ইন্সটল করবেন।
সুরক্ষা নিবন্ধন, Suraksha registration
বাংলাদেশের সকল নাগরিকদের ক্ষেত্রে করোনাভাইরাসের জন্য টিকা গ্রহণ করতে অবশ্যই সুরক্ষা অ্যাপ এ নিবন্ধন করতে হবে। সুরক্ষার নিবন্ধন মোবাইলে এবং কম্পিউটারে একইভাবে করা যায়। কিভাবে সুরক্ষা নিবন্ধন করবেন সে বিষয়টি দেখাবো।
সুরক্ষা সেবা বিভাগ ভ্যাকসিন নিবন্ধন করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার থেকে surokkha gov bd এর ওয়েবসাইট https://surokkha.gov.bd/ ঠিকানায় প্রবেশ করুন;
এরপর আপনার সামনে আসবে surokkha gov bd vaccine registration করার পেইজটি। নিবন্ধনের জন্য আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য।
প্রথমে নিবন্ধনকারীর ধরন নির্বাচন করে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং এরপর সঠিক জন্ম তারিখ নির্বাচন করে ক্যাপচা কোডের ঘরে উল্লেখিত কোডটি উল্লেখ করে ভেরিফাই বিকল্পে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে একটি OTP কোড আসবে, এর মাধ্যমে সুরক্ষা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করুন।
আপনি চাইলে কাজটি জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর অথবা পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। যারা প্রবাসে যাবেন তাদের জন্য পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাটাই ভালো হবে, এর কারণ পরবর্তীতে টিকা সনদে পাসপোর্ট নম্বর উল্লেখ থাকতে হবে। তবে কেউ জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করে থাকলেও পরবর্তীতে পাসপোর্ট নম্বর যোগ করে টিকা কার্ড সংগ্রহ করা যায়।
নিবন্ধন কার্যক্রম যাচাই, Verification of registration process
সুরক্ষা অ্যাপ-এ আপনার ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে হলে টিকা নিবন্ধন স্ট্যাটাস অপশনে ক্লিক করে অ্যাপের চাহিদা অনুযায়ী জরুরী তথ্য প্রদান করতে হবে। সুরক্ষা টিকা নিবন্ধন অবস্থা যাচাই করতে সকল তথ্য প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “স্টেটাস যাচাই” বাটনে ক্লিক করলে স্টেটাস জানা যাবে।
পরিচয় যাচাইয়ের শ্রেণী এবং টিকা গ্রহণ পদ্ধতি, Identity verification class and vaccination procedure
পরিচয় যাচাইয়ে সুরক্ষা অ্যাপ্লিকেশনে ১৮টি শ্রেণি করা হয়েছে, যার একটি সিলেক্ট করার পর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন শুরু করতে হবে। এই ১৮টি শ্রেণির মধ্যে রয়েছে নাগরিক নিবন্ধন, সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী; অনুমোদিত সকল বেসরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী; বীর মুক্তিযোদ্ধা; সম্মুখসারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য; প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা কর্মকর্তা-কর্মচারী; সামরিক ও আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী এবং রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ের কর্মীরা।
এছাড়া রয়েছেন সম্মুখসারির গণমাধ্যমকর্মী; মৃতদেহ সৎকারে নিয়োজিত ব্যক্তি; বিদ্যুৎ, জল, গ্যাস, পয়ঃনিস্কাশন ও ফায়ার সার্ভিসের মত জরুরি সেবার সম্মুখসারির কর্মী; নির্বাচিত জনপ্রতিনিধি; সিটি করপোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মকর্তা-কর্মচারী; ধর্মীর প্রতিনিধি (সকল ধর্ম); রেল স্টেশন, বিমান বন্দর ও নৌ বন্দরের কর্মকর্তা-কর্মচারী; জেলা ও উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মী ও প্রবাসী অদক্ষ শ্রমিক।
ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাই করে সব ঠিক থাকলে স্ক্রিনে নিবন্ধনকারীর নাম দেখানো হবে বাংলা ও ইংরেজিতে। সেখানে একটি ঘরে একটি মোবাইল ফোন নম্বর চাওয়া হবে, যে নম্বরে তাকে পরে টিকাদান সংক্রান্ত তথ্য এসএমএস করা হবে। টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে গিয়ে মোবাইল নম্বর দেওয়ার পর একটি ঘর পূরণ করতে হবে, যেখানে জানাতে হবে নিবন্ধনকারীর দীর্ঘমেয়াদী কোনো রোগ বা কো মরবিডিটি আছে কি না, থাকলে কোন কোন রোগ আছে সেটা উল্লেখ করতে হয়।
এছাড়াও জানাতে হবে ব্যক্তির পেশা কি এবং তিনি কোভিড-১৯ সংক্রান্ত কাজে সরাসরি জড়িত কি না। তারপর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক এই সব কিছু উল্লেখ করতে হবে। নিবন্ধন হয়ে গেলে টিকার প্রথম ডোজের তারিখ ও কেন্দ্রের নাম এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হয়। এসএমএস এ যে তারিখ দেওয়া হবে, সেই তারিখে টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং কোভিড-১৯ এর টিকা নিয়ে নিতে পারবেন। এভাবে টিকার দুটি ডোজ নেওয়া শেষ হলে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ভ্যাকসিন প্রাপ্তির সনদ সংগ্রহ করা যাবে।
শেষ কথা, To conclude
সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে এই গণ টিকা গ্রহণকারীদের নাম নিবন্ধনের জন্য প্রস্তুত হয়েছে সুরক্ষা ওয়েবসাইট ও সুরক্ষা অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করেই নাম নিবন্ধন করতে হবে। বাংলাদেশের জনগণের কাছে সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে টিকা গ্রহণ অনেকটা সহজ হয়ে উঠেছিল। আজকের এই প্রতিবেদনে উল্লেখিত বিষয়বস্তুর মাধ্যমে আশা করি আপনারা সুরক্ষা অ্যাপ সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন।