কম খরচে কোন দেশে যাওয়া যায়, Which country can be visited at low cost in Bengali ?

কম খরচে কোন দেশে যাওয়া যায়

বিদেশ ভ্রমণ সকলেরই কাম্য। ধনী মানুষেরাই নয় বরং অনেক মধ্যবিত্ত মানুষও আছেন যাদের একবার হলেও বিদেশে পাড়ি দেওয়ার সাধ থাকে। কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত মানুষই ভাবেন যে টাকা পয়সার দিক থেকে চিন্তা করতে গেলে বিদেশ ভ্রমণ প্রায় অসাধ্য, স্বপ্নের মতো। কিন্তু আজকাল ধনী থেকে মধ্যবিত্ত, অনেকেই পাড়ি দেন বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে। এমন বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে যেতে চাইলে বাজেট সমস্যা হয়ে দাঁড়ায় না, কম খরচে ঘুরতে যেতে পারেন।

আজকের এই প্রতিবেদনে আমরা কম খরচে কোন দেশে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করবো।

কম খরচে কোন দেশে যাওয়া যায়, Places that can be visited at a low cost

বিদেশ ভ্রমণ যদি জনপ্রতি ৪০,০০০-৪৫,০০০ হাজারের মধ্যে হয়ে যায় তবে তো ভ্রমণ প্রেমীদের পোয়াবারো। বেশকিছু দেশ আসে যেখানে ভিসার খরচও খুব কম, আবার কিছু দেশে ভিসার প্রয়োজনও পড়ে না; পাশাপাশি অনেক কম খরচে দেশের বেশ কিছু স্থান ঘুরে দেখতে পারবেন। কম খরচে ঘুরে আসা যায় এমন দেশের সন্ধান খোঁজ রইল আপনার জন্য :

ইন্দোনেশিয়া, Indonesia

মধুচন্দ্রিমার জন্য কম খরচে ঘুরে আসার কথা ভাবেন অনেকেই। জীবনসঙ্গীকে নিয়ে ভ্রমণের জন্য অনেকেই বালিকে বেছে নেন। তবে জেনে রাখুন যে কম খরচে বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা হতে পারে ইন্দোনেশিয়া। ভারতীয় পর্যটকরা বালিতে ভিসা পান বিনামূল্যে। আর আপনি যদি মাত্র এক মাসের জন্য বালিতে থাকেন, তাহলে আপনার ভিসারও প্রয়োজন হবে না। ভারতীয় ১ টাকা ইন্দোনেশিয়াতে ১৮০ রুপির সমান। অন্যদিকে ভারতীয়দের ভিসা নিয়েও এদেশে কোনও রকম সমস্যা নেই।

পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে চিন্তা করলে এশিয়ার বিভিন্ন জায়গাকে হার মানাবে ইন্দোনেশিয়ার বিভিন্ন পর্যটন স্থান। ভ্রমণে যাওয়ার ১ বা ২ মাস আগে থেকে বিমানের টিকেট কাটলে সস্তায় পেয়ে যাবেন। ইন্দোনেশিয়ার গোজেক নামে নিজস্ব ট্যাক্সি পরিষেবা রয়েছে। এটি বুক করে খুব কম টাকায় বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। জনপ্রতি প্রায় ৪০,০০০ এর মধ্যে ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখা এবং সেখানকার রাতের জীবন উপভোগ করতে পারবেন।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার বালিতে হানিমুনে আসা দম্পতিদের কথা মাথায় রেখেই বেশিরভাগ পর্যটন স্থান সাজানো হয়েছে, তাইতো হানিমুন গন্তব্য হিসেবে বেশিরভাগ মানুষই এই দেশে যান। বালির উলুওয়াতু হল ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় স্থান। বালির বিখ্যাত পাডাং পাডাং বিচে শনিবার করে নাইট পার্টির আয়োজন করা হয়। এই পার্টি কিন্তু একদম মিস করবেন না। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মাউন্ট বাতুর, ক্যাঙ্গু বিচ, একাধিক মন্দির, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘর, চকোলেট কারখানা, বিভিন্ন কাপড় ও নানা রকম জিনিস ভরা বাজারে ঢুঁ দিতেও ভুলবেন না যেন। 

ভিয়েতনাম, Vietnam

বিদেশ ভ্রমণ করার সুযোগ পেলে ভিয়েতনাম যেতে পারেন। ভারতীয়দের অন্যতম পছন্দের জায়গা ভিয়েতনাম। এই দেশে ভারতীয় ১ টাকা ভিয়েতনামী ২৮৫ ডংয়ের সমান। ঘুরে দেখার জন্য ভিয়েতনামের স্থাপত্য, স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছর ধরেই বিভিন্ন দেশের মানুষ পাড়ি দেন এখানে। তাছাড়াও ভিয়েতনাম যাওয়ার বিমান খরচও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকে, সেই দেশে গিয়েও বাজটের মধ্যে বেশ কিছু থাকার জায়গা, হোটেল, খাবারের দোকান পেয়ে যাবেন। দক্ষিণপূর্ব এশিয়ার এক অলৌকিক সৌন্দর্যে পূর্ণ দ্বীপ অবস্থিত ভিয়েতনামে, যায় নাম হালং বে।

ভিয়েতনাম

এখানে গিয়ে ক্রুজে দুই রাত তিন দিন থাকা ও খাওয়া সহ জনপ্রতি ১৭,০০০- ২৫,০০০ টাকার মতো খরচ হবে। মূলত কয়দিন ক্রুজে থাকবেন ও কোথায় কোথায় ঘুরবেন তার উপর খরচ নির্ভর করে। এছাড়াও এই দেশের রাজধানী হ্যানয় হল সংস্কৃতি তথা ঐতিহ্যে সমৃদ্ধশালী একটি স্থান। ভিয়েতনামের সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই এই শহরে যেতে পারেন।

শ্রীলঙ্কা, Sri Lanka

প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ঘুরে দেখতে পারেন বেশ কম খরচে। ম্যাপ খুলে দেখলে শ্রীলঙ্কাকে একটি দ্বীপের মতই মনে হয়, এই দেশে যাওয়ার জন্য জলপথ বা বিমানপথ দুইভাবেই যাওয়া সম্ভব। এই দেশে গেলে পাবেন সবুজ পাহাড় আর সমুদ্রে ঘেরা গোটা দেশ। এছাড়াও রয়েছে ঐতিহাসিক স্থাপত্য। ভারতীয় ১ টাকা শ্রীলঙ্কান ৩.৭৫ রুপির সমান। আর ভারত থেকে শ্রীলঙ্কাগামী বিমানের ভাড়াও মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই আছে, তাই কম খরচে অন্য দেশ ঘুরে আসতে চাইলে শ্রীলঙ্কা চলে যান। 

শ্রীলঙ্কা

নেপাল, Nepal

ভারতের আরও এক প্রতিবেশী দেশ হল নেপালও, এই দেশেও কম খরচে ঘুরে আসা যায়। ভারতীয় ১ টাকা নেপালি ১.৬ রুপির সমান। যারা পাহাড় প্রেমী তাদের জন্য নেপাল ভ্রমণযোগ্য আদর্শ স্থান। পাহাড় প্রেমীদের একবার হলেও নেপাল ঘুরে আসা দরকার। এদেশে যাওয়ার জন্য ভারতীয়দের ভিসারও প্রয়োজন পড়ে না।

পরিচয়পত্রের সাহায্যেই এই দেশ ঘুরে আসতে পারেন। তাই ভিসার খরচও কম। তাছাড়া বিমানেও কম খরচেই নেপালের রাজধানী কাঠমাণ্ডু পৌঁছে যেতে পারেন। তাছাড়া ট্রেনে করে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকেও খুব সহজে গাড়ি ভাড়া করে নেপাল চলে যেতে পারেন।

নেপাল

এই দেশের বিভিন্ন শহর মন্দির ও ঐতিহাসিক সংস্কৃতিতে সমৃদ্ধ, তবে এখনকার বেশিরভাগ অংশেই তিব্বতীয় সংস্কৃতি লক্ষ্য করা যায়, পোশাক হোক কিংবা খাবার, এমনকি এই দেশের ঘরগুলো দেখলেও তিব্বতীয় সংস্কৃতির কথা অবশ্যই মনে আসবে। নেপালে জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে, রাজপ্রাসাদ ও রাজকীয় ক্ষেত্রেও বিভিন্ন স্থাপনা নির্মাণের পাশাপাশি শতবর্ষের পুরনো বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ মন্দির রয়েছে যেখানে নানা ধরনের উৎসব পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

জাপান, Japan

কম খরচে জাপানও হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ইতিহাস, প্রযুক্তি, সংস্কৃতিতে আগাগোড়া মোড়া জাপান। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও মন ভোলানোর মত। সাথে রয়েছে জাপানের বিভিন্ন খাবার। জাপানের টাকা মূল্যও ভারতের চেয়ে কম। ভারতীয় ১ টাকা জাপানি ১.৬ ইয়ানের সমান। তাই এই দেশে ঘুরতে গেলে তেমন বেশি টাকা খরচ করতে হবে না। 

জাপান

হাঙ্গেরি, Hungary

কম খরচে ঘুরে আসুন হাঙ্গেরি। এই দেশের সংস্কৃতিতে মিশে রয়েছে রোম, তুর্কির ইতিহাস। হাঙ্গেরির রাজধানী হল বুদাপেস্ট, এটি বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক শহরগুলোর মধ্যে অন্যতম। ভারতীয় ১ টাকা হাঙ্গেরিয়ান ৪.১ ফরিন্টের সমান। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে বেশ কম খরচে ঘুরে আসতে পারবেন এই দেশের বিভিন্ন পর্যটন স্থানগুলো।

হাঙ্গেরি

পরিশেষে, Conclusion 

কম খরচে ঘুরতে সকলেই পছন্দ করে। ভ্রমণ পিপাসুদের কাছে কম খরচে ভালো স্থানে ঘুরতে পারা যেন এক বড় পাওনা। এর কারণ হল যারা ঘুরতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কোনো জায়গা ঘুরতে গিয়ে যদি বেশি খরচ হয়ে যায় তাহলে পরের বার ঘুরতে যাওয়ার জন্য টাকা সঞ্চয় করতে বেশি সময় লেগে যাবে, ফলে কোথাও ভ্রমণ করার ক্ষেত্রে অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে। তাই কম খরচে বিদেশ ঘুরতে পারার কথা ভাবলেও আনন্দ হয়। আশা করি উপরে উল্লেখিত স্থানগুলোতে ভ্রমণের পরিকল্পনা করলে আপনাদের খুব বেশি টাকা খরচ হবে না।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts