বাঙালির কাছে পুরী মানেই এক নস্টালজিক টান। হাতে তিন দিনের ছুটি পেলেই মন ছুটে যায় ওড়িশার এই পবিত্র তীর্থক্ষেত্রে। সমুদ্রের ধারে বসে নীল জলের ফেনিল ঢেউ দেখা, জগন্নাথ দেবের দর্শন— সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু পুরীর সমুদ্রের দিকে তাকিয়ে কি কখনো ভেবে দেখেছেন, এই ঢেউ পেরিয়ে ঠিক উল্টো দিকে কোন দেশ বা মহাদেশ?
বঙ্গোপসাগরের ওপারে কী আছে?
পুরী শহরটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এই বঙ্গোপসাগর গিয়ে মিশেছে সুবিশাল ভারত মহাসাগরে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই বিশাল জলরাশির ওপারে কি কোনো ডাঙা নেই? গুগল ম্যাপ খুললেই এই উত্তরটা সহজে পেয়ে যাবেন, কিন্তু অনেকের কাছেই আজও এই তথ্যটা বেশ চমকপ্রদ।
পুরীর ঠিক উল্টো দিকে আন্টার্কটিকা!
বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্যি। পুরীর সমুদ্রের অর্থাৎ বঙ্গোপসাগরের ঠিক উল্টো দিকে রয়েছে বরফে মোড়া আন্টার্কটিকা মহাদেশ! ভাবুন তো, একদিকে জগন্নাথ দেবের মন্দির আর অন্যদিকে পেঙ্গুইনদের রাজ্য! যদিও এই দুইয়ের মাঝে দূরত্ব নেহাতই কম নয়, হাজার হাজার কিলোমিটারের এই বিশাল জলরাশিই তাদের একমাত্র সংযোগ। এই তথ্য জানার পর পুরীর সমুদ্রের দিকে তাকিয়ে আপনার অনুভূতি নিশ্চয়ই একটু ভিন্ন হবে!