বিমান যাত্রা এখন আর একেবারে বিরল ঘটনা নয়, বিশেষ করে ভারতের মতো বৃহৎ দেশে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে বিমানের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। কিন্তু, জানেন কি ভারতেই এমন একটি রাজ্য রয়েছে, যেখানে মোট ৫টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? অবাক হবেন শুনে, সেই রাজ্যটি হল উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশে সম্প্রতি একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর শুরু হয়েছে, যা রাজ্যের বিমান পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। জেওয়ার, নয়ডার কাছে সম্প্রতি চালু হওয়া নয়ডা আন্তর্জাতিক এয়ারপোর্ট এখন রাজ্যটির পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম।

এর আগে উত্তরপ্রদেশে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। সেগুলি হল লখনউ এবং বারাণসী। তবে, ২০১২ সালের পর রাজ্যের বিমানবন্দর ব্যবস্থার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসে। ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুশীনগরে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন। এরপর, ২০২৩ সালে অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দরও চালু হয়।
আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হল, জেওয়ার (নয়ডা) আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি তৈরি হয়েছে প্রায় ১৩৩৪ হেক্টর জমিতে এবং এতে ১২ মিলিয়ন যাত্রীর যাতায়াত ব্যবস্থা রয়েছে। এই বিমানবন্দর থেকে বছরে প্রায় ১ লাখ বিমান ওঠানামা করতে পারবে এবং ২ লক্ষ ৫০ হাজার টন কার্গো পরিবহন করা সম্ভব হবে।
এভাবে, উত্তরপ্রদেশের বিমানবন্দর ব্যবস্থার বিস্তার বাংলাদেশের মতো বৃহৎ প্রতিবেশী দেশকে ছাড়িয়ে আন্তর্জাতিক মানের যোগাযোগের কেন্দ্র হয়ে উঠেছে। উল্লিখিত বিমানবন্দরগুলি শুধু আন্তর্জাতিক যাত্রীদের সুবিধা দিতে সক্ষম হবে না, বরং এটি অর্থনৈতিকভাবে রাজ্যটিকে আরও শক্তিশালী করবে।

এছাড়া, নতুন বিমানবন্দরগুলির মাধ্যমে উত্তরপ্রদেশের বিভিন্ন শহর যেমন লখনউ, বারাণসী, কুশীনগর, অযোধ্যা ও নয়ডার সাথে ভারতের বিভিন্ন অঞ্চলের সংযোগ সহজ হবে এবং আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে।
উত্তরপ্রদেশে ৫টি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়া ভারতীয় বিমান পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।