টলিউড সেলিব্রিটিরা কিভাবে নিজেদের পরিবেশন করলেন আম্বানির গ্র‍্যান্ড রিসেপশনে?? দেখে নিন ঝলক

আম্বানির বিয়ে

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

গত 12 জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়েতে বলিউড থেকে হলিউড, ক্রিকেট জগত থেকে রাজনীতির বহু প্রভাবশালী ব্যক্তিত্বদের দেখা পাওয়া গেছে। রবিবার অনন্ত-রাধিকার রিসেপশনে টলিউডের একাধিক সেলিব্রিটি আমন্ত্রিত ছিলেন।


টলিউড সেলিব্রেটি
Pin it

এদিন অনন্ত-রাধিকার রিসেপশনে উপস্থিত ছিলেন রুক্মিণী মৈত্র, সুস্মিতা চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, শাশ্বত চট্টোপাধ্যায়, রিয়া সেন ও রাইমা সেন প্রমুখ।

সিম্পল মেকআপ, হালকা জুয়েলারিতে সেজেছিলেন রুক্মিণী মৈত্র। তিনি একটি
সোনালি রঙের শাড়ি পরেছিলেন, তার শাড়িতে পাতার নকশা করা আঁচল নজর কেড়েছে সকলের। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় সোনালি রঙের লেহেঙ্গা এবং তার সঙ্গে মানানসই গয়না পরেছিলেন৷

এদিন কালচে নীল রঙের শেরওয়ানিতে দুর্দান্ত লাগছিল অভিনেতা যশ দাশগুপ্তকে, বসিরহাটের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান জমকালো ডিজাইনের সোনালি রঙের লেহেঙ্গা পরেছিলেন। পাপারাৎজিদের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় তাদের।

রাইমা সেন
Pin it

অন্যদিকে রাইমা সেন মায়ের তাঁত বেনারসি পরে গেছিলেন রয়্যাল রিসেপশনে। রাইমা সেন এর সঙ্গে তার বোন ও ভগ্নিপতিও উপস্থিত ছিলেন। অনন্ত-রাধিকার রিসেপশনে বাঙালি বেশে দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে।

রিপোর্ট অনুযায়ী কলকাতা থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণি গঙ্গোপাধ্যায়ও রিসেপশনে যাওয়ার নিমন্ত্রণ পেয়েছিলেন তবে তারা এই মুহূর্তে বিদেশে থাকায় আম্বানির গ্র‍্যান্ড রিসেপশনে যেতে পারেন নি। অন্যদিকে পরিবারের এক সদস্য হঠাৎ অসুস্থ হওয়ায় রিসেপশনে যেতে পারেন নি অভিনেতা টোটা রায়চৌধুরী।

রুক্মিণী মৈত্র
Pin it

রবিবার রিসেপশনের পর সোমবার আম্বানি পরিবারের অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবে মিডিয়া এবং পাপারাৎজিরা।

রিসেপশনের অনুষ্ঠানে নীতা আম্বানি পাপারাৎজিদের ধন্যবাদ জানিয়ে বলেন – “ বিয়ে বাড়িতে কোন ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন, আপনারা সবাই আমন্ত্রণ পেয়ে গেছেন নিশ্চয়ই। কাল আপনারা আমাদের অতিথি হয়ে আসবেন৷ আম্বানি পরিবার আপনাদের সেবা করবে।”

Recent Posts