চুলের যত্ন নিন – ব্যবহার করুন ঘরোয়া হেয়ার প্যাক

চুলের যত্ন নিন

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

আজকাল চুল ভালো রাখার জন্য অনেক ধরনের হেয়ার ট্রিটমেন্ট থাকলেও অনেকেই সেসব করাতে পছন্দ করেন না কারণ সেগুলোর বেশ কিছু সাইড এফেক্ট থাকে। এক্ষেত্রে অনেকে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পছন্দ করেন৷ তাই এই পোস্টে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি কার্যকরী হেয়ার প্যাক সম্পর্কে জানানো হল, যেগুলো আপনাদের চুলের গোড়া মজবুত করবে, চুল সজীব রাখবে।


ডিমের হেয়ার প্যাক

এই হেয়ার প্যাক বানানোর জন্য ডিম, কলা এবং নারকেল তেল লাগবে।

প্রথমে একটি কলা ম্যাশ করে তার মধ্যে একটি ডিম এবং এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।

তারপর এই হেয়ার প্যাক স্ক্যাল্প এবং চুলে ভালো ভাবে লাগিয়ে  30 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে।

ডিমে প্রচুর পরিমানে মিনারেল, প্রোটিন ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা চুলের গোড়া মজবুত করে। নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলকে মসৃণ করে তোলে৷

ডিমের হেয়ার প্যাক
Pin it

হেনার হেয়ার প্যাক

এই হেয়ার প্যাক বানানোর জন্য হেনা, মধু এবং টক দই লাগবে।

প্রথমে একটি পাত্রে পরিমাণ অনুযায়ী হেনা পাউডার ঢেলে নিতে হবে। তারপর তার মধ্যে টক দই এবং মধু মিশিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এই হেয়ার মাস্কটি ভালো করে চুলে লাগিয়ে অন্তত 20 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে কমপক্ষে একদিন এই হেয়ার প্যাক লাগালে আপনার চুলের জেল্লা কয়েকগুণ বেড়ে যাবে।

হেনার হেয়ার প্যাক
Pin it

অ্যালোভেরার হেয়ার প্যাক

এই হেয়ার প্যাক বানানোর জন্য  ডিমের সাদা অংশ , অ্যালোভেরা জেল, নারকেল তেল এবং মধু লাগবে।

অ্যালোভেরার হেয়ার প্যাক
Pin it

প্রথমে ডিমের সাদা অংশ আলাদা করে একটি পাত্রে রাখতে হবে। তারপর তার মধ্যে 4 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ মধু ও 4 চামচ নারকেল তেল মিশিয়ে ভিজে চুলে ভালো ভাবে লাগিয়ে নিতে হবে। তারপর 20 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। অ্যালোভেরা চুলের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।

Recent Posts