শুধু এক মাসই মেলে! গরমে এই ‘সুপারফল’ খেলেই ত্বকে আসবে জেল্লা, মন থাকবে ফুরফুরে!

আলুবোখারা

গরম পড়তেই শরীর ক্লান্ত, ত্বকে মলিন ভাব, আর মেজাজ? একেবারে তেতো! কিন্তু গ্রীষ্মের এই একটিমাত্র ছোট্ট ফলই এনে দিতে পারে জীবনের জোয়ার! হ্যাঁ, কথা হচ্ছে টক-মিষ্টি, জলের মতো হাইড্রেটিং, আর পুষ্টিগুণে ভরপুর আলুবোখারা নিয়ে।
শুনে অবাক হচ্ছেন? তাহলে জেনে নিন—এই ফল কেবল স্বাদের জন্য নয়, বরং একে বলা হচ্ছে এই গ্রীষ্মের ‘সুপারফল’!

কেন আলুবোখারা গরমকালে স্বাস্থ্যের সেরা বন্ধু?

সুপারফল
  • ৯০% জল — শরীর হাইড্রেটেড রাখতে দুর্দান্ত
  • আয়রন ভরপুর — রক্তশূন্যতায় ভুগছেন? আলুবোখারা খেলেই মিলবে উপকার
  • অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনস — ত্বক চকচকে, বয়স লুকিয়ে রাখে
  • মিনারেলস — শরীরের ইমিউনিটি বাড়ায়, হজমক্ষমতা উন্নত করে

ত্বক থেকে মন—সবকিছুই সুন্দর রাখে এই টক-মিষ্টি ফল

চিকিৎসকদের মতে, এই একটি ফলই আপনার ত্বককে করে তুলতে পারে দীপ্তিময়!

  • ব্রণ, র‍্যাশ বা রোদের পোড়া ভাব কমাতে সাহায্য করে
  • মন মেজাজ থাকে ফুরফুরে
  • মানসিক চাপ কমায়, স্নায়ুকে রাখে ঠান্ডা
  • ত্বকে আসে এক প্রাকৃতিক জেল্লা

গর্ভবতী মহিলাদের জন্য আশীর্বাদ

আলুবোখারায় থাকা আয়রন রক্তাল্পতা দূর করতে দারুণ কার্যকরী। আয়ুষ বিশেষজ্ঞদের মতে, এটি মহিলাদের হরমোন ব্যালান্স রাখতেও সাহায্য করে।

কিন্তু সতর্কতা? একটাই!

টক-মিষ্টি ফল

এই সুপারফল শুধু এক মাসের জন্যই পাওয়া যায় বাজারে! তাই এই সময়টার মধ্যেই খেতে হবে—নইলে বাকি বছরের জন্য হাত ছাড়া!

কীভাবে খাবেন?

  • কাঁচা খেতে পারেন একেবারে ফ্রেশ
  • জুস বা স্মুদি করে খাওয়াও দারুণ উপকারী
  • সালাডে যোগ করলেও মেলে পুষ্টিগুণ

এই গরমে যদি একটিমাত্র ফলের উপর ভরসা রাখেন, তবে সেটা হোক আলুবোখারা। স্বাদে টক-মিষ্টি, আর কাজে একেবারে অলরাউন্ডার।
আপনিও যদি এই ফলের ফ্যান হন, তাহলে আর দেরি কেন?
শেয়ার করুন এই খবর, আর সবাইকে জানান—গরমে ত্বক আর মেজাজের গোপন রহস্য লুকিয়ে আছে এক মুঠো আলুবোখারায়!

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts