কঠিন সময়ে সাহসী পদক্ষেপ অভিনেত্রীর! কুর্নিশ সহকর্মীদের


কঠিন সময়ে ভয় না পেয়ে কীভাবে হাসি মুখে লড়াই কর‍তে হয় সেটা আরও একবার দেখিয়ে দিলেন করে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার পর অভিনেত্রী তার প্রথম কেমোথেরাপি সেশনের কিছু ঝলক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

এবার তিনি নিজের হাতে কেটে ফেললেন শখের চুল।ভিডিওতে দেখা গেছে প্রথমে হিনার হেয়ার স্টাইলিশ তার চুলে বিনুনি বেঁধে দেন, পাশে উপস্থিত তার মায়ের কান্না শুনে হিনা তাকে বোঝান এবং বলেন – “চুল কাটলে আবার চুল উঠবে, এতে কান্নাকাটি করার কিছু নেই। কাঁদলে তোমার শরীর খারাপ করবে…”

তারপর হিনাকে একটি কাঁচি দেওয়া হয়, তিনি নিজের চুলের সামনের অংশ কেটে ফেলেন। তারপর তার হেয়ার স্টাইলিস্ট হেয়ার কাট করে নতুন লুক দেন হিনাকে অসম্ভব মনের জোর থাকলে তবেই কিন্তু এভাবে হাসিমুখে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব!

ভিডিওটি শেয়ার করে হিনা লিখেছেন – “ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাবেন…উনি এমন কিছু দেখার জন্য তৈরি হচ্ছেন, যেটা উনি স্বপ্নেও কল্পনা করেননি।”

তিনি আরও লিখেছেন – “বেশিরভাগ মানুষের কাছেই চুল হল মুকুট, কিন্তু যারা এই লড়াইটা লড়ছেন, তাদের অনিচ্ছা সত্ত্বেও এই মুকুট হারাতে হয়। কঠিন যুদ্ধে জয়ী হওয়ার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। চুল আবার ফিরে আসবে, ভ্রু আবার ফিরে আসবে, দাগ মলিন হয়ে যাবে,কিন্তু মনের জোর যেন বজায় থাকে।”

অভিনেত্রী দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি এই যুদ্ধে জয়ী হবেন। সবশেষে তিনি তার ভক্তদেরকে তার জন্য প্রার্থনা করতে বলেছেন।তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার আগেই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন। ভিডিওটি দেখে চোখে জল নেটিজেনদের। তবে তার মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন তার সহকর্মীরা।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...