সাবধান, বাড়িতে পোষ্য থাকলে বিপদজনক হতে পারে এই তিনটি গাছ!

পোষ্য

গাছপালা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশকে সুরক্ষিত রাখে। অনেকেই বাড়ির ভেতরে গাছপালা লাগাতে ভালোবাসে। তবে আপনারা কি জানেন এমন অনেক গাছ রয়েছে যেগুলো বাড়ির ভেতরে রাখলে  পোষ্যদের জন্য বিপদজনক প্রমাণিত হতে পারে।

আবার এমন কিছু গাছও রয়েছে যেগুলো পোষ্যদের কোন ক্ষতি করে না। আপনার বাড়িতেও যদি বিড়াল বা কুকুর থাকে তাহলে কোন গাছ লাগানো উচিত আর কোনটা উচিত না চলুন জেনে নেওয়া যাক।

1.Aloe vera

অ্যালোভেরা গাছ আমাদের পক্ষে অত্যন্ত উপকারী হলেও এটি কিন্তু পোষা প্রাণীদের জন্য বেশ ক্ষতিকারক৷ এই গাছের মধ্যে স্যাপোনিন, গ্লাইকোসাইড সহ এমন অনেক উপাদান রয়েছে যার কারণে পোষ্যদের বমি, ডায়রিয়া এবং ইউরিন সংক্রান্ত সমস্যা হতে পারে।

2 Begonia

এই গাছটি দেখতে ভীষণ সুন্দর হলেও এটি প্রচুর পরিমাণে Oxalate উৎপন্ন করে। এই গাছের সবথেকে বিষাক্ত অংশ হল এর মূল।

আপনার পোষ্য যদি এই গাছের মূলে কামড় দেয় তাহলে তার মুখে জ্বালা হতে পারে। এই গাছের পাতা এবং ফুলও পোষা প্রাণীদের জন্য ক্ষতিকারক। তাই আপনার বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে  এই গাছ লাগাবেন না।

3.Peace Lily

Peace Lily

এই গাছের ফুলের সৌন্দর্য্য আপনার মন ভরিয়ে রাখলেও এই গাছটি আপনার বাড়ির পোষ্যর জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর গন্ধে বিড়ালের বমি, ডায়রিয়া এবং হজম সংক্রান্ত নানান সমস্যা হয়ে থাকে।

এই গাছটি কুকুরদের জন্যও মারাত্মক ক্ষতিকারক। এই গাছের কারণে কুকুরের মুখে এবং পেটে জ্বালা হয়।

এই গাছগুলো পোষ্যদের জন্য সুরক্ষিত :

1.Areca Palm Plant

এই গাছটি বিড়াল, কুকুর এবং অন্যান্য ঘরোয়া পোষ্যদের জন্য একটি নিরাপদ গাছ। এই গাছটি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার পাশাপাশি বাতাস পরিশুদ্ধ রাখে।

2.spider plant

এই গাছটিও পোষ্যদের জন্য সুরক্ষিত। এই গাছটি আপনার ঘরের বাতাস বিশুদ্ধ রাখার পাশাপাশি ঘরের কিংবা বারান্দার চেহারাটাই বদলে ফেলতে পারে।
সাধারণত হ্যাঙ্গিং টবে এই গাছগুলো ঝুলিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে।

3.Money Plant

মানি প্ল্যান্ট

এই গাছটি কম আলোতেও সুন্দর বেড়ে ওঠে এবং ঘরের বাতাস বিশুদ্ধ রাখে। আপনার ঘরের পোষ্য যদি এই গাছের পাতা খেয়েও ফেলে তাতেও কোন সমস্যা হবে না। এই গাছটি জল এবং মাটি উভয়ের মধ্যে বসানো যায়।

Recent Posts