ঘরের সৌন্দর্য বাড়াতে মেনে চলুন ঘর সাজানোর বিশেষ টিপস

ঘরের সৌন্দর্য বাড়াতে মেনে চলুন ঘর সাজানোর বিশেষ টিপস

ঘর হল আমাদের শান্তির জায়গা৷ সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরের শৌখিনতা সহজেই আমাদের ক্লান্তি দূর করে দেয়৷ ঘর সাজানো থাকলে মনও ভালো থাকে। ঘর সাজানোর জন্য সবসময় কিন্তু ব্যয়বহুল জিনিসের প্রয়োজন হয় না। অনেক সময় ছোট ছোট জিনিস দিয়েও ঘরের লুক চেঞ্জ করে ফেলা যায় এবং ঘরের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তোলা যায়।

ওয়াল স্টিকার

বর্তমান সময়ে ঘর সাজানোর জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওয়াল স্টিকার। আপনার ঘরের ফাকা দেওয়ালে একটি সুন্দর ওয়াল স্টিকার আটকে দিন৷ সামনে কিছুটা জায়গা থাকলে ছোট টেবিল এবং টুল রাখুন। টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিন। পুরো লুকটাই পালটে যাবে।

ওয়াল স্টিকার

ঘরে সাজিয়ে রাখুন ইনডোর প্ল্যান্ট 

হোয়াইট লিলি হোক কিংবা পাতাবাহার, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আপনার ঘরের সৌন্দর্যকে কয় গুণ বাড়িয়ে তুলবে পাশাপাশি গাছের সতেজতা আপনার মনে একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে। আপনার ঘর অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।

শোপিস

ডাইনিং টেবিল হোক কিংবা টিভি ইউনিট অথবা সেন্টার টেবিল, এইসব জায়গাগুলোতে সুন্দর সুন্দর শো পিস সাজিয়ে রাখার চেষ্টা করুন।

শোপিস

বুক সেল্ফ

এখন অনলাইনে অনেক ছোট ছোট ওয়াল র‍্যাক পাওয়া যায়। সেগুলোর মধ্যে আপনার ঘরে ছড়িয়ে থাকা বইগুলো সাজিয়ে রাখুন। এতে আপনার ঘর তো সুন্দর হবেই পাশাপাশি প্রয়োজনীয় বইগুলো খুব সহজেই খুঁজে পাবেন।

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন

সাধারণত সব বাড়িতেই এমন অনেক জিনিস থাকে যেগুলো কোন কাজে লাগে না৷ এই ধরনের জিনিসগুলো যদি নতুন ভাবে ব্যবহার করা সম্ভব না হয় তাহলে সেগুলো বাক্সবন্দি করে এমন জায়গায় রাখুন যেখানে সচরাচর কারোর নজর পড়বে না।

পেইন্টিং

পেইন্টিং

ঘরের দেওয়ালে বিভিন্ন পেইন্টিং টানিয়ে রাখতে পারেন। শৈল্পিক ছোঁয়া আপনার ঘরকে এস্থেটিক লুক দেবে৷

Recent Posts

link to শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) ছিলেন একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও...