‘মশা’ কারোর কাছে অত্যন্ত বিরক্তিকর পতঙ্গ, আবার কারোর কাছে মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসা আতঙ্কের নাম। হ্যাঁ, মশা বাহিত মারাত্মক রোগ সংক্রমণের কারণে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়। আমরা অনেকেই মশা তাড়ানোর জন্য স্প্রে কিংবা কয়েল ইত্যাদির সাহায্য নিয়ে থাকি। তবে আমাদের আশেপাশে এমন অনেক জিনিস রয়েছে যেগুলোর সাহায্যে প্রাকৃতিক উপায়ে মশার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন সেগুলো কি জেনে নেওয়া যাক –
নিমের তেল –
মশা তাড়ানোয় নিমের তেল বেশ কার্যকরী।মশার কাছে নিমের তেল যেন যম! পাশাপাশি নিমের তেল ত্বকের জন্য উপকারী। তাই নিমের তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে পারেন। এর ফলে মশাও আপনার কাছে যাবে না আর আপনার ত্বকও ভালো থাকবে। যেহেতু এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই বাচ্চাদের হাতে পায়ে অল্প পরিমাণে এই তেল লাগিয়ে দিলে মশা কামড়াবে না৷
লেবু ও লবঙ্গ –
আমাদের প্রত্যেকের রান্নাঘরেই লেবু এবং লবঙ্গ থাকে। আর এই দুটি জিনিসের সাহায্যে খুব সহজেই ঘরকে মশা মুক্ত রাখা সম্ভব। এর জন্য একটি লেবুকে দু টুকরো করে কেটে তার মধ্যে লবঙ্গ গেঁথে দিতে হবে। তারপর সেই লেবুর টুকরো ঘরের বিভিন্ন কোণায় রেখে দেখুন, মশার উপদ্রব অনেক কমে যাবে।
কর্পূর –
মশা তাড়ানোর আরেকটি সহজ উপায় হল কর্পূরের ব্যবহার। ঘরের মধ্যে কর্পূর জ্বালিয়ে রেখে 15-20 মিনিট দরজা জানলা বন্ধ করে রাখুন অথবা একটি জল ভর্তি ছোট বাটির মধ্যে কর্পূর ট্যাবলেট রেখে সেটা ঘরের কোণায় রেখে দিন।
রসুন –
রসুনের তীব্র গন্ধ মশা মুক্ত পরিবেশ তৈরি করে। রসুনের কোয়া থেঁতো করে জলের মধ্যে সিদ্ধ করে সেই জলটা একটা স্প্রে বোতলে ভরে ঘরের কোণায় বা যেসব জায়গায় মশার উৎপাত বেশি সেখানে স্প্রে করে দিতে হবে।
চা-পাতা –
চা বানানোর পর চা-পাতা ফেলে দেবেন না। সেটা রোদে শুকিয়ে পোড়ান। এর ফলে যেই ধোঁয়া নির্গত হবে সেটা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।