বর্ষাকালে ঘুরতে যাচ্ছেন???অবশ্যই সাথে রাখুন এগুলি।

বর্ষায় ঘুরতে গেলে

বর্ষাকালে যেহেতু গরমের অসহ্যকর পরিবেশের থেকে রেহাই পাওয়া যায় তাই অনেকেই বর্ষায় ছোটখাটো ছুটি পেলেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। বর্ষাকাল মানেই হঠাৎ – হঠাৎ বৃষ্টি। তাই কোথাও যাওয়ার আগে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয়। এই সময় প্রকৃতির রূপে মুগ্ধ মোহিত হওয়ার জন্য সুস্থ থাকতে হবে এবং সেইজন্য লাগেজে বিশেষ কিছু জিনিস অবশ্যই রাখতে হবে।

ওয়াটারপ্রুফ ব্যাগ –

ওয়াটারপ্রুফ ব্যাগ

আমাদের ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, টাকা এবং ID প্রুফ থাকে। বৃষ্টির কারণে সেগুলো ভিজে গেলে সমস্যায় পড়তে হতে পারে। তাই বর্ষাকালে যখনই দূরে কোথাও ঘুরতে যাবেন তখন অবশ্যই ওয়াটারপ্রুফ ব্যাগ সঙ্গে রাখবেন।

রেইনকোট এবং ছাতা –

বর্ষাকালে যখনই কোথাও ঘুরতে যাবেন তখন স্যুটকেসে আর কিছু থাকুক না থাকুক একটা রেইনকোট এবং ছাতা অবশ্যই রাখবেন। বর্ষাকালে যখন তখন বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজলে জ্বর হওয়ার সম্ভাবনা থাকবে। অল্প বৃষ্টিতে ছাতা দিয়ে কাজ চলে গেলেও ভারী বৃষ্টিতে রেইনকোট আপনাকে বৃষ্টির হাত থেকে সুস্থ রাখবে।

রেইনকোট এবং ছাতা

ওয়াটারপ্রুফ জুতো-

বর্ষাকালে প্রায়শই রাস্তায় জল জমে থাকে, যার ফলে জুতো ভিজে যায় এবং নানা ধরনের ব্যাকটেরিয়া আমাদের পায়ের উপর আক্রমণ করে। বৃষ্টির জলে জুতো অনেক সময় ছিড়ে যায়, আবার কখনো জুতোর সোল খুলে যায়। তাই বর্ষাকালে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সঙ্গে অতিরিক্ত এক জোড়া ওয়াটারপ্রুফ জুতো রাখবেন।

টর্চ –

বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে কিংবা ঝড় হলেই কারেন্ট চলে যায়। তাই বর্ষাকালে যখনই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন অবশ্যই টর্চ সঙ্গে রাখবেন।

শুকনো খাবার –

শুকনো খাবার

বর্ষাকালে ভ্রমণের পরিকল্পনা করলে শুকনো খাবার এবং পর্যাপ্ত জল অবশ্যই সাথে রাখবেন৷

পাওয়ার ব্যাংক –

বর্ষাকালে ঘন ঘন কারেন্ট চলে যাওয়ার সমস্যা আপনাকে বিপদে ফেলতে পারে। হয়তো জরুরী কোন ফোন কল করতে যাবেন সেই সময় দেখলেন ফোনের ব্যাটারি শেষ। তাই এই ধরনের পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাওয়ার ব্যাংক সঙ্গে রাখবেন।

Recent Posts