মশার হাত থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার পরামর্শ দিন!

Mosquito

দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু এবং Zika ভাইরাসের দৌরাত্ম ক্রমশ বেড়েই চলেছে। এখন থেকে সতর্কতা অবলম্বন না করলে ডেঙ্গি,ম্যালেরিয়া এবং মশা বাহিত রোগের প্রকোপে প্রাণ হারাতে পারে বহু মানুষ। ডেঙ্গির হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এবং মশার বংশবৃদ্ধি প্রতিরোধ করতে নিম্নলিখিত কাজগুলি অবশ্যই করতে হবে৷

1. মশার স্প্রে কিংবা ইলেকট্রিক র‍্যাকেট ব্যবহার করতে হবে

ইলেকট্রিক র‍্যাকেট ব্যবহার

ঘরে মশার উৎপাত শুরু হলে মশার ধূপ, মশার স্প্রে অথবা কয়েল ব্যবহার কর‍তে হবে৷ আপনি চাইলে মশা মারার ইলেকট্রিক র‍্যাকেটও ব্যবহার কর‍তে পারেন। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের থেকে এই র‍্যাকেট সরিয়ে রাখাই ভালো।

2. জলযুক্ত জায়গা পরিষ্কার রাখতে হবে

যেসব জায়গায় জল জমে থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে কারণ জমা জলে মশা ডিম পাড়ে। জলের ট্যাঙ্কি, ড্রাম, বালতিতে দীর্ঘদিন ধরে জল জমিয়ে রাখা যাবে না।

জমা জলে মশা ডিম পাড়ে

বাগানে কিংবা ঘরে থাকা গাছে ভালোভাবে জল স্প্রে করতে হবে কারণ এইসব জায়গায় মশারা লুকিয়ে থাকে। এছাড়াও ফুলদানির জল নিয়মিত পরিষ্কার করতে হবে।

3. বিকেল হলেই জানলা বন্ধ করে দিতে হবে

সাধারণত ডেঙ্গির মশা অন্ধকার এবং ছোট জায়গায় বংশবিস্তার করে। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত জানলা খোলা রাখলেও সন্ধ্যা হওয়ার আগেই জানলা বন্ধ করে দিতে হবে।

4. মশারি টানিয়ে ঘুমাতে হবে

ঘুমানোর সময় মশারি টানাতে যতই বিরক্ত লাগুক না কেন সুস্থ থাকার জন্য এবং মশার হাত থেকে বাঁচার জন্য মশারি টানিয়ে ঘুমাতে হবে।

5. জানলায় নেট এর ব্যবহার

জানলায় নেট এর ব্যবহার

মশার উপদ্রবে ঘরের জানলা একেবারে বন্ধ রাখলে অনেক সময় ঘরে বাতাস চলাচল ব্যাহত হয়। সেক্ষেত্রে আপনি জানলায় নেট ব্যবহার করতে পারেন। তাহলে প্রয়োজন হলে যখন তখন নির্ভয়ে জানালা খোলা রাখা যাবে।নেট এর কারণে মশা ভেতরে ঢুকতে পারবে না।

6. ঘরকে মশা মুক্ত রাখতে নিম্নলিখিত গাছগুলি লাগান

ঘরে তুলসী, গাঁদা, লেমনগ্রাস, পুদিনা ইত্যাদি গাছ লাগালে মশার উপদ্রব কম হবে। আপনারা জানলায় অথবা বারান্দায় এইসব গাছ রাখতে পারেন।

Recent Posts