বাড়িতে পিঁপড়ের জ্বালায় অতিষ্ঠ? রইল পিঁপড়ে তাড়ানোর আসান টেকনিক

বাড়িতে পিঁপড়ের জ্বালায় অতিষ্ঠ? রইল পিঁপড়ে তাড়ানোর আসান টেকনিক

ঘরে মিষ্টি থাকলেই কি পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়? বিস্কিটের কৌটোয় পিঁপড়ের অবাঞ্ছিত প্রবেশে বিরক্ত হয়ে যান? জল ছিটিয়েও পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পাচ্ছেন না?তাহলে আজকের এই পোস্টটা আপনার জন্য। এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যার সাহায্যে খুব সহজেই কিন্তু পিঁপড়ে তাড়ানো সম্ভব। জেনে নিন উপায় –

পিঁপড়ে

ভিনিগার

জল এবং ভিনিগার সমান পরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিতে হবে। খুব সহজেই দূর হবে পিঁপড়ে।

লবণ

গরম জলের মধ্যে কয়েক চামচ লবণ দিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন৷ তারপর ঘরের যেসব জায়গায় পিঁপড়ের আনাগোনা বেশি সেখানে ওই মিশ্রণটি স্প্রে করুন। নিমেষের মধ্যে পিঁপড়ে দূর হয়ে যাবে।

গরম জলের মধ্যে কয়েক চামচ লবণ দিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন৷ তারপর ঘরের যেসব জায়গায় পিঁপড়ের আনাগোনা বেশি সেখানে ওই মিশ্রণটি স্প্রে করুন। নিমেষের মধ্যে পিঁপড়ে দূর হয়ে যাবে।

লবঙ্গ ও দারচিনি

বইয়ের তাকে পিঁপড়ের উপদ্রব কমাতে একটি কাপড়ের মধ্যে কয়েকটা লবঙ্গ এবং দারচিনি রেখে কাপড়টা মুড়ে বইয়ের তাকে রেখে দিন। কয়েকদিনের মধ্যেই চমৎকার দেখতে পাবেন।
এছাড়াও বিস্কিটের কৌটোয় বা চিনির ডাব্বাতে প্রায়শই পিঁপড়েরা ভিড় জমায়। এগুলোর মধ্যেও যদি কয়েকটা লবঙ্গ রেখে দেন তাহলে পিঁপড়ের আনাগোনা একেবারে কমে যাবে।

কর্পূর

পুরনো বাড়ির অনেক জায়গাতেই ছোট খাটো গর্ত থাকে। এইসব গর্তে পিঁপড়ের উৎপাত বেশি হয়। সম্ভব হলে গর্ত বন্ধ করে দিন নয়তো তার মধ্যে কর্পূর ফেলে দিন। এতে পিঁপড়ের উৎপাত কমে যাবে।

তেজপাতা –

পিঁপড়েরা তেজপাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ঘরের যেসব জায়গায় পিঁপড়ের আনাগোনা বেশি সেখানে তেজপাতা গুঁড়ো ছড়িয়ে দিন। দেখবেন সব পিঁপড়ে নিমেষে উধাও হয়ে যাবে৷

শসার খোসা

ঘরের বিভিন্ন কোণায় শসার খোসা ছোট ছোট করে কেটে রেখে দিন। দেখবেন ঘরে পিঁপড়ে থাকবে না৷

ঘর পরিষ্কার রাখতে হবে

পিঁপড়েকে ঘর থেকে তাড়াতে হলে অবশ্যই প্রতিদিন কীটনাশক লিকুইড দিয়ে ঘর পরিষ্কার করতে হবে। খাবার পর অবশিষ্টাংশ ডাস্টবিনে ফেলতে হবে এবং বাসন সাথে সাথে ধুয়ে রাখতে হবে। ঘর যত পরিষ্কার থাকবে পিঁপড়ে কিংবা পোকামাকড়ের আনাগোনা তত কমবে৷

Recent Posts