বর্ষা মানে যেমন খিচুড়ি আর ইলিশমাছ ভাজা, বর্ষা মানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভোগান্তিও বটে! বর্ষাকালে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য মনে যেমন এক অদ্ভুত প্রশান্তি আনে, ঠিক তেমনই মেঘের গর্জন শুনে ভিজে জামাকাপড় শুকোনোর চিন্তা মাথায় ঘোরাঘুরি করে।
বর্ষাকালে আমরা অনেকেই জামাকাপড় ঠিক মতো না শুকিয়ে ইস্ত্রি করে রাখিযার ফলে জামাকাপড়ে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় পোশাক স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এবং জামাকাপড় থেকে দুর্গন্ধ বেরোয়।
তবে এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্যে সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন সেই উপায়…
আলমারিতে রাখুন সিলিকা জেল
বর্ষাকালে আলমারিতে জামাকাপড়ের মাঝে সিলিকা জেলের পাউচ রেখে দেবেন। এর ফলে পোশাকে ফাঙ্গাস ধরার সম্ভাবনা কম থাকবে। যদি কোন জামাকাপড়ে ফাঙ্গাস ধরে যায় তাহলে তার মধ্যে লেবু আর নুন মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে ফাঙ্গাস ধরা জায়গায় ঘষে দিতে হবে।
নিয়মিত কাপড় পরিষ্কার জরুরী
আপনি যদি কাপড় স্তুপ করে রেখে একেবারে পরিষ্কার করবেন বলে ভেবে থাকেন তাহলে আপনি এইসব সমস্যা থেকে বেরোতে পারবেন না। রোদ ওঠার অপেক্ষা না করে ময়লা জামা কাপড় পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিনের পরিধেয় কাপড় নিয়মিত পরিষ্কার রাখলে জামাকাপড় থেকে দুর্গন্ধ বেরোবে না। প্রয়োজনে ফ্যানের নিচে জামা কাপড় ঝুলিয়ে রেখে শুকোতে পারেন, অথবা ঘরের মধ্যে দড়ি টানিয়ে জামাকাপড় মেলে রাখতে পারেন।
ভিনেগার, বেকিং সোডার ব্যবহার
কাপড় থেকে দুর্গন্ধ দূর করতে চাইলে ওয়াশিং পাউডার এর পাশাপাশি জলে ভিনেগার অথবা বেকিং পাউডার মিশিয়ে নিতে পারেন। এর ফলে জামাকাপড় থেকে খারাপ গন্ধ দূর হয়ে যাবে। যেহেতু ভিনেগারের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট রয়েছে তাই এটি কাপড়কে ফ্রেশ রাখতে সাহায্য করে। অন্যদিকে বেকিং সোডা দুর্গন্ধ নাশক হিসেবে কাজ করে।