রাশিফল কিভাবে নির্ণয় করা হয়? How to determine the Horoscope? Details in Bengali

রাশিফল কিভাবে নির্ণয় করা হয়?

বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রের বিশেষ গুরুত্ব রয়েছে। উক্ত শাস্ত্রে মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির উল্লেখ পাওয়া যায়। প্রত্যেকটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।

নিজের রাশির দ্বারা বিভিন্ন বিচার বিবেচনা করে নির্দিষ্ট ব্যক্তি নিজের ভবিষ্যৎ জীবনের নানান তথ্য সম্পর্কে জানতে পারেন।

আমাদের মধ্যে প্রায় সকলেই হয়তো নিজের রাশি কি সেটা জানেন, কিন্তু কেউ কেউ এমনও আছেন, যারা নিজের রাশি সম্পর্কে ওয়াকিবহাল নন, অর্থাৎ তারা কোন রাশির জাতক সেই সম্পর্কে তাদের জ্ঞান নেই।

ফলে তারা নিজের রাশিফল সম্পর্কে জানতে পারেন না। আজকের এই প্রতিবেদনে আমরা রাশিফল কিভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

জন্মদিন বিচার করে রাশি জানা যায়, Zodiac can be known by the birth date :

কিছু কিছু রাশি আছে যা শুধু নির্দিষ্ট ব্যক্তির জন্মদিন বিচার করেই জানা যায়। অন্যদিকে কোনও কোনও ক্ষেত্রে ব্যক্তির নাম, জন্মস্থান ও জন্মের সময় বিচার করেও রাশি নির্ণয় করা হয়। 

আপনারা কি ব্যক্তির চন্দ্র রাশি কোনটি ও সূর্য রাশি কোনটি, জানতে চান? Do you want to know which is the person’s moon sign and sun sign? 

চন্দ্র রাশি এবং সূর্য রাশির মধ্যে কোন রাশি সঠিক ভবিষ্যফল জানায়? এমন প্রশ্ন সকলের মনেই আসে। সে বিষয়ে অনেকেই অবগত নন। তাই আমরা এখানে চন্দ্র রাশি এবং সূর্য রাশি নিয়ে আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে উক্ত বিষয়ে অবহিত করার চেষ্টা করবো। 

সূর্য রাশি

সূর্য রাশি
Pin it

কোনো একজন ব্যক্তির জন্মের সময় সূর্য কোন রাশিতে ছিল, রাশি নির্ণয়ের ক্ষেত্রে সেটা গুরুত্ব সহকারে বিচার করা হয়। এর কারণ হল সূর্য চিহ্ন চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক বিশেষত্বকে প্রকট করে, শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয়। সাধারণত জন্মদিনের তারিখের মাধ্যমে সূর্য রাশি নির্ধারণ করা হয়। কোন তারিখে জন্মগ্রহণ করলে আপনার সূর্য রাশি কোনটি হবে, তা নিম্নে উল্লেখিত বিষয়গুলো থেকে জেনে নিন–

  • মেষ- ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল
  • বৃষ- ২০ এপ্রিল থেকে ২০ মে
  • মিথুন- ২১ মে থেকে ২১ জুন
  • কর্কট- ২২ জুন থেকে ২২ জুলাই
  • সিংহ- ২৩ জুলাই থেকে ২২ অগস্ট
  • কন্যা- ২৩ আগষ্ট থেকে ২২ সেপ্টেম্বর
  • তুলা- ২৩ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর
  • বৃশ্চিক- ২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর
  • ধনু- ২৩ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর
  • মকর – ২১ শে ডিসেম্বর থেকে ১৯ শে জানুয়ারি 
  • কুম্ভ- ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি
  • মীন- ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ

চন্দ্র রাশি

চন্দ্র রাশি
Pin it

কোনো ব্যক্তির জন্মের সময় চন্দ্রের পরিস্থিতি কথায় ছিল, তার ওপর নির্ভর করে জাতকের চন্দ্র রাশি নির্ণয় করা হয়। প্রায় দুই থেকে আড়াই দিনের মধ্যে নিজের রাশি পরিবর্তন করে চন্দ্র। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র নির্দিষ্ট জাতকের আবেগ ও মানসিকতার ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে থাকে। কোনো ব্যক্তির চন্দ্র রাশির মাধ্যমে সেই ব্যক্তির গভীর চিন্তাভাবনা, ইচ্ছা ও চিন্তাপ্রকাশ করা যায়।

জেনে রাখা ভালো যে, চন্দ্র অত্যন্ত দ্রুততার সাথে ১২ রাশির মধ্যে গোচর করে থাকা। শাস্ত্র মতে প্রায় এক মাসের মধ্যে ১২ টি রাশির মধ্যে চন্দ্র নিজের গোচর সম্পন্ন করে থাকে। তাই কোনো ব্যক্তিই জন্মের সময় চন্দ্র কোথায় ছিল, তা সঠিক ভাবে জেনে রাখা উচিত। তবে শুধু মাত্র যে জন্ম তারিখের সাহায্যেই চন্দ্র রাশি নির্ধারিত করা যায়, এমন কিছু না। এর জন্য জন্ম তারিখের পাশাপাশি স্থান ও সময় গণনা করাও জরুরি।

কোন রাশির কোন প্রতীক ! What symbols are used for which Zodiac!

  • মেষ রাশি : রাম
  • বৃষ রাশি : ষাঁড়
  • মিথুন রাশি : জমজ
  • ক্যান্সার বা কর্কট রাশি : কাঁকড়া
  • সিংহ রাশি : সিংহ
  • কন্যা (কুমারী) রাশি : দ্য মেডেন
  • তুলা রাশি : দাঁড়িপাল্লা
  • বৃশ্চিক রাশি : বিচ্ছু
  • ধনু রাশি : তীরন্দাজ
  • মকর রাশি : ছাগলটি
  • কুম্ভ রাশি : জল বহনকারী
  • মীন রাশি : মাছ

সূর্য ও চন্দ্র রাশির মধ্যে কোনটি সর্বাধিক প্রভাবশালী হয় ? Which of the Sun and Moon signs is more influential?

যেকোনো ব্যক্তির জীবনে সূর্য রাশির তুলনায় চন্দ্র রাশি অধিক প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী চন্দ্র রাশি কোষ্ঠীতে অন্যান্য সমস্ত বিষয়ের তুলনায় অধিক প্রভাব বিস্তার করে।

প্রাচীন কাল থেকেই মনে করা হয় যে সূর্য রাশি মূলত ব্যক্তির বাইরের সত্ত্বার প্রতিনিধিত্ব করে থাকে। অন্যদিকে চন্দ্র রাশি আপনার অন্তরের সত্ত্বার প্রতিনিধিত্ব করে। 

সূর্যের ১২টি রাশিতে নিজের ভ্রমণ সম্পন্ন করার জন্য ১ বছর সময় লাগে, অর্থাৎ, সূর্য একটি রাশিতে এক মাস ধরে গোচর করে।

তাই সূর্য রাশির মাধ্যমে যদি কোনো জাতকের ভবিষ্যৎ বিচার করা হয়, তবে তা মাত্র এক মাসের জন্য করা হবে। অন্য দিকে পূর্বেই উল্লেখ করা হয় যে চন্দ্র দ্রুতগতিতে রাশি পরিবর্তন করে, সর্বাধিক আড়াই দিন একটি রাশিতে থাকে চন্দ্র।

তাই চন্দ্র রাশি অনুসারে ভবিষ্যদ্বাণী দীর্ঘস্থায়ী ও সঠিক হয়।

রাশি নির্ণয় করবো কিভাবে? How to determine the horoscope?

রাশিফল
Pin it

বেশিভাগ ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্মের তারিখ অনুসারে রাশি নির্ধারিত হয়। জ্যোতিষশাস্ত্রে, ১২টি রাশি রয়েছে এবং প্রতিটি রাশির একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। জন্মের সময় সূর্য যে রাশিতে অবস্থান করে, সেই রাশিই নির্দিষ্ট ব্যক্তির রাশি হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে, যদি কেউ ২০২০ সালের ২১ জুলাই তারিখে জন্মগ্রহণ করে, তাহলে তার রাশি হল সিংহ।

কিভাবে রাশিফল তৈরি করব? How to find out the horoscope?

একটি সঠিক জ্যোতিষ শাস্ত্রের চার্ট পেতে চাইলে, আপনাকে নিজের ব্যাপারে 3টি জিনিস জানতে হবে, সেগুলো হল : 

  • আপনার সঠিক জন্ম তারিখ, 
  • আপনার জন্মের সময় (মিনিট পর্যন্ত), এবং 
  • আপনি কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন।

একবার আপনার এই 3টি জিনিস জানা হয়ে গেলে, আপনি যেকোন স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রের ওয়েবসাইট এ লগ ইন করে নিয়ে আপনার রাশি সম্পর্কে জানতে পারেন।

নিজের রাশি কিভাবে বুঝবেন? How to know your own zodiac?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনার “রাশি” হল আপনার চাঁদের চিহ্ন, বা আপনার জন্মের সময় চাঁদের রাশিচক্রের অবস্থানের নাম। আপনার নিজের রাশি গণনা করতে হলে, রাশিচক্রের একটি অনলাইন ক্যালকুলেটরে আপনার জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান বা আপনার প্রথম নাম লিখুন, দেখবেন ক্যালকুলেটর আপনার রাশি বলে দেবে। এভাবে আপনি নিজের রাশি জেনে নিতে পারবেন। 

সব থেকে শক্তিশালী রাশি কোনটি? Which is the most powerful zodiac?

রাশিচক্রের ১২টি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাবান হিসেবে ধরা হয় চারটি রাশিকে। জ্যোতিষশাস্ত্রের প্রাকৃতিক উপাদান বলতে জল, বায়ু, অগ্নি ও পৃথিবীকে বোঝায়। এমন যে চারটি রাশি এই চার উপাদানের প্রতীক, জ্যোতিষ শাস্ত্রে তাদেরকেই সবথেকে শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১২টি রাশির মধ্যে সবথেকে ক্ষমতাশালী রাশি যে চারটি সেগুলি হল — মেষ, বৃশ্চিক, কুম্ভ ও মকর।

সব থেকে বুদ্ধিমান রাশি কি? What is the most intelligent zodiac sign?

রাশিচক্রের ১২ টি রাশির মধ্যে মিথুন রাশির জাতকরা অত্যন্ত বুদ্ধিমান হন বলে মনে করা হয়। 

রাশিফল নির্ণয়ের কয়টি নক্ষত্র আছে? How many stars are there in horoscope?

জ্যোতিষ নক্ষত্র
Pin it

সব মিলিয়ে, বৈদিক স্ফটিক দেখার কাঠামোতে 27টি নক্ষত্র রয়েছে। প্রতিটি নক্ষত্রে রাশিচক্রের 13 ডিগ্রি এবং 20 মিনিট জড়িত থাকে, যা জন্ম তারিখ অনুসারে বিবাহের ভবিষ্যদ্বাণীর মোট 360 ডিগ্রির একটি বৃত্ত তৈরি করে।

রাশি অনুযায়ী নাম রাখা কি প্রয়োজন? Is it necessary to keep the name according to the zodiac sign?

জ্যোতিষশাস্ত্রে রাশি নয়, নক্ষত্র ও নক্ষত্র পদ অনুসারে নাম রাখা হয়। রাশি অনুযায়ী নাম রাখা বাঞ্ছনীয় নয় । তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুর চাঁদের রাশি (রাশি), তার জন্ম নক্ষত্র (নক্ষত্র), বৃহস্পতির অবস্থান এবং ভাগ্যবান জীবন সংখ্যা শিশুর নামকরণের জন্য বিবেচনা করা হয়।

শেষ কথা, Conclusion : 

আশা করি আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্যগুলো থেকে আপনারা রাশিফল নির্ণয় করার বিষয়াদি সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে পেরেছেন। রাশিফলের মাধ্যমে করা ভবিষ্যদ্বাণী অনেকেই বিশ্বাস করেন, আবার অনেকের কাছে এটা বুজরুকী বলে মনে হয়। এটা সম্পূর্ণ নিজের অর্থাৎ ব্যক্তিগত ব্যাপার। যারা এসব বিশ্বাস করেন তাদের হয়তো এই প্রতিবেদন পড়ে ভালো লাগবে। 

Frequently Asked Questions :

রাশি অনুযায়ী নাম রাখা কি প্রয়োজন?

রাশি অনুযায়ী নাম রাখা বাঞ্ছনীয় নয় । তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুর চাঁদের রাশি (রাশি), তার জন্ম নক্ষত্র (নক্ষত্র), বৃহস্পতির অবস্থান এবং ভাগ্যবান জীবন সংখ্যা শিশুর নামকরণের জন্য বিবেচনা করা হয়।

রাশিফল নির্ণয়ের কয়টি নক্ষত্র আছে?

বৈদিক স্ফটিক দেখার কাঠামোতে 27টি নক্ষত্র রয়েছে।

সব থেকে শক্তিশালী রাশি কোনটি?

রাশিচক্রের ১২টি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাবান হিসেবে ধরা হয় চারটি রাশিকে। জ্যোতিষশাস্ত্রের প্রাকৃতিক উপাদান বলতে জল, বায়ু, অগ্নি ও পৃথিবীকে বোঝায়।

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...