🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।
Play Now
19 জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে আনন্দ তিওয়ারি পরিচালিত ‘ব্যাড নিউজ’। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক।
মুক্তির প্রথম দিনে ভিকি কৌশলের কাছে Bad News অত্যন্ত Good News প্রমাণিত হয়েছে। কমেডি ঘরানার এই সিনেমা প্রথম দিনেই 8 কোটি 50 লাখ টাকা আয় করেছে বলে জানা গেছে। বক্স অফিসে প্রথম দিনেই ভিকি কৌশলের অন্য কোন সিনেমা এত সাফল্য পায়নি।
এই সিনেমার ট্রেলার দেখেই সিনেমার কাহিনি সম্পর্কে অনুমান করা গেছিল৷ এই সিনেমায় Heteroparental Superfecundation নামক বিরল ঘটনাটি দেখানো হয়েছে, যেখানে একজন নারীর গর্ভে দুজন পুরুষের সন্তান বেড়ে ওঠে।
এই সিনেমায় অখিল চাড্ডার ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা গেছে সালোনি বগ্গার চরিত্রে৷
সিনেমার শুরুতে নায়ক নায়িকা
প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায়, তারপর তারা পরিবারের সম্মতিতে বিয়ে করে। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে ডিভোর্সের দিকে এগিয়ে যায়। তারপর এই কাহিনিতে এন্ট্রি নেয় অ্যামি ভির্ক। এখান থেকে সিনেমার কাহিনি নতুন মোড়ে ঘুরে যায়৷
সিনে প্রেমীদের বেশিরভাগেরই বক্তব্য এই সিনেমাটি ভিকি কৌশল একাই টেনে নিয়ে গেছেন৷ এই সিনেমার প্রথমার্ধ যদি হয় খরগোশ, তাহলে দ্বিতীয়ার্ধ যেন কচ্ছপ৷ তবে এই সিনেমার কমেডি নিঃসন্দেহে উপভোগযোগ্য। ব্যাড নিউজ এর তওবা তওবা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। সব মিলিয়ে বলা যায় এই উইকএন্ডে পরিচালক আনন্দ তিওয়ারির ‘ব্যাড নিউজ’ দেখা যেতেই পারে।
অন্যদিকে বৃহস্পতিবার ‘Bad News’ এর স্পেশাল স্ক্রিনিং এ ভিকির সঙ্গে পৌঁছান ক্যাটরিনা কাইফ। সিনেমাটি দেখার পর ভিকি পত্নী ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন যে ভিকি কৌশলের অভিনয়ে মুগ্ধ তিনি এবং তার এই সিনেমাটি ভীষণ ভালো লেগেছে।

